এবারের শিল্পী সমিতির নির্বাচনে কোন উত্তাপ নেই। আজ ১৯ এপ্রিল সকাল থেকে ভোট শুরু হলেও ভোটার উপস্থতি কম। এর কারণ হিসেবে অনেকেই বলছেন, শুক্রবার হওয়ায় ভোটগ্রহণ কম।
তবে এই নির্বাচনের সংবাদ সংগ্রহই নাকি করছেন ৪০০ জন সংবাদকর্মী। এমনটা জানিয়েছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু বলেন, আমরা যাচাই-বাছাই করে প্রায় ৪০০ জন সাংবাদিক চূড়ান্ত করে পাস দিয়েছি।
বিজ্ঞাপন
এতো সংবাদকর্মী কেন? এই প্রশ্নের জবাবে খসরু বলেন, ধরেন একটা টেলিভিশন চ্যানেল, তারা আবেদন করে ১০ জনের জন্য। কারণ ক্যামেরা পারসন, সংবাদকর্মী, সহকারী থাকেন। তারা আবার দুই শিফটে কাজ করবেন। তাহলে বলুন একটা প্রতিষ্ঠান থেকে যদি ১০ জন হয়। তাহলে সবগুলো প্রতিষ্ঠানের ৪০০ জন হবে না?
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে সকালে। শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ৯টা৩০ মিনিটে অভিনেতা ডা. এজাজের ভোট প্রদানের মাধ্যমে শিল্পী সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়। সকাল ৯টায় ভোটগ্রহণ শুরুর কথা থাকলেও ৩০ মিনিটি পরে ভোটগ্রহণ শুরু হয়।
বিজ্ঞাপন
২১ সদস্য বিশিষ্ট কমিটির এই নির্বাচনে ৬ জন স্বতন্ত্রসহ ২টি প্যানেল থেকে ৪৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্যানেল দুটি হলো মিশা-ডিপজল ও মাহমুদ কলি-নিপুণ।
মুক্তির আগেই আকাশ সমান হাইপ তুলেছিল ‘পুষ্পা ২’, মুক্তির পর সিনেমাহলে সুনামি উঠবে তা অনুমেয় ছিল। বক্স অফিসে দেখাও গেল সেই দৃশ্যই। একের পর এক রেকর্ড ভেঙে চুরমার করে নতুন দিগন্ত উন্মোচনে ছুটছে আল্লু অর্জুনের বহুল প্রতীক্ষিত সিনেমাটি। ইতোমধ্যে মুক্তির মাত্র ৪ দিনেই বিশ্বব্যাপী আয় করে নিয়েছে ৮০০ কোটি টাকা!
সুকুমার পরিচালিত ‘পুষ্পা ২ : দ্য রুল’ ভারতীয় বক্স অফিসে মাত্র ৪ দিনে ৫০০ কোটির গণ্ডি ছাড়িয়ে গেছে। রবিবার পর্যন্ত সিনেমাটির আয়ের অঙ্ক ৫২৯ কোটি টাকা! বিশ্বব্যাপী আয় ৮০০ কোটি টাকা। বক্স অফিসে সুনামির তাণ্ডব চালিয়ে যাচ্ছে আল্লু অর্জুনের সিনেমাটি।
দর্শক তো বটেই, তারকারাও প্রশংসায় ভাসাচ্ছেন দক্ষিণের এই ব্লকবাস্টারকে। এবার পুষ্পার জয়ধ্বনি শোনা গেল কলকাতার সুপারস্টার জিতের মুখেও। নিজের এক্স হ্যান্ডেলে ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার পোস্টার শেয়ার করে জিৎ লিখেছেন, ‘পুষ্পা- ২ দেখে আমি সত্যিই অভিভূত! অভিনেতাদের দুর্দান্ত পারফরম্যান্স, আল্লু অর্জুন আবার প্রমাণ করে দিলেন তিনিই এদেশের সেরা প্রতিভা। এমন টানটান চিত্রনাট্য আর দারুণ পরিচালনায় মাস্টারপিস তৈরি করার জন্য পরিচালক সুকুমারকে হ্যাটস অফ। যথাযথ কারণেই বিগেস্ট ব্লকবাস্টার হবে।’
নিজের এই পোস্টে ‘ওয়াইল্ড ফায়ার পুষ্পা’ লিখে সিনেমাটিকে ‘মাস্ট ওয়াচ’ হিসেবেও উল্লেখ করেছেন জিৎ। আর জিতের এমন প্রশংসাবানী চোখ এড়ায়নি আল্লু অর্জুনেরও। জিতের পোস্টের প্রতিক্রিয়া জানিয়ে মন্তব্য করেছেন আল্লু অর্জুন। লিখেছেন, ‘জিৎ গারু! এমন মন ছুঁয়ে যাওয়া প্রশংসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনি যে আমার সিনেমা দেখেছেন তার জন্য কৃতজ্ঞ। আপনার এই ভালোবাসায় আমি ধন্য।’
