সত্যজিৎ রায়ের ৪ ছোটগল্প অবলম্বনে ওয়েব সিরি‌জ ‘রে’

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অপেক্ষার অবসান ঘটলো। অবশেষে নেটফ্লিক্সে প্রকাশ পেলো সত্যজিৎ রায়ের ৪টি ছোট গল্প অবলম্বনে নির্মিত ওয়েব সিরিজ ‘রে’।

চমকপ্রদ তথ্য হলো- ওয়েব সিরিজটি পরিচালনার দায়িত্বে একজন নয়, রয়েছেন তিনজন পরিচালক। তারা হলেন- অভিষেক চৌবে, সৃজিত মুখার্জী ও ভাষাণ বালা।

বিজ্ঞাপন

ওয়েব সিরিজটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা মনোজ বাজপেয়ী, আলি ফজল, হর্ষবর্ধন কাপুর, কে কে মেনন, রাধিকা মদন, গজরাও রাও, শ্বেতা বসু প্রসাদ, অনিন্দিতা বোস, বিদিতা বাগ, দিব্যেন্দু ভট্টাচার্য, চন্দন রায় সান্যাল, আকাঙ্খা রঞ্জন কাপুর।

প্রথম পর্বের নাম ‘হাঙ্গামা হ্যায় কিউ বরপা’। মুসাফির আলি, গোপন অতীতের জনপ্রিয় গজল গায়িকা এবং একজন কুস্তিগীর-ক্রীড়াবিদ সাংবাদিকে পরিণত হওয়ার গল্প নিয়ে তৈরি। একসঙ্গে ট্রেনে যাত্রা করার সময় তাদের পরিচয় হয়। পর্বটি পরিচালনা করেছেন অভিষেক চৌবে এবং অভিনয় করেছেন মনোজ বাজপেয়ী ও গজরাজ রাও।

বিজ্ঞাপন

দ্বিতীয় পর্ব সৃজিত মুখার্জী পরিচালিত, নাম ‘ফরগেট মি নট’। ইপ্সিতের থ্রিলার ঘিরে গল্প। একজন কাটারথ্রোট কর্পোরেট হাঙ্গর যার রিয়া নামের এক নারীর সঙ্গে পরিচয় হয়। এই পর্বে অভিনয় করেছেন আলী ফজল ও শ্বেতা বসু প্রসাদ।

তৃতীয় পর্বেরও পরিচালনার দায়িত্বে পরিচালক সৃজিত মুখার্জী। নাম ‘বহুরূপী’। অভিনয়ে কেকে মেনন এবং বিদিতা বাগ। এটি ইন্দ্রাশীষ শাহ নামে এক মেক আপ আর্টিস্টের জীবনের গল্প ঘিরে। যে নিজের অপছন্দের প্রফেশনে আটকে আছে। ব্যর্থ সম্পর্কে এবং ঘোরালো জীবনে আটকে সে।

চতুর্থ পর্বের গল্পে অভিনয় করেছেন হর্ষবর্ধন কাপুর। পরিচালনায় ভাষাণ বালা। এটি এমন এক টাইপকাস্ট অভিনেতার গল্প যে ওয়ান-লুক ভিক হিসেবে নিজের ভাবমূর্তি ভেঙে ফেলার লক্ষ্য নিয়েছেন। পর্বটির নাম ‘স্পটলাইট’।

আগামী ২৫ জুন ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে সিরিজটি।