নেত্রী রূপে বর্ষা যেমন
‘নেত্রী : দ্য লিডার’ চলচ্চিত্রে কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করছেন বর্ষা। চলচ্চিত্রটিতে তার লুক প্রকাশ করলেন অনন্ত জলিল।
দ্বিতীয় ধাপে গত ২০ নভেম্বর থেকে চলচ্চিত্রটির শুটিং চলছে বাংলাদেশে। প্রথম ধাপে তুরস্কের বিভিন্ন লোকেশন ও ভারতের রামুজি ফিল্ম সিটিতে এর শুটিং হয়। বিপুল বাজেটের চলচ্চিত্রটি নিয়ে দারুণ ব্যস্ত সময় কাটাচ্ছেন অনন্ত-বর্ষা। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতই দর্শকদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন চলচ্চিত্রটির খবর।
চলচ্চিত্রটিতে স্ত্রী বর্ষা ও ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা প্রদীপ রাওয়াতের ছবি শেয়ার করে অনন্ত জলিল লিখেছেন, “‘চলছে নেত্রী: দ্য লিডার চলচ্চিত্রের শুটিং আমাদের এই চলচ্চিত্রে অভিনয় করছেন কয়েকজন ভারতীয় স্বনামধন্য অভিনেতা। ইতিমধ্যে প্রদীপ রাওয়াত বাংলাদেশে চলে এসেছেন এবং দ্বিতীয় ধাপের শুটিংয়ে তিনি যুক্ত হয়েছেন।”
বাংলাদেশ ও তুরস্কের যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রটিতে পরিচালনা করছেন দক্ষিণ ভারতীয় নির্মাতা উপেন্দ্র মাধব। সঙ্গে রয়েছেন অনন্ত জলিল। একই সিনেমায় দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা প্রদীপ রাওয়াত ছাড়াও অভিনয় করছেন কবির দুহান সিং ও তরুণ অরোরা। পাশাপাশি রয়েছেন তুরস্কের জনপ্রিয় বেশ কয়েকজন অভিনয়শিল্পী।
উল্লেখ্য, এ তারকা দম্পতি অভিনীত ‘দিন : দ্য ডে’ নামে একটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। এ সিনেমাটি ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে। এটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুস্তফা অতাশ জমজম।