ওটিটি প্ল্যাটফর্মে সুনেরাহ-পূজার অভিষেক

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সুনেরাহ বিনতে কামাল ও পূচা চেরি

সুনেরাহ বিনতে কামাল ও পূচা চেরি

করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর থেকে সিনেমা হলগুলো বন্ধ করে দেওয়ায় বেশিরভাগ নির্মাতাই এখন তাদের নির্মিত ছবি ও সিরিজগুলো ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দিচ্ছেন।

এবার সেই ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হতে যাচ্ছে জনপ্রিয় দুই অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল ও পূচা চেরির।

বিজ্ঞাপন

পূজা কাজ করছেন সুমন ধর পরিচালিত ৬ পর্বের ওয়েব সিরিজ ‘প্যারাসাইকোলজি’তে। এতে তার বিপরীতে থাকছেন শ্যামল মাওলা।

সুনেরাহ বিনতে কামাল 

সুনেরাহ ব্যাস্ত ৮ পর্বের সিরিজ ‘পঁচিশ’ নিয়ে। যেখানে তার সহশিল্পী শ্যামল মাওলা, ইয়াশ রোহান, সাঈদ বাবু। সিরিজটি নির্মাণ করছেন মাহমুদ দিদার।

বিজ্ঞাপন

তানিম রহমান অংশু পরিচালিত ‘ন ডরাই’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্র দুনিয়ায় পা রেখেছেন সুনেরাহ বিনতে কামাল। প্রথম ছবিতেই অভিনয়ের সুবাদে সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তুলেছেন সুনেরাহ।

পূজা চেরি

শিশুশিল্পী হিসেবে ‘ভালোবাসার রঙ’, ‘তবুও ভালোবাসি’ ও অগ্নি চলচ্চিত্রে অভিনয় করেছেন পূজা চেরি। নায়িকা হিসেবে তার চলচ্চিত্রে অভিষেক হয় ‘নূর জাহান’র মধ্য দিয়ে। এরপর ‘পোড়ামন ২’ ও ‘দহন’-এ দেখা গেছে তাকে।