২৫ বছর পর একসঙ্গে বানসালি-মনিষা
সঞ্জয়লীলা বানসালি পরিচালিত ‘খামোশি: দ্য মিউজিক্যাল’ ছবিটির কথা মনে আছে নিশ্চয়ই? ১৯৯৬ সালে মুক্তি পাওয়া এই ছবিটিতে অভিনয় করেছিলেন মনিষা কৈরালা ও সালমান খান। এছাড়াও ছিলেন নানা পাটেকর ও সীমা বিশ্বাস।
‘খামোশি’র পর আর একসঙ্গে কাজ করা হয়নি বানসালি-মনিষার। চমকপ্রদ তথ্য হলো- ২৫ বছর পর ফের একবার জুটি বাঁধতে যাচ্ছেন তারা।
নেটফ্লিক্সের জন্য বানসালির তৈরি ‘হিরা মান্ডলি’র অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন মনিষা কৈরালা।
‘হিরা মান্ডলি’তে মনিষা কৈরালার পাশাপাশি আরও চুক্তিবদ্ধ হয়েছেন সোনাক্ষি সিনহা ও হুমা কুরেশি।
এতোদিন আলিয়া ভাট অভিনীত ‘গাঙ্গুবাঈ’ ছবি নিয়ে ব্যস্ত ছিলেন সঞ্জয়লীলা বানসালি। এবার ‘হীরা মান্ডলি’র প্রি-প্রোডাকশন নিয়ে কাজ শুরু করবেন বানসালি। দুই মাসের মধ্যেই শুরু হবে সিরিজটির শুটিং।
পতিতাদের গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে ‘হীরা মান্ডলি’। যাদের জীবন একে অপরের সঙ্গে জড়িত। মনিষা-সোনাক্ষি-হুমার পাশাপাশি আরও কয়েকজন অভিনেত্রীকে দেখা যাবে যারা প্রথমবার একসঙ্গে রূপালি পর্দা ভাগ করে নেবেন।
‘হীরা মান্ডলি’ প্রসঙ্গে বানসালির একটি ঘনিষ্ঠসূত্র জানায়, ৭টি পর্ব নিয়ে তৈরি হবে এই সিরিজটি। প্রতিটি পর্ব হবে এক ঘণ্টার।