‘বঙ্গবন্ধু’ বায়োপিকের চূড়ান্ত নাম ‘মুজিব’

  • কন্ট্রিবিউটিং এডিটর, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

‘মুজিব’ ছবির পোস্টার

‘মুজিব’ ছবির পোস্টার

বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকের নাম বদলে গেল। এতদিন বলা হচ্ছিল জাতির পিতার জীবনীভিত্তিক চলচ্চিত্রটির নাম ‘বঙ্গবন্ধু’, তবে প্রথম পোস্টার প্রকাশের পর দেখা গেল ভিন্ন নাম। ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের চূড়ান্ত নাম রাখা হয়েছে ‘মুজিব’।

ছবিটি পরিচালনা করছেন ভারতের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল। বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো ছবিটির প্রথম পোস্টার। বৃহস্পতিবার দুপুরে বিএফডিসির জহির রায়হান কালার ল্যাবে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিনের উপস্থিতিতে পোস্টার উন্মোচন করা হয়।

বিজ্ঞাপন

নুজহাত ইয়াসমিন জানান, শুরুতে শিল্পীদের ওয়ার্কিং নাম হিসেবে ছবির নাম ছিল ‘বঙ্গবন্ধু’। পরে কয়েকটি নাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রস্তাব হিসেবে পাঠালে তিনি ‘মুজিব’ নামটি পছন্দ করেন।

এফডিসির প্রজেকশন হলে ছবিটির ফার্স্ট লুক উন্মোচন উপলক্ষে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছবির নায়ক আরিফিন শুভ, দীঘি, দিব্য ও এফডিসির এমডি নুজহাত ইয়াসমিন। ভারত থেকে এই আয়োজনে সরাসরি অংশ নেন ছবির পরিচালক শ্যাম বেনেগাল।

বিজ্ঞাপন

বাংলার পাশাপাশি ইংরেজি ভাষাতেও মুক্তি দেওয়া হবে সিনেমাটি, ইংরেজি নাম ঠিক করা হয়েছে ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’। পোস্টারে ১৯৭১ সালের ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে দেওয়া বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের মুহূর্তকে পোস্টারে তুলে ধরা হয়েছে। জনতার উদ্দেশে বঙ্গবন্ধুর তুলে ধরা হাত শোভা পাচ্ছে সেই পোস্টারে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বঙ্গবন্ধুর ১০২তম জন্মদিনে টিমের পক্ষ থেকে এটি একটি উপহার। শিগগিরই প্রযোজনা–পরবর্তী কাজ শেষে চলতি বছরেই সিনেমাটির মুক্তি চূড়ান্ত হবে। ২০২০ সালের জানুয়ারি মাসে মুম্বাইয়ের দাদাসাহেব ফিল্ম সিটিসহ বেশ কয়েকটি এলাকায় ‘মুজিব’ সিনেমার দৃশ্যধারণ সম্পন্ন হয়। শেষ ভাগের দৃশ্যধারণে অংশ নিতে গত ১৭ নভেম্বর ঢাকায় আসেন শ্যাম বেনেগাল, ছবির কাস্টিং ডিরেক্টর শ্যাম রাওয়াত প্রমুখ। বাকি শুটিং শেষ করে তাঁরা ভারতে ফিরে যান।

ছবিতে শেখ মুজিবুর রহমানের ভূমিকায় আরিফিন শুভ, তাঁর স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ অভিনয় করেছেন।