আমেরিকায় করোনা ভ্যাকসিন নিলেন কনক চাঁপা
সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় কনক চাঁপা। ফেসবুকের মাধ্যমে ভক্তদের সঙ্গে জীবনের নানা মুহূর্ত শেয়ার করে থাকেন জনপ্রিয় এই সংগীতশিল্পী।
বুধবার (২৩ জুন) নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে স্বামীর সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেছেন কনক চাঁপা। যার ক্যাপশনে তিনি লিখেছেন, “আমি ও বাঘসাহেব (আমার জীবনসঙ্গী) একটু আমেরিকা আসছি। আসার সময় তাড়াহুড়ো করে কাউকে জানিয়ে আসা হয়নি। যাই হোক। ইনশা আল্লাহ তাড়াতাড়িই ফিরবো। আমাদের জন্য দোয়া কইরো।”
সেই পোস্টের একটি পরই আরও একটি পোস্ট করেন কনক চাঁপা। যেখানে তিনি জানান আমেরিকা পৌঁছে করোনা ভ্যাকসিন নিয়েছেন তিনি।
স্বামীর সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে কনক চাঁপা লিখেছেন, আল্লাহ ভরসা। আমি ও আমার জীবনসঙ্গী করোনার ভ্যাকসিন নিলাম। তবে ভ্যাকসিন নিতে আমেরিকার আসিনি। ভ্যাকসিনের চেয়ে আল্লাহর রহমতের উপরই আমার ভরসা। তারপর ও সবাই বকছিলো যে এতোদিনেও ভ্যাকসিন নিলাম না কেন এজন্য। তাই ভাবলাম এসেছি যখন আর পাওয়াও যাচ্ছে সহজে তাহলে নিয়েই নেই। আলহামদুলিল্লাহ।”
বাংলা সংগীতের এক উজ্জল নক্ষত্রের নাম রোমানা মোর্শেদ কনক চাঁপা। অসংখ্য গান গেয়ে কোটি কোটি শ্রোতার মন জয় করে আছেন তিনি।
চলচ্চিত্র, আধুনিক গান, নজরুল সঙ্গীত, লোকগীতিসহ প্রায় সবধরনের গানে কনক চাঁপা সমান পারদর্শী। দীর্ঘ ৩৪ বছরের সংগীত ক্যারিয়ারে তিন হাজারেরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। প্রকাশিত হয়েছে ৩৫টি একক গানের অ্যালবাম।