অস্কারে মনোনয়ন পেলো রাজ মৌলির ‘আরআরআর’

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অস্কারে মনোনয়ন পেলো আরআরআর

অস্কারে মনোনয়ন পেলো আরআরআর

আর মাত্র এক মাস পরেই শুরু হয়ে যাবে অস্কার নিয়ে মাতামাতি। চলচ্চিত্র জগতে সবচেয়ে সম্মানীয় পুরস্কার হিসেবে ধরা হয় এটি। যদিও ২৪ জানুয়ারি নমিনেশনের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হওয়ার কথা রয়েছে, তবে সামনে এসেছে ১০টি বিভাগের নমিনেশন তালিকা। যার মধ্যে রয়েছে আন্তর্জাতিক ফিচার ছবি, ডকুমেন্টারি, সাউন্ড, অরিজিনাল স্কোর, অরিজিনাল সং, মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইলিং, ভিস্যুয়াল অফেক্টস, অ্যানিমেটেড শর্ট ফিল্মের মতো ক্যাটাগরি। আর এতে ভারতের উপস্থিতি বেশ উজ্জ্বল।

অস্কারের মঞ্চে অবশেষে এন্ট্রি পেয়েই গেল আরআরআর। সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনেতা, সেরা সহ অভিনেতা, সেরা সহ অভিনেত্রী-সহ নানা বিভাগের জন্য আবেদন জমা দেওয়া হলেও এসএস রাজামৌলির ছবি অস্কারে নমিনেশন পেল ‘বেস্ট সং’ বিভাগে নাটু নাটু গানটির জন্য। এই ছবিতে মুখ্য ভূমিকায় রাম চরণ এবং জুনিয়র এনটিআরকে দেখা গিয়েছিল। ছিলেন আলিয়া ভাট আর অজয় দেবগনও।

বিজ্ঞাপন

Best Documentary ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছে আরও একটি ভারতীয় সিনেমা ‘অল দ্যাট ব্রিদস’। ছবির পরিচালক শৌনক সেন। দিল্লির প্রেক্ষাপটে তৈরি এই সিনেমা ইতিমধ্যে বেশ কয়েকটি আন্তর্জাতিক সম্মান ভরেছে নিজের ঝুলিতে।

অন্যদিকে, পরিচালক পাল নলিনের ‘ছেল্লো শো’ ২০২৩ সালের অস্কার পুরস্কারের আন্তর্জাতিক ফিচার ছবি বিভাগের জন্য ভারত থেকে মনোনীত হয়েছে। ভারতীয় সিনেমার সেলুলয়েড থেকে ডিজিটালে আসার পথই এই ছবির বিষয়বস্তু। ছবির মুখ্য চরিত্র ৯ বছরের এক বালক, যার জীবন পুরোপুরি বদলে যায় প্রথমবার সিনেমা দেখার পর।

বিজ্ঞাপন

বলা যায়, অস্কারের মঞ্চে লড়াইটা ভারত এবার বেশ জমিয়েই করবে। ২০২৩-এর মার্চ মাসে বসবে অস্কারের জমকালো আসর।