এবার জামিন চেয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আরিয়ান খান। সেখানেই আজ শাহরুখ পুত্রের জামিনের মামলার প্রথম শুনানি। কিন্তু চমকপ্রদ তথ্য হলো- শুনানির আগে বদলে ফেলা হয়েছে আরিয়ানের আইনজীবী।
বিজ্ঞাপন
আজ (২৬ অক্টোবর) বম্বে হাইকোর্টে মানশিন্ডে নয়, আরিয়ানের হয়ে সাওয়াল জবাব করতে দেখা যাব প্রাক্তন অ্যাটর্নি জেনারেল এবং বর্ষীয়ান আইনজীবী মুকুল রোহাতগিকে।
বিচারপতি নীতিন সাম্বরের সিঙ্গেল বেঞ্চের কাছে আজ দুই পক্ষই নিজেদের সমর্থনে বক্তব্য পেশ করবে।
বিজ্ঞাপন
মাদককাণ্ডে গত ৩ অক্টোবর শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে গ্রেফতার করেছে এনসিবি। ৭ অক্টোবর অবধি এনসিবি কাস্টাডিতে থাকার পর বিচারবিভাগীয় হেফাজতে আরিয়ানকে পাঠানো হয় আর্থার রোড জেলে। তারপর থেকে সেখানেই আছেন তিনি।
দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়ক বিজয় দেবেরাকোন্ডার ব্যক্তিগত জীবন ঘিরে রয়েছে নানা গুঞ্জন। বিশেষ করে ‘পুষ্পা’খ্যাত অভিনেত্রী রাশমিকা মান্দানার সঙ্গে সম্পর্কের খবর দীর্ঘদিন ধরেই শিরোনামে উঠে আসছে। যদিও দুজনের কেউই এখন পর্যন্ত নিজেদের সম্পর্ক নিয়ে সরাসরি কিছু বলেননি। এদিকে, সম্প্রতি এক সাক্ষাৎকারে বিজয় দেবেরাকোন্ডা তাঁর ব্যক্তিগত জীবনের বিভিন্ন বিষয়ে মুখ খুলেছেন।
যেখানে বিজয় তার সম্পর্কের বিষয়ে সরাসরি কিছু বলেননি, তবে স্পষ্টভাবে জানিয়েছেন যে, এখন তিনি প্রেমের সম্পর্কে রয়েছেন। অভিনেতা বলেন, ‘এখন আমি একা নই। আমার জীবনে বিশেষ কেউ আছে, তবে আমি তার নাম বলতে চাই না।’ এরপরই তার ভক্তরা খুশিতে আত্মহারা, কারণ তারা অনেক দিন ধরে রাশমিকার সঙ্গে বিজয়ের সম্পর্কের গুঞ্জন শুনে আসছেন।
সেই সাক্ষাৎকারে প্রেমের বিষয়ে বিজয় বলেন, ‘নিঃশর্ত ভালোবাসা একটি রোমান্টিক অনুভূতি, কিন্তু আমার ক্ষেত্রে, ভালোবাসা কখনোই নিঃশর্ত নয়। ভালোবাসা আসে কিছু প্রত্যাশা নিয়ে। তবে আমি জানি, ভালোবাসা অনুভব করার মুহূর্তে কী হয়, সেটা আমি অনুভব করেছি।’
তিনি আরও বলেন, ‘আমি মনে করি, আমি এখনও জীবনে এমন কাউকে পাইনি যিনি তার সঙ্গী থেকে কোনো প্রত্যাশা রাখেন না। ভালোবাসা হতে পারে অনেক বড় অনুভূতি, তবে এর মধ্যে কিছুটা প্রত্যাশা তো থাকতে হবেই।’
এ ছাড়াও তিনি বিয়ে নিয়ে খোলাখুলি বলেন, ‘আমি মনে করি না যে আমার ক্যারিয়ারের মাঝখানে বিয়ে কোনো প্রভাব ফেলবে। তবে নারীদের জন্য এটি একটু কঠিন হতে পারে, কারণ পেশাগত জীবনের সঙ্গে ব্যক্তিগত জীবনকে সামলানো সহজ নয়।’
এদিকে, বিজয় তার সহশিল্পীর সঙ্গে সম্পর্ক নিয়ে এক প্রশ্নের উত্তরে বলেন, ‘হ্যাঁ, আমি একাধিকবার সহঅভিনেত্রীদের সঙ্গে ডেট করেছি। তবে আমি ডেটিং করি না। আমি তখনই বাইরে যাই, যখন আমি কাউকে ভালোভাবে চিনি এবং বন্ধুত্বের একটা দৃঢ় সম্পর্ক গড়ে ওঠে।’
শ্বশুরবাড়িতে জামাই হয়ে বসবাসের গল্প নিয়ে নির্মিত হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘হাউজ হাজবেন্ড’। একটি সাধারণ গ্রামের পারিবারিক ও সামাজিক বন্ধনকে ঘিরে আবর্তিত হয়েছে নাটকটি, যেখানে হাস্যরসের মাধ্যমে বিভিন্ন সামাজিক বার্তা ফুটে উঠেছে।
কাজী রিটনের প্রযোজনায় নাটকটি পরিচালনা করছেন ফরিদুল হাসান। প্রযোজক জানান, এক ভিন্নধর্মী গ্রামের গল্পে নাটকটি টিভি দর্শকদের জন্য নতুনত্ব উপস্থাপন করছে।
কাজী রিটন বলেন, ‘এই নাটকে এমন একটি গ্রামের চিত্র তুলে ধরা হয়েছে, যেখানে ঘরে ঘরে রয়েছে ঘরজামাই। অর্থাৎ সেই গ্রামের মেয়েদের বিয়ে দেওয়া হয় ঘরজামাই থাকার শর্তে। এমনই বিস্ময়কর ধারণার ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে এই পারিবারিক ও কমেডি ঘরানার দীর্ঘ ধারাবাহিক নাটক। আশা করি দর্শকদের কাছে ভালো লাগবে।’
মাহফুজ খানের গল্প আর নাজ নাজমার চিত্রনাট্যে নাটকটিতে অভিনয় করেছেন সালাউদ্দিন লাভলু, নাদিয়া আহমেদ, মৌসুমী হামিদ এবং আ খ ম হাসান প্রমুখ।
‘হাউজ হাজবেন্ড’ নাটকটি ১০ নভেম্বর থেকে প্রতি রবিবার ও সোমবার রাত ৮টায় এটিএন বাংলায় প্রচারিত হচ্ছে।
ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেওয়ায় রাজধানীর নানা এলাকায় সড়ক অবরোধ করেছেন চালকরা। এতে করে রাজধানী জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে মহাখালীতে রেললাইন অবরোধ করায় বন্ধ রয়েছে ট্রেন চলাচল। এ অবস্থায় তাদের সরিয়ে দিতে রাস্তায় নেমেছে সেনাবাহিনী।
আজ বৃহস্পতিবার সকাল থেকে আগারগাঁও, কল্যাণপুর, গাবতলী, টেকনিক্যাল, মোহাম্মদপুর, পল্লবী, ডেমরা এলাকায় অটোরিকশা চালকরা সড়ক বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। মহাখালীতে ট্রেন লাইনে রিকশা রেখে অবরোধ কর্মসূচি পালন করায় রাজধানীর সঙ্গে সারা দেশে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।
এদিকে ব্যাটারি চালিত রিকশার উৎপত্তির গোঁড়াতে হাত দিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। তিনি বলেন, `অটো রিকশা ইমেপোর্ট করে দেশে এনে আবার বন্ধ করা হচ্ছে।ইমপোর্ট করার পারমিশন দেয় কে আর বন্ধ করার পারমিশন দেয় কে? অটো রিকশাকে নিয়ে কেনো এই ছিনিমিনি খেলা!'
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিলয় আলমগীরের দেওয়া এই পোস্টের নিচে একজন লিখেছেন, বিকল্প কর্মসংস্থান তৈরি না করে অটো রিকশা বন্ধ করা কি উচিত? এতে করে লাখ লাখ মানুষ বেকার হয়ে যাবে। হাজার হাজার পরিবারের আয়ের রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। আগে বিকল্প কর্মসংস্থান তৈরি করেন।
আরেকজন লিখেছেন, ঠিক বলছেন তাদের সাথে এই রকমের করা ঠিক নয় ধন্যবাদ ভাই আপনাকে এতো সুন্দর পোস্ট করার জন্য।
আগে, গত মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ ঢাকা মেট্রোপলিটন এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে ব্যবস্থা না নেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে রুলও জারি করেন আদালত।
বেশ কিছুদিন ধরেই জল্পনা-কল্পনা চলছিল আফরান নিশোকে ঘিরে। দেড় বছর আগে ‘সুড়ঙ্গ’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হওয়ার পর এই অভিনেতার নতুন সিনেমা নিয়ে তেমন কোনো বিশ্বস্ত খবরই পাওয়া যাচ্ছিল না। মাঝে নতুন দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার খবর দিলেও সেগুলোর ছিল না কোনো অগ্রগতি। তাই আফরান নিশোর ফেরা নিয়ে বেশ ধোঁয়াশা তৈরি হয়।
অবশেষে শুটিং ফ্লোরে গড়াল আফরান নিশোর দ্বিতীয় সিনেমা। গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, দুই নায়িকা নিয়ে ‘দাগী’ সিনেমার শুটিং শুরু করেছেন আফরান নিশো। কথা ছিল আনুষ্ঠানিক ঘোষণা দিয়েই সিনেমাটির শুটিং শুরু হবে। জটিলতার কারণে সেটি সম্ভব হয়ে ওঠেনি।
তাই গোপনেই এর অ্যানাউন্সমেন্ট প্রমোর দৃশ্যধারণ শুরু হয়েছে বলে জানা গেছে। ‘দাগী’ পরিচালনা করছেন শিহাব শাহীন। এ সিনেমায় আফরান নিশোর নায়িকা হিসেবে পেলেন দুইজন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রীকে। তাদের একজন নিশোর প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’র নায়িকা তমা মির্জা। এই খবর আগেই জানা গিয়েছিল। তবে তিনি ছাড়া আরো একজন নায়িকা রয়েছেন এতে। তিনি হলেন ‘ন ডরাই’খ্যাত নায়িকা সুনেরাহ বিনতে কামাল।
তবে সরাসরি এখনো সিনেমাটির বিষয়ে কিছু বলেননি সুনেরাহ। গতকাল ফোনে জানান, শুটিংয়ে আছেন। ‘দাগী’ ছবির শুটিংয়ে কি না, সেটা জানতে চাইলে বলেন, পরে জানাবেন। তবে ছবির সংশ্লিষ্ট অন্যরা সুনেরাহর বিষয়ে স্পষ্ট করেছেন।
তারা জানিয়েছেন, আফরান নিশো ও তমা মির্জার সঙ্গে শুটিংয়ে যোগ দিয়েছেন সুনেরাহ।
এদিকে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট এখনই এই সিনেমা নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে চায় না। প্রতিষ্ঠানটির ভাষ্য, সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে সিনেমাটির ব্যাপারে। ‘দাগী’ মুক্তি পাবে ২০২৫ সালের ঈদুল ফিতরে।