স্বামীর বয়স নিয়ে যা বললেন পূর্ণিমা

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

চিত্রনায়িকা পূর্ণিমাও তার স্বামী আশফাকুর রহমান রবিন

চিত্রনায়িকা পূর্ণিমাও তার স্বামী আশফাকুর রহমান রবিন

এরইমধ্যে নতুন জীবনে পা দিয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা। নতুন সংসার শুরু করেছেন তিনি। চলতি বছরের ২৭ মে আশফাকুর রহমান রবিনের সঙ্গে ঘর বাঁধেন তিনি। একইসঙ্গে সামনে আসে এই অভিনেত্রীর ডিভোর্সের বিষয়টি।

পূর্ণিমার বিয়ের খবর ছড়িয়ে পড়লে মন ভাঙে অনেক ভক্তের। পূর্ণিমার ডিভোর্স ও আবারো বিয়ে করার বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা করেন নেটিজেনদের একাংশ। কেউ কেউ আবার ট্রল করেন ‘হৃদয়ের কথা’খ্যাত এই অভিনেত্রীর স্বামী বয়সে ছোট হওয়া নিয়ে।

বিজ্ঞাপন

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন পূর্ণিমা। স্বামী তার বয়সে ছোট হওয়া প্রসঙ্গে তিনি গণমাধ্যমকে জানান, আমাকে নিয়ে এভাবে গালাগালি করে যদি তাদের শান্তি লাগে, আমি খুশি। আমার ছবি নিয়ে পোস্ট করে দু-চারটা গালি দিক, কোনো সমস্যা নেই। এটা নিয়ে আগে থেকে প্রস্তুত ছিলাম আমি। বিয়ের পর স্বামীর বয়স নিয়ে যে কথা উঠবে, সেটা জানতাম। তবু তারা শান্তিতে থাকুক, সুখে ও সুস্থ থাকুক। আমাদের দুজনের পক্ষ থেকে তাদের শুভকামনা।

একই সঙ্গে পূর্ণিমা জানান, তার মা অসুস্থ থাকায় আপাতত মধুচন্দ্রিমায় যাওয়ার সুযোগ নেই। তবে স্বামী আশফাকুর রহমান রবিনের সঙ্গে থাইল্যান্ডে যাওয়ার ইচ্ছে আছে তার।

বিজ্ঞাপন

জানা যায়, পূর্ণিমা ২০০৭ সালের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেন পূর্ণিমা। ২০১৪ সালের ১৩ এপ্রিল তিনি প্রথম কন্যাসন্তানের মা হন। তার মেয়ের নাম আরশিয়া উমাইজা। তবে পূর্ণিমার এই সংসারও ভেঙে গেছে।