বলিউড ২০১৮

ব্যবসাসফল ১০ ছবি আর বিতর্কিত-আলোচিত ঘটনা



বৃষ্টি শেখ খাদিজা, নিউজরুম এডিটর
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বলিউডে মিটু হ্যাশট্যাগ আন্দোলনের জন্য ২০১৮ সাল ছিল সবচেয়ে আলোচিত। নানা পাটেকারের বিরুদ্ধে তনুশ্রী দত্ত প্রথম যৌন হেনস্তার অভিযোগ তোলেন। এরপর একে একে মুখ খোলেন অনেকে। অভিযুক্তদের তালিকায় আছে বিকাশ বল, সাজিদ খান, আনু মালিক, অলোক নাথসহ অনেকে।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Dec/29/1546073264267.jpg

সঞ্জয়লীলা বানসালির ‘পদ্মাবত’ মুক্তি পেলে দীপিকা পাড়ুকোনের নাক কেটে নেওয়ার হুমকি দেয় কারনি সেনা। এ কারণে ভারতের সবখানে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ছবিটি মুক্তি পায়।

শ্রীদেবীর আকস্মিক বিদায়ে শোকে মুহ্যমান হয়ে পড়ে বলিউড। দুবাইয়ে পারিবারিক বিয়ের জন্য গিয়ে হোটেলের বাথটাবে ডুবে মৃত্যু হয় তার। ইরফান খানের অসুস্থতা ও সোনালি বেন্দ্রের ক্যান্সারে আক্রান্ত হওয়ায় উদ্বিগ্ন ছিল বলিউড।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Dec/29/1546073285047.jpg

সালমান খানের ‘ভারত’ ছবি থেকে প্রিয়াঙ্কা চোপড়ার সরে দাঁড়ানো তুমুল আলোচনা সৃষ্টি করে। অর্জুন রামপাল ও মেহের জেসিয়ার ২০ বছরের দাম্পত্য জীবনের ইতি হওয়ার খবরে হতবাক হয়েছেন অনেকে।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Dec/29/1546073300865.jpg

বিখ্যাত আরকে স্টুডিও বিক্রির সিদ্ধান্ত নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দেন রাজ কাপুরের দুই ছেলে রণধীর কাপুর ও ঋষি কাপুর। নাসিরুদ্দিন শাহকে ভারতের একজন রাজনীতিবিদ করাচি পাঠিয়ে দেওয়ার হুমকি দেওয়ায় সমালোচনার ঝড় ওঠে। এ ঘটনায় নিরাপত্তাহীনতার আতঙ্কে আছেন তিনি।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Dec/29/1546073368060.jpg

সবচেয়ে ব্যবসাসফল ১০ ছবি
* সঞ্জু (৩৪১ কোটি ২২ লাখ রুপি)
* পদ্মাবত (৩০০ কোটি রুপি)
* টু পয়েন্ট জিরো (১৮৮ কোটি রুপি)
* রেস থ্রি (১৬৯ কোটি রুপি)
* বাঘি টু (১৬৫ কোটি রুপি)
* থাগস অব হিন্দোস্তান (১৪৫ কোটি ২৯ লাখ রুপি)
* বাধাই হো (১৩৬ কোটি ৮০ লাখ রুপি)
* স্ত্রী (১২৯ কোটি ২১ লাখ রুপি)
* রাজি (১২৩ কোটি ১৭ লাখ রুপি)
* সনু কে টিটু কি সুইটি (১০৮ কোটি ৭১ লাখ রুপি)

অপ্রত্যাশিত সাফল্য
অন্ধধুন, বাধাই হো, স্ত্রী, রাজি, সত্যমেভ জয়তে, বীরে ডি ওয়েডিং, পরমাণু: দ্য স্টোরি অব পোখরান, হিচকি, রেইড, সনু কে টিটু কি সুইটি।

প্রশংসিত
গোল্ড, সুঁই ধাগা: মেড ইন ইন্ডিয়া, সুরমা, কারওয়ান, মূল্ক, হান্ড্রেড টু নটআউট, কালাকান্দি, মুক্কেবাজ, পরী, অক্টোবর।

