একের পর এক চাঞ্চল্যকর সত্য বেরিয়ে আসছে নুসরাত-নিখিলের সম্পর্ক নিয়ে। সম্প্রতি নুসরাত জানিয়েছিলেন তার সঙ্গে নিখিলের বিয়ে হয়নি। শুধুমাত্র লিভ-ইন রিলেশনে ছিলেন তারা।
এবার নুসরাতের এই মন্তব্যের পাল্টা জবাব দিয়ে নিখিল জৈন এক বিবৃতিতে জানালেন, বারবার বলা সত্ত্বেও নুসরাত ম্যারেজ রেজিস্ট্রেশন এড়িয়ে গিয়েছিলেন।
ওই বিবৃতিতে নিখিল আরও জানিয়েছেন, ২০২০ সালে একটি সিনেমার শুটিংয়ের পরই নাকি নুসরাতের আচরণে পরিবর্তন আসতে শুরু করে। পরে গত বছরের ৫ নভেম্বর সব জিনিসপত্র নিয়ে বেরিয়ে যান নুসরাত। এমনকি ব্যক্তিগত মূল্যবান নথিপত্রও সঙ্গে নিয়ে বেরিয়ে যান টলিউডের এই অভিনেত্রী।
বিজ্ঞাপন
আগামী সেপ্টেম্বরে মা হতে যাচ্ছেন নুসরাত জাহান! এমনটাই গুঞ্জন বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে টলিউড ইন্ডাস্ট্রিতে। আর এ ঘটনার জের ধরেই নুসরাতের থেকে আলাদা হতে চেয়ে মামলা করেছিলেন নিখিল।
এরপরই নুসরাত এক বিবৃতি দিয়ে জানান, তুরস্কের মাটিতে ঘটা করে যে বিয়ের অনুষ্ঠান তিনি করেছিলেন, ভারতে তার কোনও বৈধতা নেই। নিখিলের সঙ্গে তিনি লিভ-ইন সম্পর্কে ছিলেন, তাই বিচ্ছেদের কোনও প্রশ্নই ওঠে না।
বিজ্ঞাপন
ওই বিবৃতিতে নুসরাত দাবি করেন, তার সমস্ত দামী পোশাক ও গহনা এখনও নিখিলের বাড়িতে রয়েছে। নিখিলের থেকে তিনি একটি টাকাও নেননি, উল্টো নিখিল তার অ্যাকাউন্ট থেকে টাকা তুলেছিলেন।
তবে বিষয়টি অস্বীকার করে নিখিল বলেছেন, এবার আদালত বিষয়টি বুঝে নেবেন।
গত দুই-তিন বছরে নাটক প্রচারের ক্ষেত্রে একটা বড় পরিবর্তন হয়েছে। একসময় টেলিভিশন ছাড়া অন্য কোনো মাধ্যমে নাটক প্রচারের কথা ভাবাই যেত না। সেই নাটক এখন সরাসরি মুক্তি পাচ্ছে ইউটিউবে। ফলে নাটকের ইন্ডাস্ট্রি বড় হচ্ছে। গড়ে উঠেছে শতাধিক ইউটিউব চ্যানেল। টেলিভিশন চ্যানেলের চেয়েও অনেক ক্ষেত্রে ইউটিউব চ্যানেলগুলো নাটকের বাজেট বাড়াচ্ছে। কোটি কোটি টাকা লগ্নি করছে। সেই বৈদেশিক আয় দিয়ে বছরের মাঝামাঝি পর্যন্ত রেকর্ড গড়েছিলেন ইউটিউব চ্যানেলের প্রযোজকেরা।
ভিউ-এর দিক দিয়ে শীর্ষ ১০ নাটক-
শ্বশুরবাড়িতে ঈদ (নিলয়-হিমি)- ৪৭ মিলিয়ন ভিউ
মামার বাড়ি (নিলয়-হিমি)- ৪১ মিলিয়ন ভিউ
চাচা ভাতিজা জিন্দাবাদ (নিলয়-হিমি)- ৩৮ মিলিয়ন ভিউ
বান্ধবীর ভাই (নিলয়-হিমি)- ৩৩ মিলিয়ন ভিউ
শুধু তোমার জন্য (মুশফিক আর ফারহান-কেয়া পায়েল)- ৩০ মিলিয়ন ভিউ
লাভ লাইন (জোভান আহমেদ জোভান-নাজনীন নেহা)- ২৭ মিলিয়ন ভিউ
আমার হয়ে থেকো (মুশফিক আর ফারহান-সাদিয়া আয়মান)- ২৬ মিলিয়ন ভিউ
একবার বলো ভালোবাসি (মুশফিক আর ফারহান-নাজনীন নীহা)- ২৬ মিলিয়ন ভিউ
