ব্রহ্মাস্ত্রের নতুন টিজারে চমক, আলিয়া-রনবীরের খেলা শুরু
রনবীর কাপুর ও আলিয়া ভাটের বহুল কাঙ্ক্ষিত ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা’ সিনেমার নতুন টিজার প্রকাশ হয়েছে। ৩৭ সেকেন্ডের এই টিজার প্রকাশ করেছে ধর্মা প্রোডাক্টশন। নতুন টিজার প্রকাশের সঙ্গে ট্রেলার প্রকাশের ডেটও জানিয়ে দেওয়া হয়েছে। ব্রহ্মাস্ত্রের ট্রেলার প্রকাশিত হবে ১৬ জুন।
টিজারে রণবীরকে শিবের চরিত্রে এবং আলিয়াকে ইশার চরিত্রে দেখা গেছে। দুইজনকেই প্রচণ্ড ঝড়ের মুখে পড়েছে এমন পরিস্থিতিতে দেখা যায়।
সিনেমাটি ভগবান শিবের পৌরাণিক কাহিনী এবং তার সর্বশক্তিমান ব্রহ্মাস্ত্রের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে। টিজারে লিড রোল ছাড়াও অমিতাভ বচ্চন, মৌনি রায় এবং নাগার্জুন আক্কিনেনিও দেখা গেছে।
এদিকে আলিয়া ভাট টিজার শেয়ার করে ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘মাত্র ১০০ দিনের মধ্যে, ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা আপনারা দেখতে পাবেন। ১৫ জুন ট্রেলার মুক্তি পাবে।
মঙ্গলবার চলচ্চিত্র নির্মাতা এসএস রাজামৌলির সাথে ছবির প্রচারের জন্য বিশাখাপত্তনমে রয়েছেন রনবীর।
অয়ন মুখার্জীর পরিচালনা এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন করণ জোহর। ছবিটি পর্দায় আসতে চলেছে আগামী ৯ সেপ্টেম্বর ৷ ব্রহ্মাস্ত্রের সেটেই একে অপরের প্রেমে পড়েন আলিয়া-রনবীর। গত ১৪ এপ্রিল বলিউডের এই জুটি গাঁটছড়া বাঁধেন।