ধুতি-কুর্তায় আমির
বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। সবসময় সাধারণ পোশাকেই দেখা যায় তাকে। তবে হ্যাঁ চরিত্রের খাতিরে মাঝে মধ্যে আবার নানা রং ঢংয়ের পোশাকেও দেখা মেলে তার।
তবে এবার কোন চরিত্রের জন্য ইচ্ছে হয়েছে তাই ধুতি-কুর্তা পরে মুম্বাইয়ের রাস্তায় বেরিয়ে পড়লেন তিনি।
সম্প্রতি মুম্বাইয়ের এক শপ থেকে বের হতে দেখা যায় আমির খান ও তার ছেলে আজাদ রাওকে। সেসময় দোকানের বাইরে দাঁড়িয়ে থাকা পাপারাজ্জিরা আমিরকে ছবির জন্য পোজ দিতে অনুরোধ করেন। অভিনেতাও রাজি হয়ে যান। তিনি অবশ্য ক্যামেরার জন্য পোজ দেওয়ার আগে নিশ্চিত করেছিলেন আজাদ যেন ঠিক করে গাড়িতে উঠে যায়।
এরইমধ্যে সেই ছবি প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে ব্রাউন রঙের শর্ট কুর্তা পরে দেখা মেলে আমিরের। ধুতি আর কোলাপুরি জুতো পরেছিলেন।
আমির এবং তার প্রাক্তন স্ত্রী পরিচালক কিরণ রাওয়ের ছেলে আজাদ। গত বছর জুন মাসে এই জুটি বিচ্ছেদের ঘোষণা করেছিলেন। এক বিবৃতি জারি করে সাবেক এই তারকা দম্পতি জানিয়েছিলেন, ছেলে আজাদের দায়িত্ব মা-বাবা হিসেবে দু’জনেই পালন করবেন।
আমির খান বর্তমানে ব্যস্ত রয়েছেন ‘লাল সিং চাড্ডা’ ছবির কাজ নিয়ে। হলিউড ছবি ‘ফরেস্ট গাম্প’র হিন্দি সংস্করণ এটি। এতে বলিউডের এই সুপারস্টারের বিপরীতে দেখা যাবে কারিনা কাপুর খানকে।