তুই আমারই (মুশফিক আর ফারহান-সাদিয়া আয়মান)- ২৫ মিলিয়ন ভিউ
চলতি বছরের শুরু থেকেই দর্শক কমেডি ও রোমান্টিক গল্পের নাটক বেশি দেখেছেন। বেশি দেখা নাটকগুলোর মধ্যে ছিল ‘শ্বশুরবাড়িতে ঈদ’, ‘মামার বাড়ি’, ‘চাচা ভাতিজা জিন্দাবাদ’, ‘বান্ধবীর ভাই’ ইত্যাদি। গ্রামীণ প্রেক্ষাপটের শ্বশুরবাড়িতে ঈদ নাটকের গল্পে উঠে এসেছে শ্বশুরবাড়িতে ঈদকে ঘিরে মজার সব ঘটনা। কোনো গল্পে আবার উঠে এসেছে সামাজিক বাস্তবতা। এর মধ্যে ‘মামার বাড়ি’ নাটকটি সবচেয়ে বেশি দেখা নাটকের তালিকায় ২ নম্বরে রয়েছে।
এর গল্প মামার বাড়িতে মায়ের সম্পদ ভাগ করাকে কেন্দ্র করে। কমেডির বাইরে নাটকে ভিন্নভাবে দেখা যায় নিলয় ও হিমিকে। ভিউ দিয়ে এ বছর এগিয়ে ছিলেন পরিচালক মুহিন খান, তাইফুর জাহান আশিক, প্রবীর রয় চৌধুরী, মিফতা আনান, তৌফিকুল ইসলাম প্রমুখ।
ভিউয়ে এগিয়ে কোন তারকারা
নাটকের ভিউ মানেই সবার আগে চলে আসে অভিনয়শিল্পী জুটি নিলয় আলমগীর ও হিমির কথা। তিন বছর ধরে হিমি-নিলয়ের নাটক অঙ্গনে আলোচিত জুটি। এখন ৮০ ভাগের বেশি নাটকে তাদের একসঙ্গে দেখা যায়। বছরের সবচেয়ে বেশি ভিউ পাওয়া ১০ নাটকের মধ্যে প্রথম চারটি নাটকেই দেখা যাচ্ছে এই জুটিকে। এ ছাড়া কয়েকটি নাটকে মুশফিক আর ফারহানের সঙ্গে অভিনেত্রী সাদিয়া আয়মানকে দেখা গেছে। তাদের ‘আমার হয়ে থেকো’ ও ‘তুই আমারই’ দর্শক বেশি দেখেছেন। নাটকগুলো ইউটিউবে শীর্ষ দেখা ১০ নাটকের মধ্যে রয়েছে।
এ ছাড়া ফারহানের সঙ্গে নাজনীন নীহার ‘একবার বলো ভালোবাসি’ নাটকটি ভিউয়ে শীর্ষ ৯-এ আছে। কেয়া পায়েল অভিনেতা ফারহানের সঙ্গে ‘শুধু তোমার জন্য’ নাটকে জুটি বেঁধে ছিলেন; সেটাও আলোচনায় ছিল। দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে নাটক দিয়ে আলোচনায় থাকেন মোশাররফ করিম। এ বছরও ব্যতিক্রম হয়নি, এই অভিনেতার ‘জামাই বউর মাথা গরম’ নাটকটি দর্শকেরা পছন্দ করেছেন। তার সহশিল্পী ছিলেন তানিয়া বৃষ্টি। ভিউয়ের হিসাবে ফারহান আহমেদ জোভান ও নাজনীন নীহার ‘লাভ লাইন’ রোমান্টিক গল্পটি দর্শকদের পছন্দের তালিকায় ছিল। এর বাইরে জিয়াউল ফারুক অপূর্ব, তৌসিফ মাহবুব, খায়রুল বাসার, ইয়াশ রোহান, শামীম হাসান সরকারদের নাটক দর্শকেরা বেশি দেখেছেন।
ধারাবাহিক ছিল তারকাশূন্য
বর্তমান সময়ে টেলিভিশন নাটকের প্রতি বেশির ভাগ দর্শকের অনীহা রয়েছে। টেলিভিশনে প্রচারের পরে নাটক ইউটিউবে মুক্তি পেলেই তারকা কলাকুশলীরা সবচেয়ে বেশি সাড়া পান। বিজ্ঞাপন বিরতির ঝামেলা, পছন্দমতো সময়ে নাটক দেখাসহ নানা সুবিধার জন্য ইউটিউবকেই দর্শক নাটক দেখার প্রধান প্ল্যাটফর্ম ধরে নিয়েছেন। যে কারণে টেলিভিশনের চেয়ে ইউটিউব নাটকের দিকে