‘বিগ বস’র প্রতিযোগী ছিলেন রাকেশ বাপাট ও শামিতা শেঠি। সেখান থেকেই শুরু হয়েছিলো তাদের প্রেম কাহিনী।
‘বিগ বস’র ঘর থেকে বেরিয়ে চর্চায় ছিলেন রাকেশ-শামিতা। বিভিন্ন জায়গায় হাতে হাত রেখে ঘুরে বেড়াতেও দেখা গিয়েছিলো তাদের।
বিজ্ঞাপন
এখানেই শেষ নয়, প্রেমিকার পরিবারকে সঙ্গে নিয়ে তার জন্মদিন উপযাপন করেছিলেন রাকেশ।
কিন্তু খুব বেশিদিন টিকলো না রাকেশ-শামিতার সম্পর্ক। প্রেমের পাট চুটিয়ে ফেললেন এই তারকা জুটি।
বিজ্ঞাপন
এ প্রসঙ্গে রাকেশ বাপাটের একটি ঘনিষ্ঠসূত্র জানায়, ‘তাদের মধ্যকার কোন কিছুই ভালোভাবে চলছিলো না। অনেক বিষয় নিয়ে তাদের মধ্যে অশান্তি লেগেই থাকতো। তাই তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।’
দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তিনি। তামিল, তেলেগু ও মালয়ালম ভাষার সিনেমায় সমানতালে কাজ করেন। ২০১৮ সালে ‘মহানটী’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য জিতেছেন জাতীয় পুরস্কারও। তিনি কীর্তি সুরেশ। দক্ষিণী সিনেমা দেখেন, অথচ তাকে পছন্দ করেন না, এমন দর্শক খুঁজে পাওয়া দুষ্কর। মায়াবী চেহারার এ অভিনেত্রী যেমন রূপের মুগ্ধতা ছড়ান, তেমনি তার অভিনয়ের জাদুতে মন্ত্রমুগ্ধ করে রাখেন সবাইকে।
এবার জানা গেল এ অভিনেত্রী বিয়ের পিঁড়িতে বসতে চলছেন। দীর্ঘদিনের প্রেমিক অ্যান্টনি থাত্তিলকে বিয়ে করছেন এ অভিনেত্রী। দুবাই-এর ব্যবসায়ী অ্যান্টনির সঙ্গে স্কুলে পড়াকালীন তাদের বন্ধুত্ব গড়ে ওঠে। সেই বন্ধুত্ব পরবর্তীতে গড়ায় প্রেমে।
শোনা যাচ্ছে, আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে গোয়াতে চার হাত এক হবে তাদের। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করবেন কীর্তি। ডিসেম্বরের ৯ তারিখ থেকেই শুরু হবে বিবাহ উৎসব। চলবে তিন দিন। ইন্ডাস্ট্রির জল্পনা, বিয়ের পর কীর্তিও দুবাই পাড়ি দেবেন। যদিও বিষয়টি নিয়ে এখনও কিছু বলেননি কীর্তি।
ভারতীয় একাধিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, কীর্তির বিয়েতে থালাপতি বিজয়, চিরঞ্জীবী, অ্যাটলি কুমার, ন্যানির মতো দক্ষিণী তারকারা উপস্থিত থাকবেন। পাশাপাশি বলিউডের বরুণ ধাওয়ানও বিয়ের অনুষ্ঠানে হাজির হবেন।
এদিকে, ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘থোরি’ সিনেমার হিন্দি রিমেক ‘বেবি জন’-এ বলিউড তারকা বরুণ ধাওয়ানের বিপরীতে অভিনয় করেছেন কীর্তি। আর সেই সূত্রেই বরুণের সঙ্গে তার বন্ধুত্ব গড়ে উঠেছে। সিনেমাটি আসছে বড়দিনে মুক্তি পাবে। এরইমধ্যে ছবিটির গান মুক্তি পেয়েছে। তাতে কণ্ঠ দিয়েছেন অভিনেতা ও গায়ক দিলজিৎ দোসাঞ্জ।
‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ অনেকটা বাড়িয়ে দিয়েছিল এর আইটেম গান। সামান্থা রুথ প্রভুর আবেদনময়ী উপস্থিতি আর দ্রুতলয়ের গানটি এখনো মনে রেখেছেন অনেক ভক্ত। তাই ‘পুষ্পা ২’-এর আইটেম গান নিয়ে আগ্রহ ছিল। গত রাতে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত সেই গান ‘কিসসিক’। মুক্তির পর কতটা প্রত্যাশা মেটাতে পারল?