মুক্তির পর থেকেই একের পর এক বক্স অফিস রেকর্ড ভেঙে চলেছে ‘পুষ্পা ২: দ্য রুল'। প্রথম দিন সবচেয়ে বেশি টাকা আয় করা ভারতীয় সিনেমার রেকর্ড আগেই ভেঙেছে। এটি একই দিনে দুটি ভাষায় ৫০ কোটি টাকার বেশি আয় করা প্রথম চলচ্চিত্র হয়ে উঠেছে। মাত্র ৩ দিনে দ্রুততম ভারতীয় সিনেমা হিসেবে বিশ্বব্যাপী ৬০০ কোটি টাকা আয়ের রেকর্ডও গড়েছে। এবার প্রথম সপ্তাহেই দেশের বাজারে ৫০০ কোটির গণ্ডি ছাপিয়ে সিনেমাটি। বিশ্ব বক্স অফিসে ৮০০ কোটি আয় করে ফেলেছে চারদিনে।
২০২১ সালের ব্লকবাস্টার সিনেমা পুষ্পার দ্বিতীয় কিস্তি ‘পুষ্পা ২’। প্রধান চরিত্রে রয়েছেন আল্লু অর্জুন, রাশ্মিকা মান্দানা ও ফাহাদ ফাসিল। সুকুমার পরিচালিত সিনেমাটি ঘিরে ভারতজুড়ে ব্যাপক উন্মাদনা দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, পূর্বের সব রেকর্ড ভেঙে একাকার করে দেবে ‘পুষ্পা ২’। ইতোমধ্যেই ৮০০ কোটি আয় সেই ইঙ্গিতই দিচ্ছে ‘পুষ্পা ২’।
দেশের রাজনৈতিক পট পরিবর্তনের ফলে যে ক’জন শোবিজ তারকা সবচেয়ে বেশি কটাক্ষের শিকার হয়েছেন তার মধ্যে জায়েদ খান অন্যতম। ডিগবাজি দিয়ে ভাইরাল হওয়া জায়েদ খানের আয় রোজগার বেশ রমারমা থাকলেও এখন তাতে ভাটা পড়েছে। পারছেন না দেশে ফিরতে। ফলে এক প্রকার বাধ্য হয়েই বিদেশের মাটিতে নতুন কাজের সঙ্গে যুক্ত হলে তিনি, এ কথা বলাই যায়!
নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’য় যোগ দিয়েছেন এই চিত্রনায়ক। আর সেখানে প্রথমবারের মতো উপস্থাপক হিসেবে দেখা যাবে জায়েদ খানকে। ঠিকানার ডিজিটাল প্লাটফর্মে বিনোদনমূলত একটি টকশো উপস্থাপনা করবেন, যেখানে শোবিজ ও চলচ্চিত্রের তারকারা উপস্থিত থাকবেন। নিউ ইয়র্ক থেকে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন জায়েদ।
জায়েদ খান বলেন, ‘যে কোনো ‘প্রথম’ সব সময়ই স্পেশাল। প্রথমবার দর্শক আমাকে উপস্থাপক হিসেবে দেখবেন। আমি খুব এক্সাইটেড এবং নার্ভাস। দর্শক কীভাবে আমাকে গ্রহণ করে সেটি দেখার অপেক্ষায়। দেশের চলচ্চিত্র ও সংস্কৃতি তুলে ধরবো অনুষ্ঠানটির মাধ্যমে।’
তিনি আরও বলেন, ‘বিদেশের মাটিতে ঠিকানা দেশের জন্য কাজ করছে। বাংলা ভাষাভাষীদের জন্য কাজ করে যাচ্ছে। তারা আমাকে এমন একটি আয়োজনে রাখায় কৃতজ্ঞতা।’
চলতি বছরের জুলাইয়ে নিউ ইয়র্কে যান জায়েদ। এরপর আর দেশে ফেরেননি, সেখানেই আছেন আলোচিত-সমালোচিত এই অভিনেতা। অনেকেই জানেন, দেশে তার বিরুদ্ধে মামলাও হয়েছে সাম্প্রতিক সময়ে।
প্রসঙ্গত, দেশের জনপ্রিয় সাংবাদিক খালেদ মহিউদ্দিনও কিছুদিন আগে জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলে ছেড়ে আমেরিকার ‘ঠিকানা’য় উচ্চ পদে যোগ দিয়েছেন।
প্রখ্যাত মার্কিন র্যাপার জে-জেডের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। তাকে বাংলাদেশের মানুষ বেশি চেনেন বিশ্ববিখ্যাত গায়িকা বিয়েন্সের স্বামী হিসেবে।
