গোপনে বিয়ে করিনি : লিজা

  • মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

স্বামী সবুজ খন্দকারের সঙ্গে লিজা

স্বামী সবুজ খন্দকারের সঙ্গে লিজা

শোবিজে বেশ কিছুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল, জনপ্রিয় সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা বিয়ে করেছেন। বর্তমানে আরটিভির গানের রিয়েলিটি শো ‘ইয়ং স্টার’-এর প্রধান বিচারকের দায়িত্ব পালন করছেন লিজা। এই শো চলাকালে আবারও খবর ছড়ায়, বেশ কিছুদিন আগে চুপিসারে যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী সবুজ খন্দকারের সঙ্গে লিজা বিয়ের কাজটি সেরে ফেলেছেন। দেশের প্রথম সারির একটি গণমাধ্যম লিজার গোপনে বিয়ের খবর প্রকাশ করার পর তা সবার দৃষ্টি কাড়ে।

এ প্রসঙ্গে লিজার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বার্তা২৪.কমকে বলেন, ‘আমি মোটেই গোপনে বিয়ে করিনি। দুই পরিবারের সম্মতিতে দুই পরিবারের সদস্যের উপস্থিতিতে ঘরোয়া পরিবেশে গত বছরই যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী সবুজ খন্দকারের সঙ্গে আমার বিয়ে হয়। এ খবর আমার কাছের মানুষদের কাছেও লুকাইনি। কিন্তু ঘটা করে গণমাধ্যম কিংবা ভক্তদের জানানোর জন্য উপযুক্ত সময়ের অপেক্ষা করছিলাম। বড় করে বিয়ে করার সুযোগ হয়ে ওঠেনি। কারণ আমার স্বামী দেশের বাইরে থাকেন। কোভিডের পর তিনি বিয়ের মতো বড় কাজ করার জন্য যে সময় লাগে অতোটা সময় দেশে ছিলেন না। ফলে আমরা আর বিয়ের অনুষ্ঠান করতে পারিনি।’

বিজ্ঞাপন
স্বামী প্রবাসী ব্যবসায়ী সবুজ খন্দকারের সঙ্গে লিজা

লুকিয়ে বিয়ের খবর প্রসঙ্গে লিজা বলেন, ‘আমি খবরটি পড়েছি। আমার কাছে বেশ আপত্তিকর মনে হয়েছে। তারা আমার সঙ্গে কোন ধরনের যোগাযোগ করেনি। আমাকে প্রশ্ন করলে বিয়ের কথা লুকাতাম না। এবং আমার বিয়ের খবর দিতে গিয়ে তারা যেভাবে আমাদের অতীত ঘেটেছেন সেটি দেখে খবরটি উদ্দেশ্য প্রনোদিত মনে হয়েছে।’

এরপর সত্যি ঘটনা প্রকাশ করে খবর আসার পর সেই গণমাধ্যম তাদের পূর্বের নিউজটি সম্পাদনা করে প্রকাশ করেছে। 

বিজ্ঞাপন