ফ্লপ
থাগস অব হিন্দোস্তান, জিরো, ভাইয়াজি সুপারহিট, হেলিকপ্টার ইলা, লাভযাত্রী, পটাখা, বাট্টি গুল মিটার চালু, মনমার্জিয়া, পল্টন, ইয়ামলা পাগলা দিওয়ানা ফির সে, হ্যাপি ফির ভাগ জায়েগি, ফান্নে খান, সাহেব বিবি অউর গ্যাংস্টার থ্রি, ভবেশ জোশি সুপারহিরো, জিনিয়াস, নমস্তে ইংল্যান্ড, আইয়ারি, ব্ল্যাকমেইল, হেট স্টোরি ফোর, ১৯২১।

গুগল সার্চে শীর্ষ ১০ ছবি
টু পয়েন্ট জিরো, বাঘি টু, রেস থ্রি, অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার, টাইগার জিন্দা হ্যায়, সঞ্জু, পদ্মাবত, ব্ল্যাক প্যান্থার, ধাড়াক, ডেডপুল টু।

অভিষেক
জানভি কাপুর (ধাড়াক), সারা আলি খান (কেদারনাথ, সিম্বা), মৌনি রয় (গোল্ড), ঈশান খাত্তার (বিয়ন্ড দ্য ক্লাউডস, ধাড়াক), আয়ুশ শর্মা ও ওয়ারিনা হুসেন (লাভযাত্রী), রোহান মেহরা (বাজার), উৎকর্ষ চৌহান (জিনিয়াস), আয়শা শর্মা (সত্যমেভ জয়তে), বানিতা সান্ধু (অক্টোবর), জাসসি গিল (হ্যাপি ফির ভাগ জায়েগি), রাধিকা মদন (পটাখা), লাভ সোনিয়া (ম্রুনাল ঠাকুর), মিথিলা পালকার (কারওয়ান), দুলকার সালমান (কারওয়ান)।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Dec/29/1546073835873.jpg

বিয়ে
প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাস (১ ও ২ ডিসেম্বর), দীপিকা পাড়ুকোন-রণবীর সিং (১৪ ও ১৫ নভেম্বর), সোনম কাপুর-আনন্দ আহুজা (৮ মে), নেহা ধুপিয়া-অঙ্গদ বেদি (১০ মে), কপিল শর্মা-গিন্নি ছাত্রাত (১৩ ডিসেম্বর), ইশা আম্বানি-আনন্দ পিরামল (১২ ডিসেম্বর), সায়না নেহওয়াল-পারুপালি কাশ্যাপ (১৫ ডিসেম্বর), মিলিন্দ সোমন-অঙ্কিতা কোনওয়ার (২২ এপ্রিল), শ্বেতা বসু প্রসাদ-রোহিত মিত্তাল (১৩ ডিসেম্বর), শ্রিয়া স্মরণ-আন্দ্রেই কোশিভ (১২ মার্চ), মহাক্ষয় চক্রবর্তী-মাদালসা শর্মা (১০ জুলাই), হিমেশ রেশমিয়া-সোনিয়া কাপুর (১১ মে), অঙ্কিত তিওয়ারি-পল্লবী শুক্লা (২৩ ফেব্রুয়ারি), দীনেশ বিজন-প্রমিতা তানওয়ার (১৩ নভেম্বর), দীপিকা কাকার-শোয়েব ইব্রাহিম (ফেব্রুয়ারি), রঘু রাম-নাটালি ডি লুচ্চিও (১২ ডিসেম্বর), রোচেল রাও-কিথ সেকিরা (৫ মার্চ), যুবিকা চৌধুরী-প্রিন্স নারুলা (অক্টোবর), সুমিত বিয়াস-একতা কৌল (১৫ সেপ্টেম্বর), রুবিনা দিলায়েক-অভিনব শুক্লা (২১ জুন), গৌরব চোপড়া-হিতিশা (ফেব্রুয়ারি), গৌতম রোডে-পাংখুড়ি আওয়াস্তি (ফেব্রুয়ারি)।