গতকাল রোববার তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একটি আদালতে মামলা হয়েছে। বাদীর অভিযোগ, ২০০০ সালে তিনি ১৩ বছর বয়সে ধর্ষণের শিকার হয়েছিলেন। জে-জেডের সঙ্গে একই মামলায় অভিযুক্ত হয়েছেন আরেক প্রভাবশালী মার্কিন গায়ক শন কম্বসও। শন এরইমধ্যে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। তার বিরুদ্ধে একাধিক নারী নির্যাতনের অভিযোগে তদন্ত চলছে।
জানা গেছে, ২০০০ সালে এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসের পর পার্টিতে জে-জেডের কাছে ধর্ষণের শিকার হন ওই নারী। তখন তার বয়স ছিল ১৩। তবে এক বিবৃতিতে অভিযোগ অস্বীকার করেছেন জে-জেড। এমন অভিযোগকে তিনি ‘মূর্খের কাজ’ বলেও অবিহিত করেন।
অভিযোগে বলা হয়েছে, ওই পার্টিতে অনেক তারকা ছিলেন। ওই কিশোরী পার্টিতে যাওয়ার পর তাঁকে পানীয় দেওয়া হয়। এর পর থেকেই তিনি অস্বস্তিবোধ করছিলেন।
পরে জে-জেড ও শন কম্বস মিলে তাকে ধর্ষণ করেন। অনুষ্ঠানে উপস্থিত এক তারকা ঘটনাটি দেখেছেন বলেও অভিযোগে বলা হয়েছে। তবে ওই তারকার নাম জানা যায়নি।
৫৫ বছর বয়সী মার্কিন সংগীত তারকা শন কোরি কার্টার ভক্তদের কাছে জে-জেড নামে পরিচিত। তাকে সর্বকালের অন্যতম সেরা র্যাপার হিসেবে বিবেচনা করা হয়। ২৪টি গ্র্যামি পুরস্কারজয়ী এই গায়ক বিয়ন্সের স্বামী।
গত কয়েকদিন ধরেই শারীরিক অবস্থা ভাল যাচ্ছে না বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী সায়রা বানুর। ঠিক মতো চলাফেরাও করতে পারছেন না প্রয়াত কিংবদন্তি দিলীপ কুমারের এই স্ত্রী। চিকিৎসকেরা ইতিমধ্যেই অভিনেত্রীকে দেখেছেন। তবে হাসপাতালে ভর্তি করানোর প্রয়োজনীয়তা রয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়। চলতি বছর আরও একবার এই অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।
দিলীপ কুমার এবং সায়রা বানুর দাম্পত্য বলিউডের ইতিহাসে বরাবরই চর্চায় থেকেছে। ১৯৬৬ সালে মাত্র ২২ বছরের ছোট সায়রাকে বিয়ে করেন দিলীপ। সেই সময় এই বিয়ে নিয়ে বলিপাড়ায় সমালোচনার ঝড় বয়ে যায়। ‘সাহিগা মাহাতো’, ‘গোপী’, ‘দুনিয়া’ ছাড়াও বেশ কিছু ছবিতে এই জুটি অভিনয় করেছেন।
তবে দিলীপ কুমারের বার্ধক্যে তার পাশে সায়রার বজ্রকঠিন উপস্থিতি ‘ভঙ্গুর’ মায়ানগরীতে দৃষ্টান্ত হিসাবেই রয়ে গিয়েছে। দীর্ঘকালীন বার্ধক্যজনিত অসুস্থতার কারণে ২০২১ সালের ৭ জুলাই প্রয়াত হন দিলীপ কুমার।
স্বামীকে হারানোর পর থেকেই সায়রা বিভিন্ন সময়ে তার নিঃসঙ্গতা বোধের কথা সমাজমাধ্যমে জানিয়েছিলেন। মাঝেমধ্যেই তার শরীর খারাপ হয়েছে। কিন্তু তার প্রিয় ‘দিলীপ সাহেব’-এর স্মৃতি অভিনেত্রীকে চলার পথে শক্তি যুগিয়ে চলেছে।
সায়রার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই, অনুরাগীরা সমাজমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছেন। অনেক ভক্ত-অনুরাগী ‘পড়োসন’খ্যাত অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন।