আ. লীগের মনোনয়নপত্র নিলেন চিত্রনায়িকা শিমলা ও শিল্পী এস ডি রুবেল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে লড়তে দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন চিত্রনায়িকা শামসুন্নাহার শিমলা ও কন্ঠশিল্পী এস ডি রুবেল।
মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে তারা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
খুলনা বিভাগের মনোনয়ন ফরম বিতরণের দায়িত্বে থাকা কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তাক এ কথা জানান। তিনি বলেন, ঝিনাইদেহ-১ আসন থেকে লড়তে মনোনয়ন নিয়েছেন শামসুন্নাহার শিমলা।
এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা।
জানা যায়, গত তিন দিনে মোট ৩ হাজার ১৯টি মনোনয়নপত্র বিক্রি করেছে আওয়ামী লীগ। এতে মোট ১৫ কোটি ৯৫ লাখ টাকা আয় হয়েছে দলটির।
প্রথম দিনে শনিবার এক হাজার ৭৪টি মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। এতে দলটির আয় হয়েছে ৫ কোটি ৩৭ লাখ টাকা। দ্বিতীয় দিনে এক হাজার ২১২টি মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। এতে দলটির আয় হয়েছে ৬ কোটি ৬ লাখ টাকা। তৃতীয় দিন সোমবার (২০ নভেম্বর) ৭৩৩টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এতে দলটির আয় হয়েছে ৩ কোটি ৬৬ লাখ ৫০ হাজার টাকা।