বাংলাদেশে মিউজিক ট্রেন্ডিংয়ে শীর্ষে কলরবের ‘আলিফুন বা’

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বাংলাদেশে মিউজিক ট্রেন্ডিংয়ে শীর্ষে কলরবের ‘আলিফুন’

বাংলাদেশে মিউজিক ট্রেন্ডিংয়ে শীর্ষে কলরবের ‘আলিফুন’

আরবি বর্ণমালা ‘আলিফ, বা, তা, ছা’ নিয়ে আরবি সংগীত 'আলিফুন বা' সারা বিশ্বে জনপ্রিয় একটি শিশুতোষ সংগীত। আরবি এই সঙ্গীতটি শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। এই সংগীতের সুরে সুরে আরবি হরফগুলো পড়াচ্ছেন- এমন একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে এখনো ভেসে বেড়াচ্ছে। এবার সেই সুরেই সুর মেলালেন দেশের অন্যতম জনপ্রিয় ইসলামী সংগীত-শিল্পী মুহাম্মদ বদরুজ্জামান, সাইফুল্লাহ নুর ও কলরবের শিশুশিল্পীরা।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) পর্যন্ত প্রকাশিত এই সংগীতটি কেবল ইউটিউবেই দুই মিলিয়ন ভিউ অতিক্রম করে বাংলাদেশের মিউজিক ট্রেন্ডে টানা চারদিন ধরে শীর্ষে অবস্থান করছে। চারদিন ধরে টানা মিউজিক ট্রেন্ডে শীর্ষে থাকার ধারাবাহিকতাও কোনো সংগীতের ক্ষেত্রে প্রথম।

বিজ্ঞাপন

ইউটিউবের হলি টিউন চ্যানেলে গত ২৩ নভেম্বর সংগীতটি শ্রোতাদের জন্য উন্মুক্ত করা হয়। পাশাপাশি উন্মুক্ত করা হয় হলি টিউনের ভেরিফাইড ফেসবুক পেজেও। সংগীতের ভিডিওতে দেখা যায়- একঝাঁক কচিকাঁচা বালক-বালিকাকে সুরে সুরে ‘আলিফুন বা, তাউন ছা’ শেখাচ্ছেন কলরবের শিল্পী মুহাম্মদ বদরুজ্জামান। সঙ্গীতে ‘শিক্ষক-শিক্ষার্থীদের’ সাদাশুভ্র পোশাক ও মিষ্টি কণ্ঠ অসংখ্য মানুষের হৃদয় ছুঁয়েছে।

জনপ্রিয় আরবি এই সংগীতটি ফের কেন গাইলেন- এমন প্রশ্নের জবাবে মুহাম্মদ বদরুজ্জামান বলেন, আমরা বেশ আগেই এটি শুনেছি। সম্প্রতি এর একটি মিউজিক ভার্সন নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শিশুরা এটি খুবই পছন্দ করেছে। আর আমাদের দেশে প্রায় সব শিশুই শৈশবে আরবি শেখে। এ গানটি আরবি বর্ণমালা শেখার ক্ষেত্রে তাদের আগ্রহী করে তোলে। তাই আমাদের শ্রোতাদের অনুরোধ ছিল, আমরা যেন শিক্ষণীয় সুন্দর ভিডিওসহ এটির বাদ্যহীন একটি ভার্সন তৈরি করি। সে চাওয়া থেকেই মূলত আমরা ‘আলিফুন বা’র মিউজিক ভিডিও তৈরির উদ্যোগ নিই।

বিজ্ঞাপন

মূল আরবি সঙ্গীতটির মধ্যে কলরব কিছু বাংলা কথামালাও সংযুক্ত করেছে। এ প্রসঙ্গে মুহাম্মদ বদরুজ্জামানের ভাষ্য- আমাদের এ ভিডিও যেহেতু বাংলা ভাষাভাষী শিশুরা বেশি দেখবে, তাই এতে আরবি ভাষার গুরুত্ব বোঝাতে বাংলা লিরিক সংযুক্ত করেছি। এতে করে আমাদের আয়োজনটি হয়েছে অন্যদের চেয়ে আলাদা এবং এজন্য মানুষ মূল সঙ্গীতটির পাশাপাশি এটিকেও বেশ ভালোভাসে গ্রহণ করে নিয়েছে।

জনপ্রিয় এই সঙ্গীতটির ভিডিও বানিয়েছেন, তরুণ নির্মাতা ফারুক তাহির। অডিও সাউন্ড ডিজাইনে ছিলেন খিজির মুহাম্মদ এবং বাংলা অংশের লিরিক ও টিউন সংযুক্ত করেছেন মুহাম্মদ বদরুজ্জামান।