আলোচিত প্রেম
রণবীর কাপুর-আলিয়া ভাট, মালাইকা অরোরা-অর্জুন কাপুর, আরবাজ খান-জিওর্জিয়া আন্ড্রিয়ানি, ফারহান আখতার-শিবানি দান্ডেকার, অর্জুন রামপাল-গ্যাব্রিয়েল দেমেত্রিয়াদস, আলি ফজল-রিচা চাড্ডা, কিম শর্মা-হর্ষবর্ধন রানে।

বাবা-মা
অভিষেক কাপুর-প্রাগেয়া (শমসের), সানি লিওন-ড্যানিয়েল ওয়েবার (আসের সিং ওয়েবার ও নোয়াহ সিং ওয়েবার), শহিদ কাপুর-মীরা রাজপুত (জাইন কাপুর), নেহা ধুপিয়া-অঙ্গদ বেদি (মেহের ধুপিয়া বেদি), শ্রেয়াস তালপাড়ে-দীপ্তি (আদিয়া), গুল পানাং-ঋষি আট্টারি (নিহাল), সুনিধি চৌহান-রিতেশ সোনিক (ত্যাগ)।

মৃত্যু
অভিনেত্রী শ্রীদেবী (২৪ ফেব্রুয়ারি), অভিনেত্রী সুজাতা কুমার (১৯ আগস্ট), টিভি সিরিয়ালের অভিনেতা নরেন্দ্র ঝা (১৪ মার্চ), নার্গিস রাবাদি শাম্মী (৬ মার্চ), রিতা ভাদুড়ি (১৭ জুলাই), শ্রীবল্লভ বিয়াস (৭ জানুয়ারি), কৃষ্ণা রাজ কাপুর (১ অক্টোবর), কল্পনা লাজমি (২৩ সেপ্টেম্বর), গীতা কাপুর (২৬ মে), আভা মুখার্জি (১৫ জানুয়ারি), কবি কুমার আজাদ (৯ জুলাই), গায়ক মোহাম্মদ আজিজ (২৭ নভেম্বর), পাকিস্তানি গায়িকা-অভিনেত্রী রেশমা (৩১ জুলাই)।

   

হীরামান্ডির ‘আলমজেব’-এর পাশে দাঁড়ালেন রিচা



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
হীরামন্ডি সিরিজে রিচা চাড্ডা ও শারমিন সেহগাল

হীরামন্ডি সিরিজে রিচা চাড্ডা ও শারমিন সেহগাল

  • Font increase
  • Font Decrease

বড়পর্দার রূপালী মায়া কাটিয়ে ওটিটি জগতে এলেন খ্যাতিমান নির্মাতা সঞ্জয়লীলা বানসালি। তার প্রথম ওয়েব সিরিজ ‘হীরামান্ডি : দ্য ডায়মন্ড বাজার’ মুক্তির পর থেকেই আলোচনায়। বিশাল আয়োজনে নির্মিত এই সিরিজ দর্শকের মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে। তবে নেটফ্লিক্সে এটি বিপুল সাড়া পাচ্ছে।

‘হীরামান্ডি’র যে দিকটি নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা-নিন্দা হচ্ছে, তা হলো আলমজেব চরিত্র। এই চরিত্রে শারমিন সেহগালের অভিনয় দর্শকের মন জয় করতে ব্যর্থ হয়েছে। শারমিনের অভিনয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা হচ্ছে। এমনকি তাকে কাস্ট করার কারণে বানসালির বিরুদ্ধে ‘স্বজনপোষণ’র অভিযোগও তুলছে নেটিজেনরা। কারণ তিনি শারমিনের মামা।

