বিয়ে করলেন ফ্রিদা
ভক্তদের একের পর এক চমক দিয়েই যাচ্ছেন হলিউড অভিনেত্রী ফ্রিদা পিন্টো। এইতো কয়েক মাস আগে মা হওয়ার খবর জানিয়েছিলেন ফ্রিদা। এবার শোনা যাচ্ছে, এই তারকার বিয়ের সংবাদ।
বিয়ে প্রসঙ্গে ফ্রিদা বলেন, “একটি রোম্যান্টিক গল্প রয়েছে যা আপনাদের জানা দরকার। অবশ্যই আমরা যখন বাগদান সম্পন্ন করি তখনই পরিকল্পনা করি আমাদের বিয়ে ধুমধাম করে হবে। তবে অন্যান্য ভারতীয় বিয়েগুলোর মতো করার কোনো পরিকল্পনা ছিলো না। সুন্দর ও সহজভাবে করতে চেয়েছি। কিন্তু তার মাঝেই চলে এলো করোনা। এখনও চলছে। পরে আমরা ভাবলাম এমন চলতে থাকলে আমরা জীবনের শেষ সময় পর্যন্ত শুধু পরিকল্পনাই করে যেতে থাকবো।”
যোগ করে তিনি আরও বলেন, “পরে একদিন ক্যালিফোর্নিয়ার আনাহেইমের হোন্ডা সেন্টারে গিয়ে সাধারণভাবে বিয়ে সম্পন্ন করি। আর বিয়ের পর বাড়িতে গিয়ে বিকেলে ঘুমিয়ে পড়ি।”
গত জুনে মা হওয়ার খবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন ফ্রিদা পিন্টো। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে তার বেবি শাওয়ার।