করোনাভাইরাস মহামারি থেকে সুরক্ষিত থাকার জন্য যেখানে বারবার মাস্ক পরার জন্য জোর দেওয়া হচ্ছে সেখানে মাস্ক ছাড়াই একটি অনুষ্ঠানে উপস্থিত হলেন কলকাতার অভিনেতা সুমিত।
এমনকি, নিজে মাস্ক না পরার সাপেক্ষে যা যুক্তি দিয়েছেন, তা শুনে রীতিমতো অবাক হয়েছেন সকলেই।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৭ জুলাই) এক রক্তদান অনুষ্ঠানে মাস্ক ছাড়াই উপস্থিত হয়েছিলেন সুমিত গঙ্গোপাধ্যায়। শুধু তাই নয়, মাস্ক ছাড়া মঞ্চে বক্তৃতাও রাখেন তিনি।
মঙ্গলবার ভাঙড়ের কাঁঠালিয়াতে এক রক্তদান শিবিরের আয়োজন করেছিল ‘ভাঙড় এখন’ পত্রিকা ও ভাঙড় নবোদয় সমিতি। করোনা মহামারীর মাঝে সেখানে প্রধান অতিথি হিসেবে মাস্ক ছাড়া হাজির হলেন অভিনেতা সুমিত গঙ্গোপাধ্যায়। সগর্বে জানালেন, 'মাস্কে করোনা আটকায় না। আমি জীবনে মাস্ক পরিনি।' pic.twitter.com/Kkp2UtOxXb
মহামারির সময় যখন ভারতে এখনও হাজার হাজার মানুষ করোনায় মারা যাচ্ছেন, সেখানে জনপ্রিয় অভিনেতার এমন ব্যবহার হতবাক করেছে সকলকে।
সুমিত বলেন, ‘মাস্ক করোনা আটকায় না। বরং বেশিক্ষণ মাস্ক পরে থাকলে ফুসফুসের ক্ষতি হতে পারে। যারা আমাকে এটির জন্য খারাপ বলতে চান বলতে পারেন। এটা আমার বক্তব্য। আমি আজ পর্যন্ত মাস্ক পড়িনি।’
এদিকে, সম্প্রতি ফেসবুকে একটি পোস্টে শিল্পীদের দুর্দশা জানিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করে সুমিত লিখেছিলেন, ‘যারা মানুষের মনোরঞ্জন করেন তাদের মনের খোঁজই কেউ রাখেন না। আমাদের পিএফ, পেনশন কিছু নেই। পেটে খাবার থাক না থাক হাসিমুখে সেজে-গুজে থাকতে হয়, শুধু জীবিকার নিয়মে। মুখে কেউ কিছু বলছি না। কিন্তু আমরা আর কতোদিন টানতে পারবো জানি না।’
বাংলা ছবির ভিলেন হিসেবেই অধিক জনপ্রিয় সুমিত। তিন দশকের বেশি সময় ধরে বাংলা ছবিতে অভিনয় করে আসছেন তিনি। অধিকাংশ ছবিতেই তাকে দেখা যায় খলনায়কের ভূমিকায়।
ছাত্র–জনতার অভ্যুত্থানের পর বড় বাজেটের সিনেমা হিসেবে ‘দরদ’ই প্রথম মুক্তি পেয়েছে। শাকিব খানের এই সিনেমা নিয়ে ভক্তদের উচ্ছ্বাস ও উন্মাদনার কমতি ছিল না। একই সঙ্গে মনঃকষ্টও ছিল পরিচালককে নিয়ে। তাদের অনেকের অভিযোগ ছিল, ছবিটি নিয়ে সেই অর্থে প্রচারণা করেনি। ঠিক সময়ে গানও প্রকাশ করেনি।
এ নিয়ে তাই ভক্তদের মধ্যে কিছুটা শঙ্কা ছিল। অনন্য মামুনকে অনেক কথাও শুনতে হয়। কিন্তু মুক্তির প্রথম দিনে মাল্টিপ্লেক্সে এই ছবির রেকর্ড পরিমাণ ব্যবসা দিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
