গায়িকা রাত্রির নতুন গান প্রকাশ হয়েছে। গানের শিরোনাম ‘রসের হতা (কথা)’ । এই গানটি চট্টগ্রামের আঞ্চলিক ভাষার। গানটি লিখেছেন চট্টগ্রামের গীতিকার সমীরণ চৌধুরী। সংগীতায়োজন করেছেন ডিজে শাহরিয়ার।
গায়িকা রাত্রি চৌধুরী গানটি নিয়ে উচ্ছ্বসিত। তিনি এটির সাফল্য নিয়ে ভীষণ আশাবাদী। রাত্রি বলেন, ‘অসাধারণ একটি গান হয়েছে এটি। এরই মধ্যে আমি ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছি। আমার বিশ্বাস, গানটি বিশাল সাফল্য অর্জনে সক্ষম হবে।’
বিজ্ঞাপন
রাত্রি চৌধুরী ইতিপূর্বে নটি বয়, তোর আহ্লাদে, স্বপ্নটা ছুঁয়ে, ব্যস্ত অচেনা শহর, মন কী যে চায় বলো, শুধু তুইসহ আরো অনেক গান গেয়েছেন।
উল্লেখ্য, ‘রসের হতা’ গানে রাত্রির সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন এই গানের সংগীত পরিচালক ডিজে শাহরিয়ার। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন নাসিমুল মুরসালিন স্বাক্ষর। এতে মডেল হয়েছেন জয়শ্রী দেবী।
অনেক দিন অভিনয় নিয়ে চর্চায় না থাকলেও সম্প্রতি ‘হাউজফুল ৫’-এর মতো তারকাবহুল সিনেমায় নাম লিখিয়ে আলোচনায় এসেছেন ই ভারতীয় বংশোদ্ভূত মার্কিন অভিনেত্রী নার্গিস ফাকরি। তবে এবার অভিনয় নয়, বোনের কারণে খবরের শিরোনামে অভিনেত্রী। তার বোন আলিয়া ফাকরির বিরুদ্ধে উঠেছে জোড়া খুনের অভিযোগ। নার্গিসের বোন নাকি তার প্রাক্তন প্রেমিক ও সেই প্রেমিকের বর্তমান প্রেমিকাকে পুড়িয়ে হত্যা করেছেন।
অভিনয়জগতের চেনা মুখ নার্গিস। বোনের সূত্রে তাই তার নাম জড়িয়ে গিয়েছে এই খুনের ঘটনায়। তবে এ ঘটনা নিয়ে তিনি কোনো প্রতিক্রিয়া দেননি।
অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, একমাত্র বোন আলিয়ার সঙ্গে নাকি ২০ বছর আগেই সব যোগাযোগ বন্ধ করেছেন ‘রকস্টার’ অভিনেত্রী। তবে কী কারণে বোনের সঙ্গে নার্গিসের কোনো সম্পর্ক নেই, তা এখনো স্পষ্ট নয়। নার্গিসও নাকি বোনের এই ঘটনা সংবাদমাধ্যম সূত্রেই জানতে পেরেছেন।
নার্গিস তার বোনের দিকে ওঠা অভিযোগ–সংক্রান্ত কোনো মন্তব্য করেননি ঠিকই, তবে এই বিতর্কের মধ্যেই অভিনেত্রীর সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে উঠেছে তার আসন্ন ছবিরই একঝলক। ইনস্টাগ্রাম স্টোরিতে ছবির সেই ঝলক পোস্ট করে নার্গিস লিখেছেন, ‘আমরা আসছি।’ ছবিতে নার্গিসের সঙ্গে আরও দুই অভিনেত্রী জ্যাকুইলিন ফার্নান্দেজ ও সোনম বাজওয়াকে দেখা যাচ্ছে।
প্রশ্ন উঠছে, কেন বোনের ঘটনায় কোনো রকম প্রতিক্রিয়া নেই নার্গিসের? অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, একমাত্র বোন আলিয়ার সঙ্গে নাকি ২০ বছর আগেই সব যোগাযোগ বন্ধ করেছেন ‘রকস্টার’ অভিনেত্রী। তবে কী কারণে বোনের সঙ্গে নার্গিসের কোনো সম্পর্ক নেই, তা এখনো স্পষ্ট নয়। নার্গিসও নাকি বোনের এই ঘটনা সংবাদমাধ্যম সূত্রেই জানতে পেরেছেন।
