আসছে ‘দ্য ফ্যামিলি ম্যান থ্রি’, থাকছেন বিজয়

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

‘দ্য ফ্যামিলি ম্যান’র পোস্টার

‘দ্য ফ্যামিলি ম্যান’র পোস্টার

‘দ্য ফ্যামিলি ম্যান’ ও ‘দ্য ফ্যামিলি ম্যান টু’-এর সফলতার পর এবার ‘দ্য ফ্যামিলি ম্যান থ্রি’ নির্মাণের সিদ্ধান্ত নিলেন নির্মাতারা।

তাছাড়্ ‘দ্য ফ্যামিলি ম্যান টু’-এর শেষ পর্বেই ইঙ্গিত মিলেছিলো ‘দ্য ফ্যামিলি ম্যান থ্রি’ আসতে যাচ্ছে। আর তৃতীয় মৌসুমের কাহিনির প্রেক্ষাপটও যে উত্তর-পূর্ব ভারত, সে আভাস দিয়েছিলেন পরিচালক রাজ ও ডিকে নিজেই।

বিজ্ঞাপন

ইতিমধ্যেই তারা জানিয়েছেন, আরও একবার মনোজ বাজপেয়ী ওরফে শ্রীকান্তের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ঘটবে দর্শকদের।

মনোজ বাজপেয়ী

এদিকে, ‘দ্য ফ্যামিলি ম্যান টু’তে দেখা গিয়েছিলো দক্ষিণী অভিনেত্রী সামান্থা আক্কিনেনিকে। তবে ‘দ্য ফ্যামিলি ম্যান থ্রি’তে তার পরিবর্তে পাওয়া যাবে দক্ষিণের আরেক তারকাকে।

বিজ্ঞাপন

শোনা যাচ্ছে, ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর নতুন মৌসুমে দেখা মিলবে বিজয় সেতুপতির।

চমকপ্রদ তথ্য হলো- ‘দ্য ফ্যামিলি ম্যান টু’তে শ্রীলঙ্কান সেনাবাহিনীর নেতার চরিত্রটিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন বিজয় সেতুপতি। যদিও শেষমেশ তা করতে রাজি হননি তিনি। তবে এবার নাকি মনের মতো চরিত্র পেয়েছেন তিনি।

বিজয় সেতুপতি

তবে বিজয় সেতুপতির অভিনয়ের বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কারও পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।