মামা-ভাগ্নি সঞ্জয়লীলা বানসালি ও শারমিন সেহগাল

এবার নিন্দায় বিপর্যস্ত শারমিনের পাশে দাঁড়ালেন এই সিরিজেরই সহ-অভিনেত্রী রিচা চাড্ডা। ‘হীরামান্ডি’তে রিচার অভিনয় দারুণ প্রশংসা কুড়াচ্ছে। এমন সময় সাধারনত তারকারা এদিক সেদিক তাকান না। নিজের সফলতা উপভোগ করেন। বিপাকে জড়িয়ে নিজের দিকে সমালোচনার তীর আসুক সেটা তারা একেবারেই চান না। তবে রিচা বরাবরই আলাদা। তিনি স্পষ্ট ভাষায় কথা বলতে পছন্দ করেন। নিজের অনুভূতি কোন কিছুর চাপে দমিয়ে রাখার পাত্রী তিনি নন। এর আগেও রিচা তার ‘সর্বজিৎ’ সিনেমার কো আর্টিস্ট ঐশ্বরিয়া রাইয়ের সমালোচনার মোক্ষম জবাব দিয়েছিলেন। তার সেই জবাব রীতিমতো ভাইরাল হয়।

 হীরামন্ডি সিরিজে লাজ্জো চরিত্রে অনবদ্য অভিনয় ও নাচ পরিবেশন করেছেন রিচা

এবার হীরামন্ডি সিরিজের ‘আলমজেব’ চরিত্রের শারমিককে নিয়ে এক সাক্ষাৎকারে রিচা বলেন, ‘সত্যি বলতে, এটা (সমালোচনা করা) দর্শকের অধিকার। তারা সিরিজটি পছন্দ করতে পারে, অপছন্দও করতে পারে। কারও অভিনয় ভালো লাগবে, আবার কারও কাজ ভালো লাগবে না। কিন্তু এই সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ যেভাবে ট্রল করে, মিম বানায়, নিন্দা করে; আমার মতে এটা সবার জন্যই ক্ষতিকর। কারও প্রতি নির্দয় হওয়া উচিত নয়, কারণ আগামীকাল এমন কিছু আপনার সঙ্গেও ঘটতে পারে। এবং হ্যাঁ, প্রত্যেকেই মানুষ।’

মা হতে যাচ্ছেন রিচা। তার স্বামী বলিউড অভিনেতা আলী ফজল

‘হীরামান্ডি’ নির্মিত হয়েছে ১৯৪০-এর দশকের প্রেক্ষাপটে। তখন লাহোরে হীরামান্ডি নামের এলাকায় বাইজিপাড়া ছিল। সেখানকার ছয় বাইজিকে ঘিরেই এগিয়েছে সিরিজের গল্প। এর মধ্য দিয়ে উঠে এসেছে ভারতের ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রসঙ্গ। সিরিজটিতে আরও আছেন মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, সানজিদা শেখ, ফারদিন খান, শেখর সুমন, ফরিদা জালার প্রমুখ।

তথ্যসূত্র : বলিউড হাঙ্গামা

;

জয়িতার টেগর’স টেল-এ বুঁদ সাধারণ থেকে তারকা



মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
একক সংগীতানুষ্ঠান ‘‘টেগর’স টেল’’-এ গাইছেন জয়িতা

একক সংগীতানুষ্ঠান ‘‘টেগর’স টেল’’-এ গাইছেন জয়িতা

  • Font increase
  • Font Decrease

একজন স্কুল জীবনের বন্ধুর অনুভূতি দিয়ে শুরু করা যাক। মারুফা আজিজ উপমা লিখেছেন, ‘সেই স্কুল জীবন থেকে তোর গান শুনে আসছি, কিন্তু এবারের গান অন্যরকম ভালো লাগার। কারণ এবার তোর একক সংগীত সন্ধ্যায় ছিলাম আমরা। প্রতিটা মুহূর্তে আন্টিকে (প্রখ্যাত রবীন্দ্র সংগীতশিল্পী শিল্পী মিতা হক) মিস করেছি, মাঝে মাঝে দেখে মনে হচ্ছিল আন্টিই গাইছেন। গর্বিত বাবা-মায়ের গর্বিত সন্তান।’

কথাগুলো যাকে নিয়ে লেখা হয়েছে তিনি ফারহিন খান জয়িতা। তরুণ প্রজন্মের রবীন্দ্র সংগীতশিল্পী। যাকে এ প্রজন্মের অন্যতম মেধাবী রবীন্দ্র সংগীতশিল্পী বলে মনে করেন কিংবদন্তি অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা!

