(বাঁমে) বাবা সোহেল চৌধুরী ও মা দিতির সঙ্গে ছোট্ট লামিয়া, বর্তমানে লামিয়া চৌধুরী (ডানে)
বিনোদন
২৫ বছর আগে চিত্রনায়ক সোহেল চৌধুরী খুনের ঘটনায় আজিজ মোহাম্মদ ভাইসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২-এর বিচারক অরুণাভ চক্রবর্তী এই রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার পর বৃহস্পতিবার দুপুরে সোহেল চৌধুরীর মেয়ে লামিয়া চৌধুরীর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘আমার বাবা তো ফেরত আসবে না। উনারা (অপরাধীরা) যেটা করেছেন, সেটার জবাব উনাদেরই দিতে হবে। উনাদের যাবজ্জীবন হোক কিংবা যেটাই হোক—বাবার মৃত্যু আমার জীবনে যে প্রভাব ফেলেছে, সেটা কোনোভাবেই পরিবর্তন হবে না। রিয়েলিটি নিয়েই আমাকে থাকতে হবে। এখন তাঁদের বিচারে আমাদের কোনো কিছুই পরিবর্তন হয়নি, হবেও না।’
বিজ্ঞাপন
(বাঁমে) লামিয়া চৌধুরী, বাবা সোহেল চৌধুরীর কোলে ছোট্ট লামিয়া (ডানে)
১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর রাজধানীর বনানীর ট্রাম্প ক্লাবের সামনে সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। সেই খুনের মামলায় ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই ওরফে আবদুল আজিজ, ট্রাম্প ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম ও আদনান সিদ্দিকীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বাকি আসামিদের খালাস দেওয়া হয়েছে।
ঢাকাই সিনেমার তারকা জুটি সোহেল চৌধুরী ও দিতির দুই সন্তানের মধ্যে লামিয়া চৌধুরী বড়। ছেলে শাফায়েত চৌধুরী কানাডার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে করে ইউরোপে থিতু হয়েছেন। কানাডার টরন্টো ফিল্ম স্কুল থেকে পড়াশোনা শেষ করে ঢাকায় এসে নির্মাণে মনোযোগী হয়েছিলেন লামিয়া।
বিজ্ঞাপন
শৈশবেই বাবাকে হারানোর পর মা দিতির কাছেই বেড়ে উঠেছেন লামিয়া ও শাফায়েত। ২০১৬ সালে দিতির মৃত্যুর পর মা-বাবার স্মৃতিচিহ্ন নিয়েই বেঁচে আছেন তারা।
ঢাকাই সিনেমার তারকা জুটি সোহেল চৌধুরী ও দিতির দুই সন্তানের মধ্যে লামিয়া চৌধুরী বড়
এদিকেম গতকালেই লামিয়া তার নিজের কারণে আলোচনায় এসেছেন। তিনি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। ‘মেয়েদের গল্প’ শিরোনামের নারীকেন্দ্রিক সেই সিনেমাটি প্রযোজনা করবেন জনপ্রিয় অভিনেত্রী আজেমেরী হক বাঁধন। এই ছবিতে অভিনয়ও করবেন বাঁধন।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অষ্টমবারের মত বসছে ‘গোল্ডেন স্টেট ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫’। উৎসবের ‘ফরেন ল্যাঙ্গুয়েজ’ বিভাগে বাংলাদেশ থেকে অফিশিয়াল সিলেকশন হয়েছে জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভর ‘নীলচক্র’। এমনটা জানিয়েছেন সিনেমাটির পরিচালক মিঠু খান।