নার্গিসের বোন আলিয়া যুক্তরাষ্ট্রের বাসিন্দা। নিউইয়র্কের কুইনসে তার জন্ম। সেখানেই থাকতেন তিনি। বছর আটেকের ছোট এডওয়ার্ড জ্যাকবস নামের এক তরুণের সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন আলিয়া। কিন্তু সেই সম্পর্ক পরে ভেঙে যায়। তবে মেনে নিতে পারেননি আলিয়া। প্রাক্তন প্রেমিক নতুন করে সম্পর্কে জড়িয়েছেন জানতে পেরেই প্রতিশোধের জেদ মাথায় চাপে তাঁর।
গত ২ নভেম্বর জ্যাকবসের বাড়িতে আগুন লেগে যায়। সে সময় ওই বাড়িতে ছিলেন তার বর্তমান প্রেমিকা অ্যানাস্টাশিয়া স্টার ইটেইনও। নিছক দুর্ঘটনা নয়, তদন্ত শুরু করে জানতে পারে পুলিশ। এই অভিযোগেই গ্রেপ্তার করা হয় আলিয়াকে।
কোরিয়ান পপ গানের পাশাপাশি কোরিয়ান ড্রামা বা কে ড্রামা সারা বিশ্বে এখন দারুণ জনপ্রিয়। সেই সুবাদে সেখানকার নাটকের তারকারাও জুটিয়ে ফেলেছেন দুনিয়ার বিভিন্ন প্রান্তের ভক্ত।
গেল নভেম্বরে নিজ ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল কে ড্রামা জগতের মডেল ও অভিনেতা সং জে রিমের মরদেহ। তখন তার ভক্তরা বেশ কষ্ট পেয়েছিলেন। এবার চলে গেলেন কে ড্রামার আরেক জনপ্রিয় অভিনেতা পার্ক মিন জে।
কে ড্রামা জগতের একজন উঠতি তারকা ছিলেন পার্ক মিন। ‘টুমরো’, ‘লিটল উইমেন’, ‘কল ইট লাভ’, ‘দ্য কোরিয়া-খিতান ওয়ার’ এবং ‘মি. লি’ নামক কে ড্রামাগুলিতে অভিনয় করেছেন। আর তাতেই পরিচিত মুখ হয়ে উঠেছিলেন তিনি। মাত্র ৩২ বছর বয়সেই তার অকাল প্রয়াণে বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে।
তার মৃত্যুর মর্মান্তিক খবরটি প্রকাশ্যে এনেছে তার এজেন্সি। বিগ টাইটেল এবং কোরিয়ান মিডিয়া আউটলেটগুলি গত ২ ডিসেম্বর তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। রিপোর্টে বলা হয়েছে, অভিনেতা গত ২৯ নভেম্বর চীনে থাকাকালীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর কারণ হিসেবে কার্ডিয়াক অ্যারেস্ট বলা হয়েছে।
তার মৃত্যুর সংবাদের পরে অনলাইনে পোস্ট করা একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘পার্ক মিন জে একজন প্রতিভাবান অভিনেতা যিনি অভিনয়কে ভালোবাসতেন এবং সর্বদা তার সেরাটা দিয়েছিলেন। তিনি গত ২৯ নভেম্বর ইহলোক ত্যাগ করেন। পার্ক মিন জে-এর প্রতি আপনাদের ভালোবাসা এবং সমর্থনের জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ। আমরা তাকে আর অভিনয় করতে দেখতে পারবো না। আমরা গর্বিতভাবে তাকে বিগ টাইটেলের একজন অভিনেতা হিসাবে মনে রাখব। তার আত্মা শান্তি পাক।’
বিগ টাইটেলের সিইও হোয়াং জু-হে-ও অভিনেতার মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন। তাকে কোনদিনও ভুলবেন না বলে নিজের সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন।
