বর-কনের ছবিতে কৃতি-পুলকিতের বিয়ের গল্প

  • মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বিয়ের আসরে কৃতি খারবান্দা ও পুলকিত সম্রাট

বিয়ের আসরে কৃতি খারবান্দা ও পুলকিত সম্রাট

দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন বলিউডের তারকা জুটি পুলকিত সম্রাট ও কৃতি খারবান্দা। গতকাল ১৫ মার্চ সন্ধ্যায় দিল্লির আইটিসি গ্র্যান্ডে চার হাত এক হয় এই দম্পতির।

অভিনেতা হিসাবে সেভাবে সাফল্য আসেনি ঝুলিত। তবে ব্যক্তিগত জীবন একেবারে রামধনুর মতো সাত রঙেতে রঙিন। ২০১৪ সালে সুপারস্টার সলমান খানের রাখি বোন শ্বেতা রোহিরাকে বিয়ে করেন পুলকিত সম্রাট। কিন্তু বছর ঘুরতেই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তারা। ডিভোর্সের পর বলি ডিভা ইয়ামি গৌতমের সঙ্গে বেশ কিছুদিন সম্পর্কে ছিলেন। পরে সেই সম্পর্কও ভেঙে যায়। ২০১৯ সাল থেকে কৃতির সঙ্গে প্রেম করছেন তিনি। সলমানের প্রাক্তন ভগ্নিপতীর বিয়ে এখন পেজ ৩-এর হট কেক।

বিজ্ঞাপন
বিয়ের আসরে কৃতি খারবান্দা ও পুলকিত সম্রাট

তবে বিয়ের ক্ষেত্রে এই জুটি অন্যান্য বলিউড তারকার পথ অনুসরণ করেননি। পুলকিত আর কৃতি মুম্বাইতে কোনো রিসেপশনের আয়োজন করছেন না। ১২ লক্ষ বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত দিল্লির পাঁচতারা হোটেলে আইটিসি গ্র্যান্ড ভারতে বসেছিল রূপকথার বিয়ের আসর। রাজপ্রাসাদাদের মতো এই হোটেলের ভাড়া শুনলে চোখ উঠবে কপালে। এক একটি রুমের ভাড়া সাধারণ মধ্যবিত্তের এক মাসের বেতনেও বেশি। এই হোটেলের ওয়েবসাইট থেকে জানা যায়, রুমগুলোর ভাড়া শুরু ২৮ হাজার টাকা (ট্যাক্স-সহ)। একটি রুমের সর্বোচ্চ ভাড়া ৪০ হাজার।

বিয়ের আসরে কৃতি খারবান্দা ও পুলকিত সম্রাট

যেখানে রয়েছে একশোটি স্যুট, সেমি প্রাইভেট পুল,জ্যাকুজি, ফাইন ডাইনিং সহ এলাহি আয়োজন। স্টিম বাথের সুযোগ-সুবিধাও পাবেন অতিথিরা। মৌর্য, চোল, মুঘল এবং মারাঠা রাজবংশের কায়দায় সাজানো এই হোটেল। যা দেখলে চোখ ধাঁধিয়ে যাবে। চারদিকে সবুজে ঘেরা এই হোটেলে একাধিক ডাইনিং ও রেস্তোঁরাও রয়েছে। চারটি রাজকীয় প্রেসিডেন্ট ভিলা রয়েছে। এছাড়াও আছে ২৭ টি গর্তের গল্ফ কোর্সও রয়েছে। যা জ্যাক নিকলাসের তৈরি। হোটেলের বাইরেও থাকছে অতিথিদের বসার বিশেষ আয়োজন। বিভিন্ন অনুষ্ঠানের জন্য ইন্ডোর-আউটডোরে সব রকমের ব্যবস্থাও রয়েছে।

বিজ্ঞাপন
বিয়ের আসরে কৃতি খারবান্দা ও পুলকিত সম্রাট

জানা গেছে, ভোজনরসিক পুলকিত এবং কৃতি তাদের অতিথিদের জন্য দেশের বিভিন্ন প্রান্তের সুস্বাদু খাবার দিয়ে বিয়ের লোভনীয় একটি মেনু সাজিয়েছিলেন। পুলকিত-কৃতির বিয়েতে অতিথিদের ‘রয়্যাল ফুড অব হোল ইন্ডিয়া’ পরিবেশন করা হয়। যার মধ্যে কলকাতা, বেনারস, রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং দিল্লির অনেক বিশেষ খাবার ছিল। বরের বিশেষ অনুরোধে দিল্লি ৬-এর চাটকেও মেনুতে অন্তর্ভুক্ত করা হয়।

বিয়ের আসরে কৃতি খারবান্দা ও পুলকিত সম্রাট

বিয়েতে উপস্থিত ছিলেন উভয় পক্ষের প্রায় ২০০ জন অতিথি! যে তালিকায় নাম রয়েছেন ফারহান আখতার ও তার স্ত্রী শিবানি দান্ডেকর, তারকা দম্পতি রিচা চাড্ডা ও আলী ফজল, গায়ক বি প্রাক, মিকা সিংসহ আরও অনেক বলিউড তারকা।

বিয়ের আগের দিন অর্থাৎ ১৪ মার্চ পুলকিত সম্রাট এবং কৃতি খারবান্দার মেহেন্দি এবং সংগীত অনুষ্ঠান হয়।

বিয়ের আগের দিন মেহেন্দি এবং সংগীত অনুষ্ঠান হয়

প্রসঙ্গত, পুলকিত-কৃতী একসঙ্গে বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন। সেই তালিকায় রয়েছে পাগলপন্তি যে ছবিতে কাজের সময়ই একে অপরের কাছাকাছি আসেন। এছাড়াও এই জুটিকে দেখা গিয়েছে ভীরে দে ওয়েডিং, তাইস-এ।