তিনি জানান, গোল্ডেন স্টেট ফিল্ম ফেস্টিভ্যাল মূলত স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের প্রতিভা প্রদর্শনের সুযোগ ও তাদের কাজের গতি বাড়াতে আয়োজিত হয়ে থাকে। পৃথিবীর নানা দেশের তরুণ ও উদীয়মান নির্মাতারা এই ফেস্টিভ্যালে তাদের সিনেমা অংশ নেন। এমন উৎসবে আমার সিনেমা ‘ফরেন ল্যাঙ্গুয়েজ’ বিভাগে অফিসিয়াল নির্বাচিত হয়েছে এটা আমার জন্য অবশ্যই বড় প্রাপ্তির।
‘নীলচক্র’র পোস্টারে আরিফিন শুভ
আগামী ১৪ ফেব্রুয়ারি পর্দা উঠছে উৎসবটির, চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। লস অ্যাঞ্জেলসের চাইনিস থিয়েটার-৬ এ বসবে উদীয়মান স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের এই আসর।
গোল্ডেন স্টেট ফিল্ম ফেস্টিভ্যাল মূলত উদীয়মান স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের তাদের প্রতিভা প্রদর্শনের সুযোগ হিসেবে কাজ আয়োজন করা হয়ে থাকে। যুক্তরাষ্ট্রসহ বিশ্ব নানা দেশ থেকে চলচ্চিত্র নির্মাতারা অংশ নিয়ে থাকেন।
আরিফিন শুভ । ছবি: ফেসবুক
এর আগে আমেরিকান ফিল্ম মার্কেটে ‘নীলচক্র’ আন্তর্জাতিক প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। লাস ভেগাসের ওই প্রিমিয়ারে উপস্থিত ছিলেন সিনেমাটির প্রযোজক এনায়েত আকবর মিলন, আসিফ আকবর ও নীলচক্র সিনেমার আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্বে থাকা জে জে রজার্স।
সিনেমাটিতে আরিফিন শুভ ছাড়াও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মন্দিরা, মাসুম রেজওয়ান প্রমুখ। এ সিনেমায় প্রথমবারের মতো বড় পর্দায় দেখা যাবে সংগীতশিল্পী বালামকে।
আরিফিন শুভ । ছবি: ফেসবুক
দেশের অন্যতম সফল ইউটিউবার তৌহিদ আফ্রিদী বেশ কয়েক মাস আগের মতো সোশ্যাল মিডিয়ায় সরব নন। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের ফলে তার উপর পড়েছে নেতিবাচক প্রভাব।
তবে আফ্রিদীর কনটেন্টের ভক্ত যারা তাদের জন্য এই তারকা দিলেন সুখবর। আজ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি জানিয়েছেন যে, তিনি ‘দ্য প্রেসিডেন্টস; ভলেন্টিয়ার সার্ভিস অ্যাওয়ার্ড’-এ ভূষিত হয়েছেন! যেট প্রদাণ করা হয়ে থাকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের তরফ থেকে।
তৌহিদ আফ্রিদী
