‘৮৩’ দেখে যা বললেন দীপিকার বাবা

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বাবা প্রকাশ পাড়ুকোনের সঙ্গে দীপিকা পাড়ুকোন

বাবা প্রকাশ পাড়ুকোনের সঙ্গে দীপিকা পাড়ুকোন

“২৫ জুন ১৯৮৩ ভারতীয় ক্রীড়া ইতিহাসে এক যুগান্তকারী দিন। অপ্রত্যাশিতভাবে, ভারত প্রথমবার বিশ্বকাপ জিতেছিল। আমরা তখন ডেনমার্কে ছিলাম। আমি পেশাদার ব্যাডমিন্টন খেলতাম। ম্যাচটি লাইভ দেখতে পারিনি। রেডিও বা বিবিসি থেকে খবর নেওয়ার চেষ্টা করেছিলাম। আমরা যখন শুনি ভারত বিশ্বকাপ জিতেছে, আমার মনে হয় এটা অবিশ্বাস্য। ভারত তখন পরাক্রমশালী ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল। সেটা ছিল ভারতীয় ক্রিকেটের জন্য টার্নিং পয়েন্ট। এটা খেলাধুলা থেকে ধর্মে পরিণত হয়েছে।” মেয়ে দীপিকা পাড়ুকোন এবং তার স্বামী রণবীর সিং অভিনীত ‘৮৩’ দেখে এক ভিডিও বার্তায় এমনটাই মন্তব্য করলেন প্রকাশ পাড়ুকোন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে শ্বশুরের সেই ভিডিও শেয়ার করেছেন রণবীর সিং।

বিজ্ঞাপন

১৯৮৩ সালে লর্ডসের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সোনালি ইতিহাস গড়েছিল ভারত। ইতিহাসের পাতা থেকে ভারতের ক্রিকেট বিশ্বকাপ জয়ের সেই কাহিনী ‘৮৩’ ছবিটির মধ্য দিয়ে রূপালি পর্দায় নিয়ে আসছেন পরিচালক কবীর খান।

‘৮৩’তে রণবীরকে কপিল দেবের চরিত্রে দেখা যাবে। দীপিকাকে কপিল দেবের স্ত্রী রোমি ভাটিয়ার চরিত্রে দেখা যাবে। আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

বিজ্ঞাপন