শাহরুখ খানের জন্মদিনে থাকছে চমক!

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আর মাত্র দু-দিন পর বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিন। এবছর শাহরুখের জন্মদিনটা স্মরণীয় করতে তুলতে কোনও খামতি রাখতে চায় না যশ রাজ ফিল্মস। তাই তো জন্মদিনে ‘পাঠান’ হয়ে সামনে আসবেন শাহরুখ। হ্যাঁ, এইদিন অর্থাৎ আগামী ২ নভেম্বর মুক্তি পাবে শাহরুখের আসন্ন ছবি ‘পাঠান’-এর ঝলক। তবে চমকের শেষ এটাই নয়। এদিন ২৭ বছর আগের নস্টালজিয়াকে ফিরিয়ে আনতেও প্রস্তুত তাঁরা।

‘পাঠান’ প্রযোজনার দায়িত্বে রয়েছে শাহরুখের বন্ধু আদিত্য চোপড়ার সংস্থা যশ রাজ ফিল্মস। শাহরুখের সঙ্গে যশ রাজের সম্পর্ক কেরিয়ারের শুরুর দিন থেকে। যশ চোপড়া শাহরুখকে পুত্র স্নেহে দীর্ঘদিন আগলে রেখেছিলেন। শাহরুখের জন্মদিনটা অভিনেতা এবং গুণমুগ্ধদের কাছে স্মরণীয় করে রাখতে ফের একবার ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়ঙ্গে’ছবিটি রিলিজ করবার পরিকল্পনাও নেওয়া হয়েছে। জানা গিয়েছে ২ নভেম্বর নির্বাচিত কিথু সিনেমা হলে মুক্তি পাবে ছবিটি।

বিজ্ঞাপন

হিন্দি সিনেমার ইতিহাস ঘাটলেই দেখা যাবে সবচেয়ে বেশিদিন ধরে চলা হিন্দি ছবির তালিকায় একদম শীর্ষে রয়েছে ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়ঙ্গে’। রাজ-সিমরনের রসায়ন আজও ভুলতে পারেনি কেউই। শাহরুখ-কাজল জুটির এই ছবি অনুপ্রাণিত করেছে লক্ষ লক্ষ প্রেমিক যুগলকে। বলা যায়, বলিউডে রোম্যান্সের আলটিমেট কিং হয়ে ওঠবার জার্নিটা এই ছবি থেকেই শুরু করেছেন শাহরুখ। এই ছবি শাহরুখ-কাজলকে বলিউডের ‘অমর জুটি'তে পরিণত করেছে।

১৯৯৫ সালের ২০ অক্টোবর মুক্তি পেয়েছিল ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’। প্রায় ২৭ বছর ধরে মুম্বইয়ের মারাঠা মন্দির সিনেমায় প্রদর্শিত হয় এই ছবি। আগামী ২রা নভেম্বর দেশের বেশকিছু নির্বাচিত পিভিআর স্ক্রিনে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে দেখানো হবে। সেখানে পূর্ব নির্বাধিত ১০০ বা ১১২ টাকার মূল্যের টিকিট বিক্রি করতে পারবে সংস্থা।  ইতিমধ্যেই অনলাইনে বুকিং শুরু হয়েছে।

বিজ্ঞাপন

জিরো’ (২০১৮)-র ব্যর্থতার পর নিজেকে গুটিয়ে নিয়েছিলেন বাদশা। দীর্ঘসময় লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগত থেকে দূরে থাকবার পর ‘পাঠান’ ছবির সঙ্গেই কামব্যাক করবেন শাহরুখ। ছবিতে গুপ্তচরের ভূমিকায় থাকছেন কিং খান। যশরাজ ফিল্মসের এই ছবিতে শাহরুখের নায়িকা দীপিকা পাড়ুকোন। ছবিতে থাকছেন জন আব্রাহামও।

গত ২ মার্চ ‘পাঠান’-এর প্রথম ঝলক সামনে এসেছিল। সেখানে শাহরুখের চরিত্রর সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দেন জন-দীপিকা। জানান ধর্মহীন-জাতিহীন ‘পাঠান’-এর একমাত্র ধ্যান-জ্ঞান নিজের দেশ ‘ইন্ডিয়া’কে রক্ষা করা। দেশের জন্য সবকিছু করতে প্রস্তুত পাঠান। সেই টিজারে শাহরুখের মুখ স্পষ্টভাবে দেখা যায়নি। তবে এবার সামনে আসবেন ‘পাঠান’, এমনটাই জানা যাচ্ছে।