নিদ্রাহীন রাত কাটানোর জন্য প্রস্তুত হও
সারোগেসি (গর্ভভাড়া) পদ্ধতির মাধ্যমে সদ্য কন্য সন্তানের বাবা-মা হয়েছেন নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া। গত ২২ জানুয়ারি সাউদার্ন ক্যালিফোর্নিয়া হাসপাতালে এই তারকা দম্পতির রাজকন্যার জন্ম হয়। যদিও নবজাতকের নাম এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি।
এই তারকা দম্পতি বাবা-মা হওয়ার সুসংবাদটি দেওয়ার পরই তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে বইতে শুরু করেছেন লাইক, কমেন্ট, শেয়ার ও শুভকামনার বন্যা।
এবার সদ্য বাবা-মা হওয়া নিক-প্রিয়াঙ্কাকে শুভকামনা জানালেন আনুশকা শর্মা। সেই সঙ্গে নির্ঘুম রাত কাটানোর জন্যও প্রস্তুত হতে বললেন তাদের।
আনুশকা শর্মা তাদের শুভকামনা জানিয়ে লিখেছেন, ‘নিদ্রাহীন রাত, অতুলনীয় আনন্দ এবং ভালোবাসার জন্য প্রস্তুত হয়ে যাও। ছোট্ট সোনার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো।’
এদিকে, পশ্চিমা সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, আগামী এপ্রিলের শেষ দিকে জন্ম নেওয়ার কথা ছিলো নিক-প্রিয়াঙ্কার সন্তানের। কিন্তু নির্ধারিত সময়ের ১২ সপ্তাহ আগেই জন্ম নিয়েছে সে।
প্রকাশিত ওই প্রতিবেদনে আরও জানানো হয়েছে, নিক-প্রিয়াঙ্কার সন্তান এবং ওই সারোগেট মা এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন।
বর্তমানে নিক-প্রিয়াঙ্কা এখন তাদের সন্তানকে সুস্থতার সঙ্গে লস অ্যাঞ্জেলসের বাড়িতে নিয়ে যাওয়ার অপেক্ষায় রয়েছেন।