আফ্রিদীর ঠিকানায় চলে এসেছে সেই পুরস্কার। ফেসবুক পোস্টে সেই মেডেল ও সার্টিফিকেটের ছবি পোস্ট করেছেন। সার্টিফিকেটে দেখা যাচ্ছে এটি ২০২৪-এর পুরস্কার, আর তাতে সাক্ষর রয়েছে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের।
আফ্রিদী লিখেছেন, ‘সকল প্রশংসা আল্লাহ তা’আলার। আমি বিশ্বাস করি মহান সৃষ্টিকর্তা সর্বদাই আমার সাথে আছেন ও তিনিই সবচেয়ে বেশি আমার মঙ্গল চান। তার অশেষ মেহেরবানীতেই আমেরিকার প্রেসিডেন্টের তরফ থেকে লাইফটাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হলাম।’
‘দ্য প্রেসিডেন্টস; ভলেন্টিয়ার সার্ভিস অ্যাওয়ার্ড’ গলায় পরে পোজ দিয়েছেন তৌহিদ আফ্রিদী
তিনি আরও লিখেছেন, ‘সবচেয়ে বড় ব্যাপার হলো আপনাদের ভালোবেসে সামান্য কিছু কাজ করেছি বলেই ভোলান্টিয়ার সার্ভিসে এই অ্যাওয়ার্ডটি পেলাম। এরকম একটি গোল্ড মেডেল হয়তো অনেকেরই স্বপ্ন। সত্যি বলতে আমি এই অ্যাওয়ার্ডের লোভে কখনোই কাজ করে যাইনি। আমি আপনাদের জন্য এগিয়ে গেছি আপনাদের ভালোবাসা পাওয়ার লোভে। অথচ আজ দেখুন, আমি না চাইতেই অ্যাওয়ার্ডটি ঠিকই আমার ভাগ্যে চলে আসলো। অথচ আমার যেটা চাওয়া, আপনাদের অনেকের সেই ভালোবাসা থেকেই হয়তো আমি বঞ্চিত! আমি এখনো বিশ্বাস করি, আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী। তিনিই হয়তো আমাকে সামনে এগোনোর সঠিক পথ দেখাবেন।’
‘দ্য প্রেসিডেন্টস; ভলেন্টিয়ার সার্ভিস অ্যাওয়ার্ড’-এর সার্টিফিকেট
তার এই পোস্ট দারুণ সাড়া ফেলেছে। এরইমধ্যে প্রায় ৫০ হাজার রিঅ্যাক্ট এসেছে পোস্টটিতে। মন্তব্য এসেছে সাড়ে চার হাজারের বেশি। অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন।
মেয়ে আলিয়া ও ছেলে সাইদুরকে নিয়ে নির্মাতা আজিজুর রহমান
বিনোদন
দুই বছর আগে কানাডায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাংলাদেশের অন্যতম সাড়াজাগানো চলচ্চিত্র ‘ছুটির ঘণ্টা’সহ অসংখ্য সফল সিনেমার নির্মাতা আজিজুর রহমান। এরপর দেশে এনে তার মরদেহ জন্মস্থান বগুড়ার সান্তাহারে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ওই সময়েই পরিবারের সদস্যরা আজিজুর রহমানের জাতীয় পর্যায়ে স্বীকৃতি না পাওয়া নিয়ে আক্ষেপ প্রকাশ করেছিলেন। এবারের একুশে পদকে আজিজুর রহমানের নাম প্রকাশ করায় পরিবার সন্তোষ প্রকাশ করেছে। বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছে। এক ফেসবুক পোস্টে এমনটা জানিয়েছেন আজিজুর রহমানের মেয়ে আলিয়া রহমান বিন্দি।
