‘তুফান’-এর সমালোচনায় কাকে হুমকি দিলেন রাফী!
ঈদুল আযহায় মুক্তি পেয়েছে ব্যবসাসফল নির্মাতা রায়হান রাফী পরিচালিত ও শাকিব খান-মিমি চক্রবর্তী-চঞ্চল চৌধুরী অভিনীত সিনেমা ‘তুফান’। ছবিটি দেখতে দর্শক হলমূখী হচ্ছে এই চিত্র সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে।
তবে ছবিটি নিয়ে নেতিবাচক রিভিউ কিংবা ঈদের অন্য ছবির প্রযোজক পরিচালকের নেতিবাচক মন্তব্যও রয়েছে। ঈদে মুক্তি পাওয়া ‘রিভেঞ্জ’ সিনেমার পরিচালক মোহাম্মদ ইকবাল ফেসবুকে ইঙ্গিতপূর্ণ ভিডিও বার্তা পোস্ট করেছেন। অনেকেই মনে করছেন তিনি তুফানকে উদ্দেশ্য করেই কথাগুলো বলেছেন। এবার এ প্রসঙ্গে গণমাধ্যমে মুখ খুলেছেন ‘তুফান’-এর নির্মাতা রায়হান রাফী।
তিনি বলেন, ‘‘পরাণ’ বাদে আমার অন্য কোনো সিনেমার সময় এগ্রেসিভ মার্কেটিং করিনি। এখনও চাচ্ছি না কারো নাম ধরে ছোট করতে। আপনারা সিনিয়র ডিরেক্টর, ভালো মানুষ। আপনারাও কাজ করে যান। আপনার সিনেমার একটা দর্শক নাই হলে। মাল্টিপ্লেক্সগুলো বিপদে পড়ে আপনার সিনেমা চালাচ্ছে। আপনি সেটা নিয়ে চিন্তা না করে আমাদের সিনেমা নিয়ে কথা বলছেন। আমি রাফী অনেক কষ্ট করে এই পর্যায়ে এসেছি। যারা ডিরেক্টর তারা জানে তুফানের মত সিনেমা বানানো কত ডিফিকাল্ট। দর্শক তাদের ভালো লাগা খারাপ লাগা বলুক। কিন্তু অন্য কোনো প্রতিপক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে নেগেটিভ কথা বললে আমি এমন কথা বলবো যে আপনারা লজ্জায় আর সিনেমাই বানাতে পারবেন না। সুতরাং আমার সিনেমা নিয়ে কথা বলার আগে চিন্তা করে বলবেন।’
রায়হান রাফী আরও বলেন, ‘যারা উস্কানিমূলক কথা বলছে তাদের উদ্দেশ্যে আমার প্রশ্ন, তাদের কোন সিনেমাটি হিট হয়েছে? সে-ই অন্যের সিনেমা নিয়ে কমেন্ট করতে পারবে যার সিনেমা দর্শক দেখে। যার সিনেমা দর্শক দেখে না তার অন্যের সিনেমা নিয়ে কমেন্ট করার অধিকার নেই। বিনোদন সাংবাদিকদের বলব, তাদের কমেন্ট আপনারা নেবেন না। কারণ তারা চায় এ ধরনের আজেবাজে মন্তব্য করে ভাইরাল হতে! তারা চিন্তা করে উল্টা পাল্টা কিছু বলব, আর ভাইরাল হয়ে যাবো! তাদের ভাইরাল আপনারা করেছেন। তবে আমি এ ধরনের ভাইরাল মানুষদের কথা শুনি না। আমি তাদের কথা শুনব যাদের কাছ থেকে কিছু শিখতে পারবো। যার সিনেমা একদিনও হলে চলে না তার কথার উত্তর আমি কেন দেব? সে তো চায় আমি তার কথা উত্তর দিই। কিন্তু আমি তার সেই চাওয়া পূরণ করবো না।’
যারা সোশ্যাল মিডিয়ায় তুফান-এর নেতিবাচক প্রচারণা চালাচ্ছে তাদের উদ্দেশ্যে রায়হান রাফী বলেন, ‘‘যারা এ ধরনের কাজ করছে তাদের আমি ধন্যবাদ দিতে চাই। কারণ তারা বিনা পয়সায় আমাদের সিনেমার প্রচার করছেন। তারা যতো ‘তুফান’ নিয়ে কথা বলবে ততো বেশি মানুষের কাছে তুফান-এর নাম পৌঁছবে। ঈদের আগে তারা এ ধরনের প্রচারণা করেছে, কিন্তু দর্শক ‘তুফান’ উৎসাহ নিয়ে দেখছে। আপনারা আরো প্রচারণা করুন, তাহলে আরও দর্শক হলে আসবে ‘তুফান’ দেখতে। আপনাদের প্রচারণার জন্যই দর্শক ‘তুফান’-এর টিকিট পাচ্ছে না।’’