অভিনয়শিল্পীদের ঝোঁক বেশি। একই কারণে টেলিভিশন ধারাবাহিকগুলোও মান হারাচ্ছে। যে ধারাবাহিক নাটক দিয়ে একসময় তারকা তৈরি হয়েছে, সেই ধারাবাহিক এখন তারকাশূন্য। একসময় মোশাররফ করিমকে বছরে টানা চার–পাঁচটি ধারাবাহিকে দেখা গেলেও এখন বছরে খুব বড়জোর এক-দুটো ধারাবাহিকে দেখা যায়। বেশির ভাগই এখন এক ঘণ্টার নাটক নিয়ে ব্যস্ত। এ ছাড়া নাটকপাড়া দাপিয়ে বেড়ানো জিয়াউল ফারুক অপূর্ব, তৌসিফ মাহবুব, ফারহান আহমেদ জোভান, মুশফিক আর ফারহান, ইয়াশ রোহান, সাবিলা নূর, তাসনিয়া ফারিণ, অহনা রহমান তানিয়া বৃষ্টি, কেয়া পায়েল, তটিনীসহ ভিউ রয়েছে এমন ৯০ ভাগের বেশি শিল্পীকেই ধারাবাহিকে দেখা যায় না।
ছোটপর্দার জনপ্রিয় মুখ প্রিয়ন্তী উর্বী। কিছুদিন আগেই বিয়ের পরিকল্পনার কথা জানান অভিনেত্রী। আর বছরের শেষে এসে বিয়ের পিঁড়িতে বসলেন এই মডেল ও অভিনেত্রী। পারিবারিক আয়োজনে গত শুক্রবার (২৭ ডিসেম্বর) জীবনের নতুন অধ্যায় শুরু করলেন তিনি।
বিয়ের আগে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন অভিনেত্রী। ফেসবুক এক স্ট্যাটাসে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন বর-কনে দুজনেই। জানা গেল বরের পরিচয়ও। প্রিয়ন্তীর স্বামীর নাম সালমান আহমেদ। বর্তমানে ডেইলি স্টার পত্রিকার বিপণন বিভাগে কর্মরত রয়েছেন।
গুলশান আজাদ মসজিদে অভিনেত্রীর বিবাহ কার্যক্রম সম্পন্ন হয় তাদের। তখন দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সংবাদমাধ্যমে প্রিয়ন্তী জানান, বছরখানেকের পরিচয় থেকে বন্ধুত্ব। চলতি বছরে জুলাইয়ে ছিল অভিনেত্রীর জন্মদিন।
বিশেষ দিনটি উদযাপনে কক্সবাজার গিয়েছিলেন তিনি। সেখানেই তাকে বিয়ের প্রস্তাব দেন সালমান। সালমানের প্রস্তাবে সাড়া না দিয়ে পারেননি এই অভিনেত্রী। এরপর সবকিছুই পারিবারিকভাবে এগিয়েছে। শুধু অপেক্ষাটা ছিল বিয়ের।
প্রিয়ন্তী উর্বী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে স্নাতক সম্পন্ন করেন। এরপর ২০১৯ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে পা রাখেন । ২০২০ সালের শেষ দিকে বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন। ‘বুক পকেটের গল্প’ ও ক্লোজআপ কাছে আসার গল্পের নাটকে অভিনয় করে নজর কাড়েন অভিনেত্রী। মাত্র তিন বছরের ক্যারিয়ারে অনেকগুলো বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন তিনি। পাশাপাশি কাজ করেছেন একাধিক নাটক ও ওয়েব সিরিজে।
কয়েক মাস ধরে বেশির ভাগ সময়ই বাংলাদেশের ইউটিউব ট্রেন্ডিংয়ে মিউজিক বিভাগের শীর্ষে ছিল হিন্দি বা ইংরেজি গান। ‘স্ত্রী ২’ সিনেমার আইটেম গান ‘আজ কি রাত’ ট্রেন্ডিংয়ে রাজত্ব করেছে দীর্ঘদিন। সেখান থেকে ধীরে ধীরে ট্রেন্ডিং লিস্ট বাংলা গানের দখলে ফিরে আসে। ট্রেন্ডিংয়ে ২ নম্বরে উঠে আসে ‘কথা একটাই’ শিরোনামের গানটি।
