শাশুড়ির থেকে নাচ শিখবেন শাহরুখ
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে শাহরুখ খানের শাশুড়ির নাচের একটি ভিডিও। আর সেই ভিডিও দেখার পর বলিউড কিং এতোটাই মুগ্ধ হয়েছেন যে, শাশুড়ির কাছে বিশেষ এক আবদার করে বসেছেন তিনি।
শাহরুখ শুধু পর্দাতেই রোমান্সের ফুল ফোটান না, বাস্তবেও তিনি বেশ রোম্যান্টিক। যখন গৌরী খানকে বিয়ে করেছিলেন, তখন তিনি বলি-বাদশা হয়ে ওঠেননি। তারপর আসে গ্ল্যামার দুনিয়ার সাফল্য। ধীরে ধীরে বলিপাড়ার নাম্বার ওয়ান খান হয়ে ওঠেন। এরমধ্যে বহু অনস্ক্রিন জুটি পাল্টেছে। কিন্তু তার জীবনের জুটি আজও অটুট।
গৌরী খানের মা সাবিতা ছিব্বারের সঙ্গেও শাহরুখের খুব ভালো সম্পর্ক। মেয়ে জামাইকে মাথায় তুলে রাখেন সাবিতা।
বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) ছিলো সাবিতা ছিব্বারের জন্মদিন। সে দিনটিতে টুইটারে মায়ের নাচের একটি ভিডিও শেয়ার করে তাকে শুভেচ্ছা জানান তিনি।
ভিডিওটির ক্যাপশনে গৌরী খান লিখেছেন, ‘তোমার তালের সঙ্গে তাল মেলাতে পারবে এমন কেউ নেই। শুভ জন্মদিন মা।’
There’s no one who can match your steps … Happy Birthday Mom .. pic.twitter.com/wTtmVCDzc0 — Gauri Khan (@gaurikhan) September 8, 2021
স্ত্রীর শেয়ার করা সেই ভিডিও টুইটারে শেয়ার করেছেন শাহরুখ খান নিজেও। যার ক্যাপশনে তিনি লিখেছেন, “শাশুড়ির থেকে নাচের প্রশিক্ষণ নিতে হবে।”
শাহরুখ খান এখন ব্যস্ত আছেন যশরাজ ফিল্মস প্রযোজিত ‘পাঠান’ ছবির শুটিং নিয়ে। এতে তার বিপরীতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। এছাড়াও রয়েছেন জন আব্রাহাম।