বাবা হারালেন চঞ্চল চৌধুরী

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বাবা হারালেন চঞ্চল চৌধুরী

বাবা হারালেন চঞ্চল চৌধুরী

জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবা রাধা গোবিন্দ চৌধুরী (৯০) মারা গেছেন।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিজ্ঞাপন

খবরটি নিশ্চিত করেছেন চঞ্চলের বন্ধু অভিনেত্রী শাহনাজ খুশি।

বার্ধক্যজনিত নানা রোগে রাধা গোবিন্দ চৌধুরী বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। তার চিকিৎসা চলছিল আইসিইউতে। মঙ্গলবার সন্ধ্যায় স্ট্রোক করে মারা যান তিনি।

বিজ্ঞাপন

শাহানাজ খুশি বলেন, চঞ্চলের নিজ এলাকা পাবনার সুজানগর উপজেলার কামারহাটে বুধবার তার বাবার শেষকৃত্য সম্পন্ন হবে।