দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন নেহা ধুপিয়া
দ্বিতীয় সন্তানকে স্বাগত জানাতে যাচ্ছেন আঙ্গাদ বেদী ও নেহা ধুপিয়া দম্পতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন বলিউডের এই অবিনেত্রী নিজেই।
নেহার শেয়ার করা ছবিটিতে দেখা গেছে তার স্পষ্ট বেবিবাম্প। ছবিটিতে তার সঙ্গে আরও ছিলেন স্বামী আঙ্গাদ বেদী ও মেয়ে মেহের। তারা প্রত্যেকেই পরেছিলেন কালো রঙের পোশাক।
ছবিটির ক্যাপশনে নেহা লিখেছেন, ‘এই ছবির সঠিক ক্যাপশন ভাবতে ভাবতেই দু’দিন কেটে গেলো আমাদের। শ্রেষ্ঠ ক্যাপশন একটাই মনে হল... ধন্যবাদ ঈশ্বর।’
নেহার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি প্রকাশ্যে আসার পর সকলেই তাদের শুভকামনা জানাতে শুরু করেছেন। এমনকি তাদের শেয়ার করা ছবিটিতেও বয়ে যাচ্ছে লাইক ও কমেন্টের বন্যা।
২০১৮ সালের মে মাসে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন নেহা ধুপিয়া ও আঙ্গাদ বেদী। বিয়ের সময়ে তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন নেহা। পরে একই বছরের নভেম্বরে তাদের ঘর আলোকিত করে আসে প্রথম সন্তার মেহের।