প্রেক্ষাগৃহ মালিক ও কর্তাব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ বছর এখন পর্যন্ত যে কয়টা ছবি মুক্তি পেয়েছে, মাল্টিপ্লেক্সে প্রথম দিনে সর্বোচ্চ বিক্রির রেকর্ড গড়েছে ‘দরদ’। ছবিটির প্রথম দিনের টিকিট বিক্রি হয়েছে ৩০ লাখ ৬৮ হাজার টাকা। এ বছর মাল্টিপ্লেক্সে প্রথম দিনের টিকিট বিক্রিতে দ্বিতীয় স্থানে থাকা ছবিটিও শাকিব খানের। গত পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘তুফান’ ছবিটি ২৯ লাখ ৬১ হাজার টাকার টিকিট বিক্রি করে। এ বছর মুক্তি পাওয়া শাকিবের রাজকুমার ছবিটি প্রথম দিনের টিকিট বিক্রি হয়েছিল ১২ লাখ টাকার বেশি।
প্রচারণায় প্রযোজনা প্রতিষ্ঠানের উদাসীনতা, ঈদের বাইরে এমন একটা সময় ছবি মুক্তি, তারপরও এমন টিকিট বিক্রিকে অবিশ্বাস্য বলছেন কেউ কেউ। আর এটা বাংলাদেশি চলচ্চিত্রের জন্য খুবই প্রয়োজন ছিলও বলে মনে করছেন চলচ্চিত্র–সংশ্লিষ্টরা। সিলেট গ্র্যান্ড মুভি থিয়েটারের কর্তৃপক্ষ জানিয়েছে, দরদ দেখে মুগ্ধ দর্শক। প্রথম দিন তাদের শো হাউসফুল ছিল।’
পরিচালক অনন্য মামুন বলেন, ‘ধারণা ছিল ছবিটি ভালো যাবে। এতটা ধারণা করিনি যে প্রথম দিনেই সেল রেকর্ড করবে। ছবি পরিচালনার পাশাপাশি আমি অন্যতম একজন প্রযোজকও। তা–ই এই খবর নিঃসন্দেহে আমার জন্য ভীষণ আনন্দের, অনুপ্রেরণারও। আমরা বলেছিলাম, ঈদ ছাড়াও ছবিটি দর্শক ঠিকই দেখবেন, তা–ই ঘটেছে। আমি এও বলেছি, বাংলাদেশি চলচ্চিত্রকে বাঁচাতে এ সময়ে আমরা ছবিটি মুক্তি দিতে চেয়েছি। কারণ, কয়েক মাস ধরে আমার দেশের মানুষ অন্য রকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। ভাবছিলাম, মানুষ কি সিনেমা হলে আসবে? ধারণা ভুল প্রমাণ করেছে। সিনেমা হল ভিজিটে গিয়ে দেখেছি, পুরুষ দর্শকের পাশাপাশি নারী দর্শকদের যে ভিড়, তা সাহস জুগিয়েছে। কেউ কেউ তো বলছে, তারা আবার দেখতে চায় ছবিটি। এই ছবির দিকে অনেক প্রযোজকও তাকিয়ে আছেন। কারণ, তারা বেশ কিছুদিন ধরে ছবি মুক্তি না দিয়ে অপেক্ষা করছিলেন। আমি মনে করছি, দরদ–এর সাফল্য তাদের ছবি মুক্তির সাহসটা বাড়াবে।’
স্টার সিনেপ্লেক্স কতৃপক্ষ জানিয়েছে, ‘প্রথম দিন তো ভালোই গেছে। স্টার সিনেপ্লেক্সের সব শাখায় মোটামুটি সব শো হাউসফুল ছিল। আজ সকাল থেকেও টিকিটের ভালো চাপ রয়েছে। যে অবস্থা দেখছি, তাতে প্রদর্শনী বাড়াতে হবে হয়তো। সত্যি কথা বলতে, ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’ ও ‘তুফান’–এর পর শাকিব খানকে নিয়ে মাল্টিপ্লেক্স দর্শকদের প্রত্যাশা অনেক বেড়ে গেছে। শাকিব খানও সেভাবেই তার ছবি উপহার দিচ্ছেন, এমনটাই মনে হচ্ছে। পরিবর্তিত এই পরিস্থিতিতে ছবিটা এতটা ভালো ফলাফল দেবে, প্রত্যাশা করিনি।’
জানা গেছে, স্টার সিনেপ্লেক্সের সব শাখায় ২৬, লায়ন সিনেমাসে ৮, চট্টগ্রামের সিলভার স্ক্রিনে ৪, সিলেটের গ্র্যান্ড মুভি থিয়েটারে ৩ এবং বগুড়ার মম ইনে ৩টি করে প্রদর্শনী চলছে ‘দরদ’ ছবির। এই সিনেমা দিয়ে যাত্রা শুরু করা যশোরের মনিহার সিনেপ্লেক্সে ৫টি প্রদর্শনী চলছে।