পার্ক মিন জে-এর ছোট ভাইও অনলাইনে একটি হৃদয়গ্রাহী বার্তা শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘আমাদের প্রিয় ভাই চিরতরে বিশ্রামে চলে গেছেন। আমরা আশা করি যতটা সম্ভব মানুষ তাকে দেখতে আসবে। আমরা ব্যক্তিগতভাবে সবার সাথে যোগাযোগ করতে অক্ষম হওয়ায় আমরা আপনাদের সবাইকে পাশে থাকার অনুরোধ করছি।’
স্বাভাবিকভাবেই তার মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাকে স্মরণ করছেন। অনেকে কোরিয়ান বিনোদনে তার অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তার পরেই চার হাত এক হবে দক্ষিণ ভারতের জনপ্রিয় চিত্রনায়ক ও স্টার কিড নাগা চৈতন্য আর বলিউড অভিনেত্রী শোভিতা ধুলিপালার। বিয়েটি নানা কারণে বেশ চর্চিত। ফলে এই বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। তাইতো রয়েছে ডজন খানেক চমক।
হায়দরাবাদে পাত্রপক্ষের পারিবারিক স্টুডিওতে বসেছে এই জুটির বিয়ের আসর।
আগেই জানা গিয়েছিল, জাঁকজমক নয় বরং ঐতিহ্যবাহী রীতি মেনেই বিয়ে করতে চান চৈতন্য-শোভিতা। অতিথির তালিকাতেও থাকবেন শুধু আত্মীয় পরিজন এবং ঘনিষ্ট বন্ধু, সহকর্মীরা।
ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, তাদের বিয়েতে দেখা যেতে পারে দক্ষিনী তারকা চিরঞ্জীবী, নয়নতারা, রানা দাগ্গুবতী ও তাদের পরিবারকে। দেখা যেতে পারে ব্যডমিন্টন তারকা পিভি সিন্ধু ও তার পরিবারকেও। এছাড়াও উপস্থিত থাকতে পারেন রামচরণ-উপাসনা, মহেশবাবু-নম্রতা শিরোদকর দম্পতি। থাকতে পারেন এসএস রাজামৌলি এবং প্রভাসও।
জানা গেছে, ঠাকুরদার মতোই ঐতিহ্যবাহী ‘পঞ্চা’ পরে বিয়ে করতে যাবেন নাগা চৈতন্য। প্রথম বিয়ের মতো (জনপ্রিয় অভিনেত্রী সামান্থার সঙ্গে, যে বিয়েটি আর টেকেনি) এবার আর কোন এক্সপেরিমেন্টে যেতে চাইছেন না অভিনেতা। অন্যদিকে শোভিতাও বিয়ের দিন ঐতিহ্যবাহী শাড়িই পরবেন। সম্ভবত তিনি বেছে নেবেন আসল সোনার সুতোয় বোনা কাঞ্জিভরম শাড়ি। আর সঙ্গে থাকবে ঐহিত্যবাহী সোনার গয়না। এ ব্যাপারে দক্ষিণী স্টাইলকেই বেছে নিয়েছেন শোভিতা।
৮ ঘণ্টা ধরে সমস্ত রীতি মেনে নাগা ও শোভিতা বিয়ে করবেন বলে জানা গেছে। আর এই খবর প্রকাশ্যে আসতেই এই বিয়ের খুঁটিনাটি জানতে হন্যে হয়ে পড়েছে অনুরাগীরা।
তবে খুশির খবর, কড়া নিরাপত্তায় মোড়া এই বিয়ের আসরে পাপারাজ্জিদের ক্যামেরা ঢুকতে না পারলেও, নাগা-শোভিতার বিয়ে দেখতে পাবেন গোটা দুনিয়া। আর এই ব্যবস্থা করে দিয়েছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম! হ্যাঁ, ওটিটিতেই মুক্তি পাবে নাগা ও শোভিতার বিয়ের ভিডিও।