গত ১০ ডিসেম্বও জনপ্রিয় সঙ্গীতশিল্পী পড়শীর ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হয় গানটি। রবিউল ইসলাম জীবনের কথা, ইমরান মাহমুদুলের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও পড়শী। গানের ভিডিও চিত্রেও দেখা গেছে ইমরান ও পড়শীকে।
বেশ লম্বা বিরতি পর একসঙ্গে গান করেছেন ইমরান ও পড়শী। তাই গানটি নিয়ে দুই শিল্পীর ভক্তদের আগ্রহ বেশি থাকাটাই স্বাভাবিক। কারণ, এই জুটি এর আগে বেশকিছু সুপারহিট গান উপহার দিয়েছেন। বিরতির পর মুক্তি পাওয়া সেই গান নিয়ে পড়শী লিখেছেন, ‘‘৫০ লাখ ভিউ মাত্র ১৫ দিনে। ধন্যবাদ, ‘কথা একটাই’ গানটিকে এভাবে ভালোবাসার জন্য।’’
গানের কথা, সুর ও গায়কীর পাশাপাশি এর ভিডিওচিত্রও বেশ পছন্দ করেছে শিল্পীদের ভক্ত-অনুসারীরা। মন্তব্যের ঘরে তারা লিখেছেন, ‘শেষের অংশটা হৃদয় ছুঁয়ে দিল’, ‘সম্পূর্ণ ভিডিও অনেক সিনেম্যাটিক ছিল’, ‘ইমারান–পড়শীর জুটি নিয়ে যা বলব, তা-ই কম হবে’, ‘গানের কথাও ভালো ছিল। এককথায় অসাধারণ একটি কাজ।’
বিগত কয়েক মাসে ভারতের বিভিন্ন ইন্ডাস্ট্রির অভিনেতা, পরিচালক ও প্রযোজকের নামে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে। এবার আবারও এক অভিনেত্রী অভিযোগ আনলেন ছোট পর্দার জনপ্রিয় এক অভিনেতার নামে। অভিযোগের ভিত্তিতে কন্নড় অভিনেতা চরিত বালাপ্পাকে গ্রেফতার করছে পুলিশ।
কন্নড় ইন্ডাস্ট্রির ছোট পর্দার অভিনেতা চরিত বালাপ্পা। তার বিরুদ্ধে এক অভিনেত্রীকে যৌন হয়রানি ও ব্ল্যাকমেলের অভিযোগ উঠেছে। গত শুক্রবার তাকে গেফতার করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। রাজারাজেশ্বরী নগর থানার পুলিশের বিভিন্ন সূত্রও খবরটি নিশ্চিত করেছে।
পুলিশ কর্মকর্তা এস গিরিশ জানিয়েছেন, পুরো ঘটনাটা ঘটেছে ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে। ১৩ ডিসেম্বর ওই অভিনেত্রী অভিনেত্রী অভিযোগ করেছেন, তিনি কন্নড় ও তেলেগু সিরিয়ালে কাজ করেন ২০১৭ সাল থেকেই। অভিযুক্তের সঙ্গে ২০২৩ সালে তার আলাপ হয়। এরপর প্রেমের ফাঁদে ফেলে অভিনেতা ক্রমাগত তাকে মানসিকভাবে হেনস্তা করতে থাকেন। দেন খুনের হুমকি।
এমনকি শারীরিকভাবেও তারা ঘনিষ্ঠ হয়েছিলেন বলেও অভিযোগে জানিয়েছেন অভিনেত্রী। তিনি যেহেতু একা থাকতেন, সেটারই সুযোগ অভিযুক্ত নিতেন বলেই জানিয়েছেন ওই অভিনেত্রী। তিনি আরও অভিযোগ করেন, চরিত বালাপ্পা তার অর্থ ও যোগাযোগ কাজে লাগিয়ে বারবার তাকে হুমকি দিতেন জেলে পাঠানোর।