পরিচালক বাবা আজিজুর রহমান প্রসঙ্গে আলিয়া রহমান বলেন, ‘‘বাবা ছিলেন কাজপাগল একজন মানুষ। জীবনের শেষ সময় পর্যন্ত তাকে দেখেছি কাজের মধ্যে ডুবে থাকতে। তিনি কখনো টাকার জন্য কাজ করতেন না। তিনি সব সময় বলতেন, ‘আমি টাকার পেছনে ছুটব না, এত ভালো কাজ করব যে টাকা আমার পেছনে ছুটবে।’’ আলিয়ার মতে, হয়েছেও তা-ই। তার বাবা সেই সময়ে বাংলাদেশি চলচ্চিত্রের অন্যতম ব্যবসাসফল ছবিগুলো বানিয়েছেন।
রাজ্জাক ও শাবানা জুটির কালজয়ী সিনেমা ‘ছুটির ঘণ্টা’র পোস্টার
আজিজুর রহমান একজন প্রকৃত মানুষ ছিলেন, যিনি অনেক পরিশ্রম করে সেই অবস্থানে পৌঁছেছেন উল্লেখ করে আলিয়া রহমান ফেসবুকে লিখেছেন, ‘আমার বাবা একজন পরিপূর্ণ মানুষ, যিনি কি না আমাদের পৃথিবীতে মাথা উঁচু করে বাঁচার সুযোগ করে দিয়েছেন। কখনো কোনো কারণে আমাদের ছোট হতে দেননি। খুবই সহজ–সরল ও নিরহংকার জীবন যাপন করতেন।’
বাবা আজিজুর রহমানের ছবি প্রসঙ্গে আলিয়া রহমান ফেসবুকে লিখেছেন, ‘‘বাবার প্রতিটা ছবি ছিল বক্তব্যধর্মী। তিনি শিশুতোষ চলচ্চিত্র নির্মাণ করেছেন, তার মধ্যে অন্যতম ‘অশিক্ষিত’। যে ছবির মাধ্যমে জানাতে চেয়েছিলেন শিক্ষার কোনো বয়স নাই। তেমনি ‘ছুটির ঘণ্টা’য় সন্তানদের প্রতি জনসচেতনতা বৃদ্ধির কথা বলেছেন। ‘রঙিন রূপবান’ বাংলাদেশ লোকগাথা নিয়ে বানানো। ‘ফুলেশ্বরী’ গ্রামবাংলার যাত্রাপালার গল্প। তার বেশির ভাগ ছবি গ্রামীণ পটভূমিতে বানানো। ‘জনতা এক্সপ্রেস’ এক ট্রেনচালক ও তার কাজের প্রতি দায়িত্ববোধের গল্প। এভাবেই তিনি এই জগতে হয়ে উঠেছিলেন একজন কিংবদন্তি। তিনি কখনো সমঝোতা করেননি, কখনো চাটুকারিতা করেননি এবং নেই কোনো স্ক্যান্ডালও।’’
রাজ্জাক ও অঞ্জনা জুটির সুপারহিট সিনেমা ‘অশিক্ষিত’র পোস্টার
সর্বশেষ আলিয়া রহমান লিখেছেন, ‘চলচ্চিত্রজগতে যারা কাজ করেন, তাদের অনেক শ্রম ও সময় দিতে হয়। বাবা বাংলাদেশের চলচ্চিত্রের জন্য অনেক কিছু করার চেষ্টা করেছেন। তিনি তার সারা জীবন চলচ্চিত্র নির্মাণে ব্যয় করেছেন। ব্যতিক্রমধর্মী গল্প, নিরলস পরিশ্রম আর নতুন প্রযুক্তির ওপর গবেষণা তার ছবিগুলোকে নিয়ে গেছে অন্য এক মাত্রায়। বাংলাদেশ চলচ্চিত্রের ইতিহাসে তার নির্মিত চলচ্চিত্রগুলো তাই তো আলোচনায় আছে যুগের পর যুগ। ব্যক্তিগত জীবনে বাবার কোনো আক্ষেপ ছিল না। বাবা নিজ হাতে তার পরিপূর্ণতার কথা লিখে রেখে গেছেন। কিন্তু সন্তান হিসেবে আক্ষেপ ছিল আমাদের। ৫২টি চলচ্চিত্রের নির্মাতা, যিনি একাধারে একজন চলচ্চিত্র পরিচালক, একজন অঙ্কন শিল্পী, প্রযোজক, কাহিনিকার, একজন পোস্টার মেকার, সেট ডিজাইনার, মেকআপ আর্টিস্ট। তিনি একজন ভার্সেটাইল ব্যক্তিত্বের মানুষ, অথচ একটা জাতীয় পুরস্কারের সম্মান এত দিন পাননি। পাননি আজীবন রাষ্ট্রীয় সম্মান। কিন্তু এবার আমার বাবা আজিজুর রহমান একুশে পদক পেয়েছেন। আমার বাবা বেঁচে থাকলে অনেক খুশি হতেন। এটা আমাদের পরিবারের জন্য অত্যন্ত সম্মানের। আমরা বাবাকে এই সম্মানে ভূষিত করার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ।’