নেটফ্লিক্সের কাছে তাদের বিয়ের স্বত্ব ৫০ কোটি টাকায় বিক্রি হয়েছে বলে খবর! তবে এই খবর রটে গেলেও, নাগা ও শোভিতার পরিবারের তরফ থেকে নিশ্চিত করা হয়নি এই বিষয়টি।
গত রোববার সন্ধ্যায় মুম্বাইয়ে অনুষ্ঠিত হয় ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসের পঞ্চম আসর। আয়োজনে ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তি পাওয়া ২০২৪-এর ভারতীয় সিরিজ ও সিনেমার সেরাদের ৩৯টি ক্যাটাগরীতে পুরস্কার দেওয়া হয়।
বলিউডসহ ভারতের বিভিন্ন রাজ্যের তারকারা সেখানে অংশ নিয়েছেন। সেই সম্মানজনক মঞ্চেই দেখা যায় দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসানকেও।
এবারের আসরে জয়া আহসান মনোনয়ন না পেলেও তিনি আমন্ত্রিত ছিলেন। সেখানে বাংলাদেশের ঐতিহ্য ঢাকাইয়া জামদানি শাড়ি পরে হাজির হন জয়া।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড ২০২৪ এর কয়েকটি ছবি প্রকাশ করেন এই তারকা। সেই ছবি ঘিরে আলোচনা-সমালোচনা এখন তুঙ্গে। কারণ জয়া জামদানি শাড়িতে ধরা দিলেও তা পরার ধরনটি ছিলো একেবারেই আলাদা।
জয়া এবার ফিল্মফেয়ার ওটিটিতে একেবারে ওটিটি স্টাইল বা ওভার দ্য টপ আমেজেই নিজেকে মেলে ধরেছেন। তাইতো জামদানি তিনি ব্লাউজের উপরে না পরে জামদানির ওপরে ব্লাউজ পরেছেন। আর শাড়িটি ছিলো ধুতি স্টাইলে পেচিয়ে পরা, বক্ষ উন্মুক্ত। তার পুরো স্টাইলিংয়ে দেশিয় আমেজ রেখেছেন। ব্লাউজের জায়গায় বেছে নিয়েছেন তাগা নকশার শর্ট লেন্থ জ্যাকেট। হাতে পরেছেন কাপড় দিয়ে প্যাচানো মোটা কিছু চুড়ি। কোমরবন্দনীতে ঘুঙুর আর হাতের পাতা, বক্ষ লাইনে বাহারি টিপ বসানো। চুল বেধেছেন ফিউশট স্টাইলে। কানে লম্বা ঝোলানো দুল আবার কানে টানা দেওয়া নথ। উন্মুক্ত পায়ে আলতার আলতো ছোয়া! সব মিলিয়ে একেবারেই বৈচিত্র্যময় রূপে ধরা দিয়েছেন জয়া।
বিষয়টি নিয়ে হইচই হওয়ার আগেই জয়া নিজেই জানিয়ে দিয়েছেন কোন উদ্দেশ্য নিয়ে তিনি জামদানি এভাবে পরেছেন। তিনি ফেসবুকে ছবি শেয়ার করে লিখেছেন, ‘সবসময় আমার সাজ পোশাকের মাধ্যমে আমি যে সংস্কৃতি থেকে উঠে এসেছি তা উপস্থাপন করার চেষ্টা করি। অনেক দিন ধরে আমার পরিকল্পনা ছিল একটু অন্যরকম করে জামদানি শাড়ি পরব। আর তার জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের চেয়ে বড় মঞ্চ কী হতে পারে! এ আয়োজনে নামিদামি অনেক শিল্পীদের সঙ্গে দেখা হয়। আমাকে আবারও এমন সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ, ফিল্মফেয়ারকে।’
জানা গেছে, জয়ার এই শাড়ি তৈরি করতে প্রায় ৬ মাস লেগেছে। তবে এভাবে বক্ষ উন্মুক্ত স্টাইলে জামড়ানি পরাকে অনেকে প্রগ্রেসিভ মনে করলেও কেউ কেউ তা মেনে নিতে পারেননি। তারা তিব্র সমালোচনা করছেন জয়ার। এ প্রসঙ্গে অবশ্য জয়া এখনো মুখ খোলেননি।