ফারহিন খান জয়িতা

জয়িতার আরেকটি পরিচয় আছে। তিনি একুশে পদকপ্রাপ্ত প্রয়াত রবীন্দ্র সংগীতশিল্পী ও শিক্ষক মিতা হক এবং মঞ্চ নাটকের যুবরাজ’খ্যাত খালেদ খানের একমাত্র কন্যা।

গত ১৭ মে ছুটির দিনে রাত ৮টা থেকে বনানীর যাত্রা বিরতির নতুন ঠিকানায় জয়িতার একক সংগীত সন্ধ্যা ‘টেগর’স টেলস’। সেই অনুষ্ঠান দেখতে টিকেট কেটে হাজির হন অনেকেই। তারমধ্যে শোবিজ তারকারাও ছিলেন।

এক ঘন্টা ৪৫ মিনিট জয়িতা একে একে গেয়ে গেলেন বাল্মীকি প্রতিভা, মায়ার খেলা, প্রেম পর্যায়ের গানগুলো।

অনুষ্ঠানে এক ফ্রেমে জয়িতা, তার স্বামী শাহিদ মুস্তাফিজ, অভিনেত্রী নাজনিন হাসান চুমকী, নাদিয়া আহমেদ ও তার মা

গান শুনতে গিয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নাজনিন হাসান চুমকী। নিজের অনুভূতির কথা সোশ্যাল লিখেছেন এভাবে, ‘গত সন্ধ্যায় জয়িতার কণ্ঠে রবীন্দ্র সংগীতে বুঁদ হয়ে ছিলাম। জয়িতা সোনা, তোমার কণ্ঠে মধু আছে। আর উচ্চারণ, তোমার কাছ থেকে অনেক শেখার আছে। তুমি অতুলনীয়। তোমার জন্য শুভকামনা সকল সময়।’

জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া আহমেদ অনুষ্ঠান শেষে ছোট ছোট কিছু ভিডিও ক্লিপিং শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আমাদের জয়িতা। মিতা আপার সুযোগ্য কন্যা জয়িতা। ওকে নতুন করে পরিচয় করিয়ে দেবার কিংবা ওকে নিয়ে বলবার কিছু নেই। শুধু বলবো, আজকে গান থেকে শুরু করে কয়েক লাইন আবৃত্তি এক অসাধারন মুগ্ধতার সন্ধ্যা কাটলো। যারা রবীন্দ্রপ্রেমী তাদের জন্য একটু শেয়ার করলাম। জয়িতা তুই একটা ভালবাসা।’

জয়িতার সঙ্গে সেমন্তী মঞ্জুরী ও তার স্বামী

নিজে রবীন্দ্র সংগীতশিল্পী হয়ে আরেকজন রবীন্দ্র সংগীতশিল্পীকে নিয়ে সেমন্তী মঞ্জুরী লিখেছেন, ‘অনেকদিন পর দিদির এতগুলো গান শুনলাম! আনন্দঘন সময় কাটলো। গান তো ভালো বলতেই হয়। তবে আবৃত্তি শুনে বার বার মামার (জয়িতার বাবা অভিনেতা খালেন খান) চেহারাটা চোখের সামনে ভেসে উঠছিল। লাভ ইউ জয়িতা দিদি।’

মেধাবী নির্মাতা কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় লিখেছেন, ‘কি অনবদ্য এক ঘন্টা পয়তাল্লিশ মিনিট কাটালাম! জয়িতা দোস্ত, তুমি সবার হৃদয় হরণ করেছ। তোমার গায়কী এবং গান নির্বাচন ছিলো এক কথায় পারফেক্ট। তুমি তো বটেই, তোমার যন্ত্রশিল্পীরাও অসাধারন পারফরমেন্স করেছেন গত রাতে। গান, নাচ, কবিতা সব মিলিয়ে অদ্ভূত সুন্দর একটা আবহ তৈরী হয়েছিলো। প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি আমি। এ ধরনের পরিবেশনা তোমার আরও বেশি বেশি করা উচিত।’