‘দরদ’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউডের সোনাল চৌহান। সিনেমার গল্পে দেখা যায়, বারানসিতে একাধিক প্রভাবশালী ব্যক্তি খুন হতে থাকে। এ ঘটনা সবাইকে হতবাক করে। ছোট শহরের দুলু মিয়ার ওপর সন্দেহ গিয়ে পড়ে। সিনেমায় দুলু মিয়া চরিত্রে হাজির হচ্ছেন তারকা অভিনেতা শাকিব খান। ফাতিমা চরিত্রে সোনাল চৌহান।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলিউড যুগল রণবীর-দীপিকার মেয়ের ছবি বেশ ভাইরাল হয়েছে। তারকা দম্পতির মেয়ের ছবি দেখার জন্য ভক্তদের মাঝে উন্মাদনার শেষ নেই। অবশেষে সামাজিক মাধ্যমে দেখা গেল রণবীর সিং ও দীপিকা পাডুকোনের মেয়ে 'দুয়া পাডুকোন সিং' এর ছবি।প্রতিবেদন- হিন্দুস্তান টাইমস।
ছবিতে দেখা যায়, মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন সদ্য বাবা-মা হওয়া এই বলি দম্পতি। তবে ছবি দেখে অনেকের মনেই খটকা লাগে। নেটিজেনরা বলছেন এটা ফেক (ভুয়া) ছবি। ছবিটি আসলে গায়িকা নীতি মোহন এবং তার স্বামী নিহার পান্ডিয়ার। আর কোলে থাকা বাচ্চাটি তাদের। কিন্তু সেই ছবিটিকে এডিট করে তাদের দুজনের জায়গায় রণবীর ও দীপিকার মুখ বসিয়ে দেওয়া হয়েছে। আর এই ছবি নিয়েই সামাজিক মাধ্যমে তোলপাড় অবস্থা ভক্তদের।
মাস দুয়েক আগে বাবা- মা হয়েছেন রণবীর ও দীপিকা। তাদের মেয়ের ছবি এখনো প্রকাশ্যে আনেন নি তারা। কিছুদিন আগে দীপাবলির উৎসবে প্রথমবার প্রকাশ্যে আনে মেয়ের ছবি। তবে মুখের নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়ের পায়ের ছবি শেয়ার করেছেন এই তারকা দম্পতি।
লাল কাপড়ের ওপর শুয়ে রয়েছে জরির কাজ করা পাজামা পরা দুটি পা। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ছবি শেয়ার করে দীপিকা লিখেছেন, ‘দুয়া পাড়ুকোন সিং। দুয়া শব্দের অর্থ প্রার্থনা। ও আমাদের সমস্ত প্রার্থনার উত্তর। আমাদের হৃদয় ভালোবাসা আর কৃতজ্ঞতায় পরিপূর্ণ। দীপিকা ও রণবীর।’
মাদারীপুরের সমাদ্দার এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল। এছাড়াও এই দুর্ঘটনায় আহত হয়েছে আরও ৮ জন।
শনিবার (১৬ নভেম্বর) সকালের দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সমাদ্দার নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাঁর আহতের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মাদারীপুর জেলা ফায়ার সার্ভিসের পরিদর্শক ওহিদুজ্জামান।
