রুনা লিখলেন, একজন তার প্রেমে-পড়ে পাগল হয়ে গেলো প্রায়

  • মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

দাফন সিনেমার কুলসুম চরিত্রে রুনা খান

দাফন সিনেমার কুলসুম চরিত্রে রুনা খান

নতুন ছবির খবর জানালেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান। একটু আগে ফেসবুকে বেশকিছু ছবি প্রকাশের মাধ্যমে রুনা জানান তার নতুন সিনেমার নাম ‘দাফন’। এটি পরিচালনা করছেন কৌশিক শংকর দাশ। আর এই সিনেমায় রুনার চরিত্রের নাম কুলসুম।

বিজ্ঞাপন

কুলসুম চরিত্রেরই বেশকিছু ছবি পোস্ট করেছেন রুনা। তাতে দেখা যায়, হলুদ সুতি সালোয়ার-কামিজ পরা রুনা। এই ছবিগুলো রুনার সাম্প্রতিক ফটোশ্যুটের অন্য ছবিগুলো থেকে একেবারেই আলাদা। এই সিনেমায় একেবারেই ছিমছাম পাশের বাড়ির মেয়ের ভূমিকায় দেখা যাবে এই মেধাবী অভিনেত্রীকে। হাতভর্তি কাচের চুড়ি পরা মেয়েটিকে দেখে প্রেমে পড়তে ইচ্ছে হয়।

বিজ্ঞাপন

ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে রুনা সে কথাই লিখেছেন,

‘একজন তার প্রেমে-পড়ে পাগল হয়ে গেলো প্রায়!

তারপর একদিন কুলসুমও তার প্রেমে সাড়া দিলো..

ফুটলো ফুলের মতন..

হলদে অলকানন্দা যেমন..!

“দাফন”
যে জীবন সিনেমা অথবা সত্যি..!

 

‘দাফন’ ছাড়াও রুনা খান অভিনীত ওয়েব ফিল্ম ‘অসময়’, ‘শোধ’ ও পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘বক’ রয়েছে মুক্তির অপেক্ষায়। নতুন কাজগুলো নিয়ে তিনি বলেন, ‘নির্মাতা কাজল আরিফিন অমির ‘অসময়’র কাজ শেষ করেছি। এটি বঙ্গ বিডিতে মুক্তি পাবে। শাহরিয়ার নাজিম জয়ের ‘শোধ’ খুব কাছাকাছি সময় আইস্ক্রিনে মুক্তি পাবে। মাসুদ পথিকের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বক’র শুটিং শেষ। এছাড়া কৌশিক শংকর দাস পরিচালিত নারী প্রধান সিনেমা ‘দাফন’ সিনেমারও শুটিং শেষ করেছি। এই তো।’

নাটকে খুব কম কাজ করেন। কারণ কি? জানতে চাইলে তিনি বলেন, ‘নাটক, ওটিটি কিংবা সিনেমা- এই তিনটাকে আমি আলাদাভাবে দেখি না। আমি দেখি অভিনয়। আমার কাছে গল্প, চরিত্র ও পরিচালক ভালো মনে হলে কাজ করি। সেটা যে মাধ্যমেই হোক। নাটকে সেরকম গল্প-চরিত্র পাইনি তাই কাজ করিনি। নাটক করছিনা বা করবোনা সেরকম বিষয় আমার একেবারেই নেই।’

বছর প্রায় শেষ। এ বছরের প্রাপ্তি-অপ্রাপ্তির প্রসঙ্গে তুললে তিনি বলেন, ‘প্রাপ্তি অপ্রাপ্তি কি এতো ঠুনকো বিষয়? ধরুন, এ বছর আমি তিনটি কাজ করেছি তাতেই আমার প্রাপ্তি হয়ে গেলো? আবার আমি একটিও কাজ করিনি, তাতে কি আমার অপ্রাপ্তি হয়ে গেল? কতো বেশি কাজ হল কি হল না তাতেই কি জীবনের প্রাপ্তি-অপ্রাপ্তি হয়ে যায়? এতো সোজা?’