ঢাকাই জামদানিতে শুভ্রতা ছড়ালেন কঙ্গনা

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

একটি সাদা জামদানি শাড়ি, সাথে একটি সাদা জ্যাকেট আর সবুজ পাথরের অলংকার পড়ে চমৎকারভাবে সেজে র‌্যাম্পে হাঁটলেন বলিউড কুইন কঙ্গনা রনাওত। এফডিসিআই এক্স ল্যাকমে ফ্যাশন সপ্তাহে খাদি ভারতের শো স্টপার হিসেবে উপস্থিত হন এই অভিনেত্রী।

৩৫তম জন্মদিন পালনের ঠিক একদিন পর এই বিশেষ উৎসবে অংশগ্রহণ করার উদ্দেশ্যে দিল্লিতে এসেছিলেন কঙ্গনা। বরাবরই তিনি স্থানীয়দের ব্যাপারে দীপ্তকন্ঠ থাকেন এবং ভারতীয় তাঁত ও বস্ত্রকে সমর্থন করেন।

বিজ্ঞাপন

৫টি বিশাল লেবেলের সমন্বয়ে সেজে উঠেছিল খাদি ইন্ডিয়া উৎসব। মোসি অভিষৈক গুপ্ত বেনারস, আনাভিলা, অঞ্জু মোদী, চারু পরাশর এবং রিনা প্রত্যেকে ভারতীয় তাঁতের মাধ্যমে তাদের স্বাক্ষর শৈলীকে জীবন্ত করে তুলেছেন। 

অনুষ্ঠান শেষে সবার উদ্দেশ্যে কঙ্গনা বলেন, ‘র‍্যাম্পে আবার ফিরে আসা এবং তা খাদির মতো বিশেষ কিছুর জন্য-এটি আসলেই আনন্দের ছিল। আমি সবসময় সমস্ত ভারতীয় কাপড়ের প্রচার করি। পুরো বিশ্ব এখন জৈব, ত্বক বান্ধব, পরিবেশ বান্ধব কাপড়কে অগ্রাধিকার দিচ্ছে। এগুলি আমাদের এশিয়ান কাপড়, যা হাজার হাজার বছর ধরে বিদ্যমান। প্রাক-ঐতিহাসিক সময়ে আমরা সারা বিশ্বে কাপড় সরবরাহ করতাম, এরুপ প্রমাণও আছে। আমরা যে পরিবেশ নিয়ে কথা বলি-সিন্থেটিক কাপড় তো সমুদ্রের জীবন, জল বা মাটির জন্য খুব খারাপ!’

বিজ্ঞাপন
ল্যাকমে ফ্যাশন উইকে ঢাকাই জামদানিতে কঙ্গনা

তিনি বলেন, ‘তরুণ হিসেবে এটি দেশের প্রতি আমাদের অবদান হওয়া উচিত। এইভাবে আমরা বিভিন্ন জিনিসে বৃহত্তর পরিসরে পরিবর্তন করতে পারেন। আপনি যখনই কিছু কিনবেন, নিশ্চিত করুন যে সেটি ভারতে তৈরি হয়েছে। খাদি আমাদের পরিচয় হওয়া উচিত। যে জামদানি শাড়িটি আমি আজ পরে আছি, ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। অদৃশ্য হয়ে যাচ্ছে। আমরাই হয়তো শেষ প্রজন্মের মানুষ, যারা এটা তৈরি করছে। এটি বাংলার একটি অতি সুন্দর বুনন। এই রকম আরও অনেক ধরনের কাপড় আছে যেগুলো হারিয়ে যাচ্ছে!’

তিনি আরও বলেন, ‘ব্যক্তিবিশেষে আমাদের অবশ্যই ভারত প্রচাররে উদ্দেশ্যে, ভারতীয় কাপড়ের প্রচার করতে হবে। এতে যে আমরা শুধু আমাদের উপকার করতে যাচ্ছি তা নয়! কারণ এটি সম্পূর্ণরূপে জৈবভাবে তৈরী এবং ইদানীং বিশ্ববাসীও এই দিকেই যাচ্ছে। আমরা অনেক লোককে কর্মসংস্থান দিতেও সামর্থ্য হবো। সুতরাং অনুগ্রহ করে এটি বিবেচনা করুন, এটি পৃথিবীর চেহারাও পরিবর্তন করতে সাহায্য করতে চলেছে।’