পদ্মা সেতুর বাস্তবায়ন দুর্দান্ত অর্জন: শাকিব খান

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

পদ্মা সেতুর বাস্তবায়ন দুর্দান্ত অর্জন: শাকিব খান

পদ্মা সেতুর বাস্তবায়ন দুর্দান্ত অর্জন: শাকিব খান

পদ্মা সেতুর বাস্তবায়ন বাংলাদেশের পক্ষে একটি দুর্দান্ত অর্জন বলে জানিয়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান।

শনিবার (২৫ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তিনি ফেসবুকে তার ভেরিফাইড অ্যাকাউন্টে পদ্মা সেতু নিয়ে একটি স্ট্যাটাস দেন।

বিজ্ঞাপন

উচ্ছ্বসিত শাকিব লেখেন, স্বপ্ন হলো সত্যি। পদ্মা সেতু এখন দৃষ্টিসীমায় দীগন্তজুড়ে। এই সেতুর মাধ্যমে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ ব্যবস্থা ও অর্থনীতিতে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে। পদ্মা সেতুর বাস্তবায়ন বাংলাদেশের পক্ষে একটি দুর্দান্ত অর্জন।


তিনি আরও যোগ করেন, আমাদের স্বনির্ভরতা, সাহস, দৃঢ়তা, সক্ষমতা, আত্মবিশ্বাসের প্রতীক পদ্মা সেতু। আমাদের পদ্মা সেতু, আমাদের অহংকার।

বিজ্ঞাপন

শাকিব খান বর্তমানে আমেরিকায় রয়েছেন। আগামী জুলাইয়ে ঈদের আগেই দেশে ফিরবেন বলে আভাস দিয়েছেন।এদিকে শাকিব খান ও পূজা চেরি অভিনীত 'গলুই' সিনেমা আগামী ৮ জুলাই উত্তর আমেরিকার ১০০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।


এর আগে শনিবার (২৫ জুন) মুন্সিগঞ্জের মাওয়ায় ১২টায় এক বণার্ঢ্য অনুষ্ঠানে পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । অনুষ্ঠানে বিদেশি কূটনীতিকসহ হাজার হাজার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী টোলপ্লাজায় প্রথম টোল দেন এবং তার গাড়িবহর নিয়ে পদ্মা সেতু পাড়ি দেন।