খোলা চুলে পরনে লেহেঙ্গা আয়ুষ্মানের ‘ড্রিম গার্ল’ লুকে মুগ্ধ ভক্তরা
বাস্তবে লেডি কিলার কিন্তু চরিত্রের প্রয়োজনে তিনি হয়ে উঠতে পারেন লাখো পুরুষের স্বপ্ন সুন্দরী! আর এখানেই তো সবার চেয়ে আলাদা তিনি। চরিত্র নিয়ে কোনও আলাদা বাছবিচার নেই এই বলিউড নায়কের। ফের একবার পর্দায় নারীর বেশে ধরা দিলেন ‘ড্রিম গার্ল’ আয়ুষ্মান খুরানা। পূজা-রূপী আয়ুষ্মানকে দেখে মন্ত্রমুগ্ধ নেটিজেনরা।
২৫ জুলাই ছবি নতুন পোস্টার সামনে এসেছে ৷ যেখানে দেখা গেল আয়ুষ্মান খুরানার নয়া লুক ৷ ছবির যে পোস্টার সামনে এনেছেন নির্মাতারা তাতে একাধারে তিনি পুরুষ আর অন্যদিকে রয়েছেন নারী বেশে ৷
পোস্টারে দেখা গিয়েছে পূজা বেশী আয়ুষ্মানের মাথায় লম্বা পরচুলা, পরণে লেহেঙ্গা আর হাতে লিপস্টিক ৷ ছবিতে মূলত উঠে এসেছে একটি মেক-আপ রুমের দৃশ্য় ৷ সেখানে আয়নার একদিকে রয়েছেন নারীবেশী আয়ুষ্মান, অন্যদিকে তিনি রয়েছেন পুরুষ বেশেই ৷
'ড্রিম গার্ল ২' ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন একতা কাপুর এবং শোভা কাপুর ৷ ছবিটির নতুন পোস্টার শেয়ার করে আয়ুষ্মান এদিন লেখেন,"এতো শুধু প্রথম ঝলক ৷ যে কোনও জিনিসই বাস্তবের চেয়ে আয়নায় দেখতে বেশি ভালো লাগে ৷"
ছবিতে আয়ুষ্মান খুরানার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন অনন্যা পাণ্ডে ৷
ছবির প্রথম পর্বটি মুক্তি পেয়েছিল ২০১৯ সালে ৷ ব্যাপক জনপ্রিয়তা লাভ করে রাজীব শাণ্ডিল্য় পরিচালিত এই ছবি ৷ এবার তাঁর হাত ধরেই আসতে চলেছে ছবির নতুন অধ্যায় ৷
প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী ২৫ অগস্ট ৷ প্রথমে অবশ্য় কথা ছিল ৭ জুলাই মুক্তি পেতে পারে এই ছবি ৷ তবে পরে এই তারিখ বদল করে নির্মাতারা ৷
তবে আয়ুষ্মানের এই ছবির জন্য় যে অপেক্ষা করে রয়েছেন অনেকেই তা বলাই বাহুল্য ৷ অন্য়দিকে অনন্যাকেও প্রমাণ দিতে হবে তাঁর অভিনয় দক্ষতার ৷