স্ত্রীর সঙ্গে নির্মাতা আজিজুর রহমান
আজিজুর রহমান ১৯৩৯ সালের ১০ অক্টোবর বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন শহরে জন্মগ্রহণ করেন। তিনি স্থানীয় আহসানুল্লাহ ইনস্টিটিউট থেকে এসএসসি ও ঢাকা সিটি কলেজ থেকে এইচএসসি এবং চারুকলা আর্ট ইনস্টিটিউটে কমার্শিয়াল আর্টে ডিপ্লোমা করেন।
অনেক সফল চলচ্চিত্রের পরিচালক আজিজুর রহমান। ১৯৫৮ সালে ‘এ দেশ তোমার আমার’ চলচ্চিত্রে এহতেশামের সহকারী হিসেবে ক্যারিয়ার শুরু করেন তিনি। তাঁর নির্মিত প্রথম চলচ্চিত্র ময়মনসিংহের লোককথা নিয়ে ‘সাইফুল মূলক বদিউজ্জামান’। মুক্তি পায় ১৯৬৭ সালে। আজিজুর রহমান ৫২টি চলচ্চিত্র নির্মাণ করেছেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘ছুটির ঘণ্টা’, ‘অশিক্ষিত’, ‘মাটির ঘর’, ‘জনতা এক্সপ্রেস’, ‘সাম্পানওয়ালা’, ‘ডাক্তার বাড়ি’, ‘গরমিল’ ও ‘সমাধান’।
নির্মাতা আজিজুর রহমান
সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব বলিউডের ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চন। বিভিন্ন সময়েই নিজের জীবনের প্রত্যেকটি মুহূর্ত শেয়ার করেন ভক্তদের সঙ্গে। পাশাপাশি নিয়মিত ব্লগও লেখেন।
এবার সেই সোশ্যাল মিডিয়াতে এমন এক পোস্ট করলেন, যা দেখে হতবাক নেটিজেনরা! অনুরাগীরা অমিতাভের পোস্ট দেখে রীতিমতো দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন।
অমিতাভ বচ্চন । ছবি: ফেসবুক
গত শুক্রবার রাতে হঠাৎই নিজের এক্স-এ (টুইটার) বিগ বি লিখলেন, ‘টাইম টু গো…’ অর্থাৎ চলে যাওয়ার সময় এসেছে। এই পোস্ট দেখেই অনুরাগীদের মনে প্রশ্ন জেগেছে, কোথায় চলে যাওয়ার কথা লিখেছেন শাহেনশাহ? সব ঠিক আছে তো?
অমিতাভ অবশ্য তার পোস্টে রহস্য জিইয়ে রেখেছেন। তিনি ঠিক কী ছেড়ে চলে যেতে চাইছেন, তা স্পষ্ট করেননি। বলিপাড়ার গুঞ্জন বলছে, অভিনয় জগত থেকে অবসর নিতে চলেছেন অমিতাভ বচ্চন।
অমিতাভ বচ্চন । ছবি: ফেসবুক
এমনকী শোনা যাচ্ছে, খুব শীঘ্রই নাকি অবসর ঘোষণা করতে পারেন বলিউডের অ্যাংরি ইয়ংম্যান। এই মুহূর্তে কৌন বানেগা ক্রোড়পতি সঞ্চালনা করছেন অমিতাভ। ব্যারিটন আওয়াজে বরাবরের মতোই মুগ্ধ করছেন অনুরাগীদের। ৮২ বছর বয়সে এসে এখনও চ্যালেঞ্জ ছুঁড়ছেন নতুন প্রজন্মকে।
সেই অমিতাভই হয়তো এবার অবসরের পথে। তবে গুঞ্জন রটলেও, এই নিয়ে মুখ খোলেননি বচ্চন পরিবার।
কৌন বানেগা ক্রোড়পতি সঞ্চালনা করছেন অমিতাভ বচ্চন । ছবি: ফেসবুক