একক সংগীতানুষ্ঠান ‘‘টেগর’স টেল’’-এ অনবদ্য পরিবেশনা ছিল জয়িতার

শুধু এই তারকারাই নন, জয়িতার ফেসবুক জুড়ে আরও নানা পেশা, নানা বয়সের দর্শকের প্রশংসা বার্তা ছড়িয়ে আছে। টিকেট শেষ হয়ে যাওয়ায় দুঃখ প্রকাশ করে জয়িতা আগের দিনই জানিয়েছেন, শিগগির আবার ফিরবেন এরকম আয়োজন নিয়ে।

;

ডিএ তায়েবকে তীক্ষ্ণ জবাব নিপুণের, নেবেন আইনি ব্যবস্থাও!



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
নিপুণ ও ডিএ তায়েব

নিপুণ ও ডিএ তায়েব

  • Font increase
  • Font Decrease

এবারের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন সুষ্ঠুভাবে শেষ হয়েছে এমনটাই মনে করছিলেন সবাই। অল্প কিছু ভোটে জনপ্রিয় চিত্রনায়িকা নিপুণ হেরে যান খল নায়ক ডিপজলের কাছে। তখন তিনি বলেছিলেন, আমার অনেকগুলো ভোট নষ্ট হয়েছে। নয়ত ফলাফল ভিন্ন হতে পারতো। তারপরও নিপুণ পরাজয় মেনে নিয়ে মিশ-ডিপজল প্যানেলকে বিজয়ের মালা দিয়ে শুভেচ্ছা জানান।

তবে সেই নির্বাচনে এক মাস যেতে না যেতেই বর্তমান কমিটির বিরুদ্ধে অভিযোগ এনে আদালতে রিট করেন নিপুণ আক্তার। নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে এই ঘটনা তদন্তে কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। পাশাপাশি নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে। এরপরই শুরু হয় পক্ষে বিপক্ষে তর্ক-বিতর্ক।

শিল্পী সমিতির সহ-সভাপতি পদে জয়ী হওয়ায় ডিএ তায়েবকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন এক সহকর্মী

এরমধ্যে গেল বৃহস্পতিবার সমিতির কার্যকরী সভা শেষে বর্তমান কমিটির সহ-সভাপতি চিত্রনায়ক ডিএ তায়েব জানান, নিপুণের সদস্য পদ বাতিল হতে পারে। গণমাধ্যমে সংগঠনের সাধারণ সম্পাদককে নিয়ে বাজে মন্তব্য করেছেন তিনি। তার সদস্যপদ কেন বাতিল করা হবে না, সেটি জানতে চেয়ে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান কমিটি।

নিপুণ এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তার একমাত্র কন্যার কনভোকেশনে অংশ নিতে দেখা গেছে এই নায়িকাকে। তবে নিজের সদস্য পদ বাতিল হতে পারে এমন খবর ঠিকই তার কানে গেছে। আর তা শুনে মুখও খুললেন নিপুণ। তিনি বলেন, সদস্যপদের সঙ্গে কোর্টের কোনো সম্পর্ক নেই। রিট যেহেতু করেছি, ওনাদের কোর্টে আসতেই হবে। আর তিনি যদি সদস্যপদ খারিজ করতেই চায়, তাহলে সেটার জন্যও কোর্ট রয়েছে। দেশে তো আইন রয়েছে।

একমাত্র কন্যার কনভোকেশনে অংশ নিতে নিপুণ এখন যুক্তরাষ্ট্রে

ডিএ তায়েবের মন্তব্যের জবাবে নিপুণ বলেন, ডিএ তায়েবের মতো একদমই ফ্রি লোক না আমি। তিনি কি অভিনেতা? একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা? তার কোনো সিনেমা ব্লকবাস্টার? তিনি কি বাংলাদেশি চলচ্চিত্র অঙ্গনে নিজের নাম নক্ষত্রের সঙ্গে লিখেছেন? তার কাছে আমার প্রশ্ন রইল। আর তিনি আমাকে নিয়ে বলেছেন, আমার নাকি মানসিক সমস্যা রয়েছে। সেটার জন্য আমি দেশে আসার পর তার নামে সাইবার ক্রাইমে মামলা করব।

;

কানের রেড কার্পেটে এবার চার নায়িকাকে নিয়ে হাজির ভাবনা!



মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
কান চলচ্চিত্র উৎসবে ভাবনা

কান চলচ্চিত্র উৎসবে ভাবনা

  • Font increase
  • Font Decrease

অভিনেত্রী ও নৃত্যশিল্পী আশনা হাবিব ভাবনা জানেন কিভাবে তার প্রথম কান যাত্রা অর্থবহ করা যায়। তাই সিনেমা দেখা, বিশ্বের বিভন্ন দেশের চলচ্চিত্রকার ও তারকাদের সঙ্গে কথা বলাসহ নিজের পোশাকেও রেখেছেন বুদ্ধিদীপ্ততা।

কান চলচ্চিত্র উৎসবে ভাবনা / ছবি : ফেসবুক

তার প্রতিদিনের পোশাক আলাদা আলাদা কারণে স্পেশ্যাল হয়ে উঠেছে। প্রথম দিন তিনি হাজির হন আন্তর্জাতিক তারকাদের মতো লম্বা টেলওয়ালা গাউনে। এর পরদিন ঢাকার কাক’কে পোশাকে উপস্থাপন করেন। তৃতীয় ঢাকাই জামদানির সঙ্গে রিকশা পেইন্টের মোটিফে তৈরী ব্লাউজ পরে নজর কাড়েন। এর পরদিন তিনি বেছে নেন দেশিয় বেনারসি শাড়ি কেটে তৈরী ভিন্নধর্মী গাউন।

কান চলচ্চিত্র উৎসবে ভাবনা / ছবি : ফেসবুক

আর আজ প্রকাশ হয়েছে ভাবনার কান উৎসবের পঞ্চম দিনের সাজ। এটিও একটি বিশেষ কারণে নেটিজেনদের আগ্রহ কেড়ে নিয়েছে। ভাবনা এবার কালো অলসোল্ডার গাউনে হাজির হয়েছেন রেড কার্পেটে। পোশাকের কাটিং-প্যাটার্ণে আলাদা স্বকীয়তা না থাকলে নজর কেড়েছে পোশাকের দামান অংশের কাজ।

কান চলচ্চিত্র উৎসবে ভাবনা / ছবি : ফেসবুক

সেখানে ফুলেল নকশার মাঝে মাঝে স্টোন দিয়ে কিছু লেখা চোখে পড়ছে। একটু ভালো করে খেয়াল করলেই দেখা যাবে তাতে লেখা চারটি নাম- ববিতা, সুর্বণা (সুবর্ণা মুস্তাফা), মেরিল স্ট্রিপ ও অড্রে হেপবার্ন।

কান চলচ্চিত্র উৎসবে ভাবনা / ছবি : ফেসবুক

এই নাম চারটি নিয়ে আলাদা করে বুঝিয়ে বলার কিছুই নেই। সিনেমাপ্রেমী প্রত্যেকে এই চারটি নামের সঙ্গে বহুকাল ধরে পরিচিতি। এমনকি চারজনই সবার প্রিয় নারী তারকা। দুজন বাংলাদেশের, দুজন হলিউডের।

কান চলচ্চিত্র উৎসবে ভাবনা / ছবি : ফেসবুক

এই চারজন ভাবনারও খুব প্রিয় অভিনেত্রী। তাই তাদের সম্মান দেখানোর জন্যই কানের মতো প্রসিদ্ধ মঞ্চে ভাবনা তার পোশাকে নামগুলো খোদাই করেছেন। পোশাকটি ডিজাইন করে দিয়েছেন তার ছোট বোন অদিতি।

;