ওহিদুজ্জামান জানান, আজ সকালে ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশে রওনা দেন রুবেল। সেখানকার আমতলী এলাকায় একটি ক্লাবের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। সে জন্য রুবেল ও তার সহযোগীরা একটি মাইক্রোবাসে করে যাচ্ছিলেন। পথিমধ্যে মাদারীপুরের তাঁতিবাড়ি নামক এলাকায় গেলে বরিশাল থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহন তাদের মাইক্রোবাসটিকে চাপা দেয় এবং নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে গাড়িটির ধাক্কা লাগে।
এ সময় চিত্রনায়ক রুবেল খুব বেশি আহত না হলেও তার এক সহযোগী ও ড্রাইভার গুরুতর আহত হয়েছেন।
পরে তাঁকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছে বলেও জানান তিনি।
ধর্মীয়ভাবে রক্ষণশীল দেশ সৌদি আরবে উদযাপিত হলো অবাক করা এক অনুষ্ঠান। জনপ্রিয় তারকাদের অংশগ্রহণে আয়োজিত পশ্চিমা স্টাইলের র্যাম্প শো এখন মুসলিম বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দু। ইসলামি বিধিবিধানের রক্ষণশীল সৌদি আরবে এমন আয়োজন দেখে অবাক বিশ্ব। ১৩ নভেম্বর (বুধবার) আরবের প্রাচীন সংস্কৃতির সঙ্গে মিল রেখে ‘এলি সাব শো’র আয়োজন করা হয়েছিল।
শোতে অতিথি হয়ে এসেছিলেন জেনিফার লোপেজ, সেলিন ডিওন সহ বেশ কয়েকজন পশ্চিমা সঙ্গীত শিল্পী। অন্যান্য অমুসলিম দেশের প্রচলিত স্টাইলে ক্যাটওয়াক, উন্মুক্ত পোশাক-পরিচ্ছদ এবং পশ্চিমা নাচ-গান উপভোগ করতে দেখা যায় অংশগ্রহণকারীসহ স্থানীয় দর্শকদেরও। র্যাম্পওয়াকের কেন্দ্রীয় আকর্ষণ হিসেবে উপস্থিত হন অস্কার জয়ী অভিনেত্রী হ্যালি ব্যারিও।
রিয়াদের এই জমকালো ফ্যাশন শো-এর কারিগর এলি সাব। তিনি লেবানিজ একজন ফ্যাশন ডিজাইনার। কর্মজীবনের ৪৫ বছর পূর্তির আনন্দে তার ডিজাইন করা ৩০০ টির মতো পোশাক পরে র্যাম্পওয়াক করেন মডেল এবং তারকারা। শো’য়ের থিম ছিল ‘১০০১ সিজনস অব এলি সাব’।
১০০১ রাতের গল্পের ‘এরাবিয়ান নাইটস’ বা ‘আরব্য রজনী’ অর্থাৎ স্থানীয় প্রচলিত লোককাহিনী ‘কিতাব আলফে লায়লা-ওয়া লায়লা’ থেকে অনুপ্রাণিত হয়েই এই প্রচেষ্টা এলি সাবের।
রিয়াদ শহর দেখে যেন কিছুসময়ের জন্য চেনাই যাচ্ছিল না যে, এই সেই আদিকাল থেকেই রক্ষণশীল পোশাক পরার প্রচলিত নিয়মের দেশ সৌদি আরব। কঠোরভাবে ইসলামি রীতি মেনে চলার দেশ হলেও, গত কয়েক বছর ধরে সৌদি আরব ক্রমাগত উদার হচ্ছে। রক্ষণশীল নিয়মগুলো শিথিল হচ্ছে। তবে পবিত্র ভূমিতে ব্যতিক্রম এই আয়োজনে কট্টর সমালোচনা করেছেন অনেকে।
সমালোচনার মধ্য দিয়েই বর্তমান যুবরাজ মুহম্মদ বিন সালমান একের পর এক সাহসী পদক্ষেপ নিয়ে চলেছেন। নারী স্বাধীনতার প্রসার এবং আধুনিকতার তালে তাল মিলিয়ে এবার পশ্চিমা পোশাকেরও গৃহপ্রবেশ হলো মুসলিম বিশ্বের কেন্দ্র সৌদিতে।
এদিকে সফল শো অনুষ্ঠানে খুশি আয়োজকরা। তারা জানান, এলি সাবের পোশাক সারা বিশ্বে নন্দিত। শো-তে প্রদর্শিত পোশাকে আগামী কয়েক মাসে বহু নারী বিয়ের আসরে বসবেন। এটি হয়ে উঠবে তাদের স্মৃতির এক অনুষঙ্গ।