গতকাল রোববার রাতে টি সিরিজের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ‘কিসসিক’ গানটির লিরিক্যাল ভিডিও। যেখানে পুরো গান শোনা গেছে, মাঝে দেখা গেছে শ্রীলীলা আর আল্লু অর্জুনের ঝলক।
মুক্তির পর মোটাদাগে গানটি ভক্তদের মন ভরাতে পারেনি। তাঁরা বলছেন, গানটি প্রথম সিনেমার আইটেম গানের ধারেকাছেও যেতে পারেনি। কেউ কেউ আবার সামান্থার সঙ্গে শ্রীলীলার তুলনা টেনে বলেছেন, তরুণ এই অভিনেত্রী প্রত্যাশা মেটাতে পারেননি।
ইউটিউবে গানটির নিচে মন্তব্যের ঘরে এক দর্শক লিখেছেন, ‘এটা কোনো গান হলো?’ ‘পুষ্পা ২’ ছবিতে আল্লু অর্জনের মুখে একটা সংলাপ শোনা গেছে, ‘পুষ্পা ন্যাশনাল নয়, ইন্টারন্যাশনাল পর্যায়ে খেলে।’ সেই সংলাপ ধার করে এক দর্শক লিখেছেন, ‘প্রথম সিনেমার গানটি ছিল ইন্টারন্যাশনাল, এটা ন্যাশনাল।’
সুকুমার পরিচালিত ‘পুষ্পা: দ্য রুল’ ছবিটি আগামী ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। আল্লু অর্জুন, রাশমিকা মান্দানা, ফাহাদ ফাসিলসহ প্রথম কিস্তির তারকা থাকবেন এ ছবিতে। জানা গেছে, প্রায় ৫০০ কোটি রুপি বাজেটে নির্মিত হয়েছে সিনেমাটি। মুক্তির পর প্রেক্ষাগৃহে কতটা ব্যবসা করতে পারে, সেটাই এখন দেখার।
নির্বাচন ব্যবস্থা নিয়ে তিনটি প্রস্তাব দিলেন চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেতা ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। আশির দশকের এই নায়কের দাবি নির্বাচন ব্যবস্থায় ‘না’ ভোট রাখতে হবে। পাশাপাশি আরও দুটি প্রস্তাব দিয়েছেন তিনি। আজ ২৪ নভেম্বর রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে নাগরিক সমাজের এক সভায় ইলিয়াস কাঞ্চন এই প্রস্তাব দেন।
সভায় নিজের প্রস্তাব তুলে ধরে চলে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান। এ সময় ইলিয়াস কাঞ্চন বলেন, প্রার্থীদের মধ্যে কাউকে পছন্দ না হলে যেন ‘না’ ভোট দেওয়া যায়, সেই ব্যবস্থা রাখার প্রস্তাব দিয়েছেন তিনি। নির্বাচনে কারও প্রতি অন্যায় হলে তিনি মামলা করেন। সেই মামলা নিষ্পত্তি হতে হতে টার্ম (মেয়াদ) চলে যায়। তখন বাদী বিচার পান না।
তিনি প্রস্তাব দেন, নির্বাচন কমিশনের মধ্যে একটা বিচারের ব্যবস্থা রাখা যেতে পারে, যাতে কমিশনই দ্রুততার সঙ্গে বিচার করতে পারে। যেন বাদী বঞ্চিত না হন, তিনি তার অধিকার ফিরে পেতে পারেন।
আরেকটি প্রস্তাব সম্পর্কে ইলিয়াস কাঞ্চন বলেন, বিগত সরকারের সময় নির্বাচন কমিশন ইলেকট্রনিক ভোটিং মেশিনসহ (ইভিএম) নানা কিছু কিনে অনেক টাকা তছরুপ করেছে।
যার কারণে সাধারণ মানুষের নির্বাচন কমিশনের প্রতি আস্থা থাকে না। স্বচ্ছতা কীভাবে নির্বাচন কমিশনের মধ্যে আনা যেতে পারে, সেটার ব্যবস্থা করতে হবে। তা নাহলে জনগণের আস্থা ফেরত আসবে না, জনগণ মনে করবে এরাও আগের মতোই।
সভায় নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, সদস্য মো. আবদুল আলীম, জেসমিন টুলী প্রমুখ উপস্থিত ছিলেন।
‘তুফান’ সিনেমায় সফল হয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খান ও টলিউড সুপারস্টার মিমি চক্রবর্তীর জুটি। বিশেষ করে ‘দুষ্টু কোকিল’ আইটেম গানে নেচে দর্শককে দারুণ আনন্দ দিয়েছেন তারা।
এবার শাকিবের নতুন ছবির আইটেম গানে দেখা যাবে টলিউডের আরেক সুপারস্টার নুসরাত জাহানকে। বাস্তব জীবনে মিমি আর নুসরাতের ভালো বন্ধুত্বের কথাও অনেকের জানা।
মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’ ছবির প্রথম লটের শুটিং হয়েছে মুম্বাইয়ে। অ্যাকশন-রোমান্টিক ঘরানার ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন তার ব্যবসাসফল সিনেমা ‘প্রিয়তমা’র নায়িকা কলকাতার ইধিকা পাল। ২৪ অক্টোবর থেকে ১৬ নভেম্বর প্রথম লটের শুটিং করেছেন পরিচালক। ডিসেম্বর থেকে দ্বিতীয় লটের শুটিং হবে।
এই ছবিরই আইটেম গানে পারফর্ম করেছেন নুসরাত জাহান। মুম্বাইয়ে গানটির শুটিংও করেছেন তিনি। এক সাক্ষাৎকারে নুসরাত নিজেই জানিয়েছেন খবরটি। তিনি বলেন, ‘একটা ভালো গানে পারফরম করার অভিজ্ঞতা সব সময় ভালো হয়। শাকিব খানের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। এখনই সব বলতে চাচ্ছি না। জাস্ট ওয়েট ফর দ্য সং।’
এর আগে শাকিব খানের সঙ্গে যৌথ প্রযোজনার ছবি ‘নাকাব’-এ অভিনয় করেছিলেন নুসরাত।
সম্প্রতি শাকিব খান জানিয়েছেন, ‘তুফান’-এর দ্বিগুণ বাজেটে নির্মিত হচ্ছে ‘বরবাদ’। ছবিটি ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা।