সমাপ্তিহীন সম্পর্কে জোভান-মেহজাবীন



বিনোদন ডেস্ক, বার্তা ২৪.কম
জোভান ও মেহজাবীন

জোভান ও মেহজাবীন

  • Font increase
  • Font Decrease

একটা সময় যাকে ছাড়া একটা দিনও কাটাতে পারবেন না বলে মনে হয়, বিচ্ছেদের ছ’মাস পেরুতেই তার মোবাইল নাম্বার ভুলে যাবেন, বছর যেতে ঠিকানা ভুলে যাবেন, হয়তো নামও ভুলে যাবেন একদিন!

যদি এসবের উল্টো হয় তবে বুঝে নেবেন সে আপনাকে প্রচণ্ড ভালোবেসেছিল, অথবা আপনি। এমনই এক সম্পর্কের রেশ নিয়ে ঈদের বিশেষ নাটক নির্মাণ করলেন মিজানুর রহমান আরিয়ান। সিএমভি’র ব্যানারে নির্মিত এই নাটকটির নাম ‘ব্যবধান’। নির্মাতার সঙ্গে নাটকটির গল্প যৌথভাবে লিখেছেন সোহাইল রহমান।

এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জোভান ও মেহজাবীন চৌধুরী।

নাটকটির গল্প প্রসঙ্গে আরিয়ান বলেন, ‘‘কিছু কিছু সম্পর্কের কোনও সমাপ্তি থাকে না। এর মানে এই নয় যে সম্পর্কটা শেষ। বরং এর মানে সম্পর্কটির আসলে কোনও শেষ নেই। গল্পটি ভিন্ন ধারার দু’জন মানুষের ভালোবাসা নিয়ে। কিন্তু সেই ভালোবাসার পরিণতি জানতে হলে দেখতে হবে ‘ব্যবধান’।’’

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘ব্যবধান’ উন্মুক্ত হচ্ছে আসছে ঈদে সিএমভির ইউটিউব চ্যানেলে।

   

‘১৯৭১ সেই সব দিন’ ঠাকুরগাঁওয়ে প্রদর্শনী হবে ডিসেম্বরে



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, ঠাকুরগাঁও
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ঠাকুরগাঁওয়ে ইএসডিও'র সৌজন্যে '১৯৭১ সেই সব দিন' চলচ্চিত্রটি ডিসেম্বর মাসে তিন দিনব্যাপী প্রদর্শনী করা হবে।

বুধবার (২৯ নভেম্বর) রাতে ঠাকুরগাঁওয়ে ইএসডিও’র প্রধান কার্যালয়ের সেমিনার হলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইএসডিও’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, ইকো পাঠশালা অ্যান্ড কলেজের অধ্যক্ষ সেলিমা আক্তার, ১৯৭১ সেই সব দিন চলচ্চিত্রটির পরিচালক হৃদি হক, অভিনেতা লিটু আনাম, অভিনেত্রী মৌসুমী হামিদ।

তারা জানান, ৩ ডিসেম্বর ১৯৭১ এ বীর মুক্তিযোদ্ধাদের মরণপণ লড়াই আর মুক্তিকামী জনতার দুর্বার প্রতিরোধে পরাজিত হয় পাকিস্তান হানাদার বাহিনী। নতুন সূর্য ওঠা আলোয় মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের জনগণ ঠাকুরগাঁও শহরে এই দিনে ওড়ায় বাংলাদেশের লাল সবুজ হলুদ পতাকা। তাই এ ঐতিহাসিক দিনটিকে স্মরণ করে আগামী ১,২ এবং ৩ ডিসেম্বর ইএসডিও’র পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহযোগিতায় হৃদি হক পরিচালিত চলচ্চিত্র ‘১৯৭১ সেই সব দিন’ ৫টি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। যা আগামী ১ ও ২ ডিসেম্বর বিকাল ৪ টায়, সন্ধ্যা ৭ টায় এবং ৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় প্রদর্শনী করা হবে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমিতে।

একুশে পদক প্রাপ্ত ড. ইনামুল হক এর মূল ভাবনায়, একুশে পদক প্রাপ্ত নাট্যজন লাকী ইনাম এর প্রযোজনায় এবং সরকারী অনুদান প্রাপ্ত “১৯৭১ সেই সব দিন” চলচ্চিত্রটি গত ১৮ আগস্ট বাংলাদেশে মুক্তি পায় এবং দর্শক ও গুণীজন এর মাঝে বিপুলভাবে সমাদৃত হয়। শুধু দেশেই নয় অস্ট্রেলিয়া এবং ইউএস তে মুক্তি পাবার পর দর্শকের উপচে পড়া ভীড় তাদের উচ্ছাস এবং আবেগের বহিঃপ্রকাশ ছিল অপার বলেও জানান তারা।

এছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

;

বড় আয়োজনে কনা-আভরালের মিউজিক ভিডিও



মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
মিউজিক ভিডিওতে কনা ও আভরাল সাহির

মিউজিক ভিডিওতে কনা ও আভরাল সাহির

  • Font increase
  • Font Decrease

বাংলাদেশে বড় আয়োজনে মিউজিক ভিডিও নির্মানের ট্রেন্ড শুরুই করেন দিলশাদ নাহার কনা। তার মিউজিক ভিডিওতে যেন সিনেমার গানের মতো সেট, লাইট, প্রপস থাকতো। বড় বড় নির্মাতারা সেগুলো তৈরী করতেন। কনার সঙ্গে মডেল হতেন দেশের জনপ্রিয় তারকারা।

‘রেশমি চুড়ি’র পর কনা আরও অনেক মিউজিক ভিডিও করলেও আগের মতো বড় পরিসরে কাজ করেছেন হাতে গোনা। তবে আবারও তিনি আসছেন বড় আয়োজনের মিউজিক ভিডিও নিয়ে। গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন তরুণ প্রজন্মের ব্যস্ত শিল্পী ও সুরকার আভরাল সাহির। ‘আমি হয়েছি নিলাম’ শিরোনামের রোমান্টিক গানটির কথা লিখেছেন সদ্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার রবিউল ইসলাম জীবন। সুর আর সংগীতায়োজন আভরালেরই করা।

‘আমি হয়েছি নিলাম’ মিউজিক ভিডিওতে কনা ও আভরাল সাহির

আভরাল সাহির বার্তা২৪.কমকে বলেন, ‘আমি হয়েছি নিলাম গানটি মূলত জোড়াশালিক নাটকের জন্য তৈরী করেছি। হাসিব হোসেন রাখি পরিচালিত এই নাটকে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব আর তটিনী। গানটি সবার এতোটাই ভালো লেগেছে যে, পরিচালক বললেন আমার আর কনার আপুর জন্য আলাদা একটি মিউজিক ভিডিও করবেন। তিনিই পুরোটা আয়োজন করেছেন, পরিচালনাও করেছেন। অনেক বড় পরিসরে কাজটি হয়েছে। সবচেয়ে বড় কথা খুব সুন্দর একটি মিউজিক ভিডিও হয়েছে। গানটিতে সিনেম্যাটিক ফ্লেভার রয়েছে। আমার বিশ্বাস সবার পছন্দ হবে।’

‘আমি হয়েছি নিলাম’ মিউজিক ভিডিওতে কনা ও আভরাল সাহির

কনা বার্তা২৪.কমকে বলেন, ‘আমি গানটি নিয়ে সত্যিই এক্সাইটেড। গানটির কথা, সুর ও সংগীত- সবমিলে অসাধারন হয়েছে। আমি আর আভরাল চেষ্টা করেছি গায়কীতে এক ধরনের রোমান্টিক কেমেস্ট্রি আনতে। ]ভিডিওর শুটিংও অনেক বড় আয়োজনে হয়েছে। গানটিতে সবাই প্রেম খুঁজে পাবে। এক বার শুনলেই পছন্দ হওয়ার মতো একটি গান।’

;

মারের ভয়ে ক্যাটরিনার সঙ্গে আর ঝগড়া করবেন না ভিকি!



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল, ছবি : ইন্সটাগ্রাম

ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল, ছবি : ইন্সটাগ্রাম

  • Font increase
  • Font Decrease

বিয়ের পর এই প্রথম অভিনয়জীবনে সাফল্যের দেখা পেলেন ক্যাটরিনা কাইফ। তার অভিনীত ‘টাইগার ৩’ এরইমধ্যে সারাবিশ্ব থেকে ৪০০ কোটির বেশি আয় করে ফেলেছে। ‘টাইগার’রূপী সালমান খানের পাশাপাশি ‘জোয়া’র ভূমিকায় ক্যাটরিনা কাইফ দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। এই দুই তারকার রসায়ন তো বটেই, সিনেমাটিতে দুরন্ত অ্যাকশনের কারণে ক্যাটরিনা আরও বেশি চর্চায় উঠে এসেছেন।

তবে ক্যাটরিনার একটি অ্যাকশন দৃশ্য ব্যাপকভাবে আলোচনায় ছিল। সেই দৃশ্যে দেখা গেছে, আইএসআই এজেন্ট জোয়া ওরফে ক্যাটরিনা আর হলিউড অভিনেত্রী মিশেল লি একে অপরের সঙ্গে হাতাহাতি করছেন। দৃশ্যটিতে দুই অভিনেত্রীর পরনে ছিল সাদা তোয়ালে। স্ত্রী ক্যাটরিনার এই ‘তোয়ালে ফাইট দৃশ্য’ নিয়ে এবার মুখ খুলেছেন বলিউড অভিনেতা ভিকি কৌশল।

এই বলিউড নায়ক ব্যস্ত তার আগামী ছবি ‘স্যাম বাহাদুর’-এর প্রচারে। মেঘনা গুলজার পরিচালিত এই ছবির প্রচারণার সময় ভিকি ক্যাটের তোয়ালে দৃশ্যের প্রসঙ্গে বলেছেন, “টাইগার থ্রি”-এর বিশেষ প্রদর্শনীতে গিয়েছিলাম। তখনই দৃশ্যটি প্রথম দেখেছিলাম। দেখার পর আমি ক্যাটরিনার সামনে মাথা নিচু করে বলি, তার সঙ্গে আমি আর কখনো ঝগড়া করব না; আমি চাই না সে আমাকে তোয়ালে পরে পেটাক। যেভাবে সে দৃশ্যটি করেছিল, তা অবিশ্বাস্য। আমি তাকে বলেছিলাম যে আমার মতে সে বলিউডের সবচেয়ে অদ্ভুত অ্যাকশন অভিনেত্রী। সত্যি বলতে, সে যেভাবে পরিশ্রম করেছে, এ কারণে আমি স্বামী হিসেবে গর্বিত। তাকে দেখা সত্যি অনুপ্রেরণাদায়ক।’

ক্যাটরিনার ‘তোয়ালে ফাইট দৃশ্য’ 

ভিকি কৌশলের ‘স্যাম বাহাদুর’ ছবিটি মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত। আগামী শুক্রবার ছবিটি মুক্তি পাবে। ভিকি এই ছবিতে ভারতের প্রথম ফিল্ড মার্শাল স্যাম মানকেশের ভূমিকায় অভিনয় করেছেন। মেঘনা গুলজারের ছবিতে ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা যাবে ফাতিমা সানা শেখকে। স্যাম মানকেশের স্ত্রীর চরিত্রে আছেন সানিয়া মালহোত্রা।

ভিকির ‘স্যাম বাহাদুর’-এর সঙ্গে বক্স অফিসে মুখোমুখি হতে চলেছে রণবীর কাপুর ও রাশমিকা মান্দা অভিনীত ‘অ্যানিমেল’ ছবিটি। যদিও অগ্রিম টিকিট বুকিংয়ের দৌড়ে এখন পর্যন্ত সন্দীপ রেড্ডি ভাংগা পরিচালিত ‘অ্যানিমেল’ ছবিটি ‘স্যাম বাহাদুর’-এর চেয়ে এগিয়ে আছে।

;

সন্তান থাকলে দ্বিতীয় বিয়ে উচিত নয় : অপু বিশ্বাস



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
মুখে ভি শেপ এনেছেন অপু (চিকিৎসার আগের ও পরের ছবি)

মুখে ভি শেপ এনেছেন অপু (চিকিৎসার আগের ও পরের ছবি)

  • Font increase
  • Font Decrease

ঢালিউড নায়িকা অপু বিশ্বাসের হাতে কোন সিনেমার কাজ না থাকলেও কি করে আলোচনায় থাকতে হয় তা তিনি ভালো করেই জানেন। নিয়মিত বিভিন্ন শো রুম উদ্বোধন অথবা ব্র্যান্ডের ফটোশ্যুট করে দর্শকের সামনে থাকতে চাইছেন তিনি। আর নতুন করে তার সঙ্গে যুক্ত হয়েছে, গুছিয়ে কথা বলার তকমা। তাকে যতো কঠিন কিংবা বিব্রতকর প্রশ্ন করা হলো না কেন, তিনি হাসিমুখে বুদ্ধিমত্তার সঙ্গে উত্তর দিয়ে দর্শকের (বিশেষ করে নারী ভক্তদের) মন জয় করেছেন। তবে এবার তার দেওয়া এক বক্তব্য নিয়ে শুরু হয়েছে আলোচনা সামালোচনা।

বাংলাদেশের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস কলকাতার গণমাধ্যম আনন্দবাজারকে এক সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে এক প্রশ্নের জবাবে অপু দাবি করেন, সন্তান থাকলে কোনো মেয়েরই দ্বিতীয় বিয়ে করা উচিত নয়। তিনি এরকমটা কখনোই করবেন না।

সাম্প্রতিক ফটোশুটে অপু বিশ্বাস

এই কথা নিয়েই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে সমালোচনা। বেশিরভাগ নেটিজেনই তার এই বক্তব্যকে মেনে নিতে পারেননি। সেই সাক্ষাৎকারে অপু আরও বলেন, ২০০৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত এই ছয় বছর কোনো নায়িকাই তার সঙ্গে পাল্লা দিয়ে পারেননি। অপু বলেন, ‘আমি যখন যেটা করি, সেখানে আমি অন্য কাউকে খুব বেশি কিছু করতে দিই না। এটা আমার যোগ্যতা। ওই সময়ে বাংলাদেশে আর কোনও নায়িকাকে দেখা যায়নি যে, আমার সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছে।’

শাকিব খানের সঙ্গে দেখা যাবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখনই বলতে পারছি না। সময়ের উপর ছেড়ে দিলাম।’

এদিকে, আজ ভেল্লা লেজার কেয়ার সেন্টার নামের একটি প্রতিষ্ঠানের ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করা হয়েছে। তাতে ব্যবহার করা হয়েছে অপু বিশ্বাসের ছবি। সেখানে দাবী করা হয়েছে, এই নায়িকা তার মুখমন্ডলে কোরিয়ান মেয়েদের মতো ভি শেপ এনেছেন।

সাম্প্রতিক ফটোশুটে অপু বিশ্বাস

অপুর মুখে সার্জারি করা নিয়ে অনেক আগে থেকেই শোবিজে গুঞ্জন শোনা যায়। অনেকের দাবী, তিনি সার্জারি করিয়েছেন বলেই তার মুখমন্ডল পুরো শরীরের চেয়ে অনেক শুকনা লাগে। এমনকি তাকে দেখতে আগের চেয়ে সুন্দর লাগে। যদিও অপু বিশ্বাস এ নিয়ে কখনো মুখ খোলেননি।

;