বিয়ে করছেন গায়ক প্রীতম হাসান ও মডেল শেহতাজ

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বিয়ে করছেন গায়ক প্রীতম হাসান ও মডেল শেহতাজ

বিয়ে করছেন গায়ক প্রীতম হাসান ও মডেল শেহতাজ

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল-অভিনেত্রী শেহতাজ মুনিরা হাশেম। সিলেট শ্রীমঙ্গলের পাঁচ তারকা হোটেলে শুক্রবার (২৮ অক্টোবর) তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন গায়ক প্রীতম হাসানের বড় ভাই প্রতীক হাসান। এছাড়া মডেল শেহতাজের বড় বোন শেরজা মুনিরা হাশেম তনিমাও বিষয়টি স্বীকার করেছেন। আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় প্রীতম-শেহজাদের গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। কয়েক বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন জনপ্রিয় গায়ক, সুরকার, সংগীত পরিচালক ও অভিনেতা প্রীতম হাসান ও মডেল অভিনেত্রী শেহতাজ মুনিরার। বিয়ের মাধ্যমে সেই সম্পর্ককে পূর্ণতা দিতে যাচ্ছেন তারা।

বিজ্ঞাপন

আপাতত নিজ নিজ পরিবার আর ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সারছেন এই দুই তারকা। পরে সময় বুঝে করবেন বড় আয়োজন। গায়েহলুদের আয়োজনে তোলা কয়েকটি স্থিরচিত্র ফেসবুকে প্রকাশ করেছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। শেহতাজের একটি ছবিতে মেহেদিরাঙা হাতে প্রীতমের নাম লিখতে দেখা গেছে। আরেকটি ছবিতে শেহতাজকে মেহেদি দিয়ে দিচ্ছেন সুনেরাহ। আরেকটি ছবিতে হলুদ পাঞ্জাবি পরে থাকতে দেখা গেছে প্রীতমকে।

প্রয়াত সংগীতশিল্পী খালেদ হাসান মিলুর ছেলে প্রীতম বেশ কয়েকটি একক সংগীতায়োজনসহ ‘দেবী’ চলচ্চিত্রের গানে সুর করেছেন। বুলবুল বিশ্বাসের ‘রাজনীতি’, সোহেল আরমানের ‘ভ্রমর’ এবং অনন্য মামুনের ‘অস্তিত্ব’ ছবিতে গান করেছেন প্রীতম। তাঁর আরেক ভাই প্রতীক হাসানও একজন জনপ্রিয় শিল্পী।শেহতাজ মুনিরা হাশেম মডেলিংয়ের মধ্য দিয়ে শোবিজে যাত্রা শুরুর পর বেশ কয়েকটি টিভি নাটকে অভিনয় করেছেন। প্রীতমের ‘জাদুকর’ গানের ভিডিওতে মডেল হিসেবে দেখা গেছে তাঁকে ।

বিজ্ঞাপন