টাকা নয়, তাহসানের সঙ্গে কাজের কারণ জানালেন মিথিলা!



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা

তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা

  • Font increase
  • Font Decrease

দীর্ঘদিন পর একসঙ্গে পর্দায় ফিরছেন সাবেক তারকা দম্পতি তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা। আরিফুর রহমানের ‘বাজি’ শিরোনামের ওয়েব সিরিজে দেখা গেছে তাদের। বিচ্ছেদের পর একসঙ্গে দুজনের অভিনয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে চলছে নানা আলোচনা-সমালোচনা। অনেকেই বলছেন, সন্তান তাদের এক করতে না পারলেও টাকার জন্য একত্র হয়েছেন তাহসান-মিথিলা! তাহসানের সঙ্গে পর্দায় ফেরা ও সমালোচনা নিয়ে এবার মুখ খুললেন মিথিলা।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে মিথিলা বলেন, ‘২০১৬-এর পরে আমরা আর কাজ করিনি। ২০১৭ সালে আমাদের বিবাহবিচ্ছেদ হয়। এত বছর বাদে কাজ করলাম, লোকে আবার অনেক কথা বলতে শুরু করল। টাকার জন্য মিথিলা-তাহসান একসঙ্গে কাজ করল, অথচ বাচ্চার জন্য একসঙ্গে থাকতে পারল না! লোকে তো জানেই না আমাদের পারস্পরিক সম্পর্কের কথা। আমরা খুব ভালো আছি। দর্শক ভাবছে ২০১৬-এর পরে ২০২৪-এ মিথিলা আর তাহসানের দেখা হল। এটা তো নয়, আমাদের তো প্রতিদিন কথা হয়। ব্যাপারটা ও রকম নয় যে বহু বছর পরে দুজনের দেখা।’

`বাজি' সিরিজের প্রেস কনফারেন্সেও দুজন দুজনের বেশ প্রশংসাও করেন

সাক্ষাৎকারে মিথিলা আরও জানান, বিচ্ছেদ হলেও তাহসানের সঙ্গে এখনও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তার। মিথিলার ভাষ্য, ‘সব সম্পর্কে বন্ধুত্ব না-ও থাকতে পারে। কিন্তু সন্তান থাকলে তার স্বার্থ আগে দেখতে হবে। সন্তানের মানসিক স্বাস্থ্য আমার কাছে সবচেয়ে আগে। এটাই উচিত। আমি আয়রাকে দেখতে পেলাম না। আমি আর তাহসান লড়াই করলাম, এই ইগোর যুদ্ধে তো বাচ্চার ক্ষতি হবে। এছাড়াও আমি আর তাহসান চোদ্দো বছর একসঙ্গে থেকেছি। বিশ্ববিদ্যালয় থেকে আমাদের আলাপ। দুজন দুজনকে ভালো করে জানি। তবে, আয়রা সৃজিতকে ‘আব্বু বলে, তাহসানকে ‘বাবা’, এই দুইয়ের কেন্দ্রে দাঁড়িয়ে আমি’।

`বাজি' সিরিজের প্রেস কনফারেন্সেও দুজন দুজনের বেশ প্রশংসাও করেন। এ তারকারা প্রমাণ করলেন স্বামী-স্ত্রী আলাদা হলেও বাবা-মা কখনই আলাদা হয় না। এ বন্ধন সারা জীবনের।

‘প্রিয়তমা’ ও ‘তুফান’ ফিরিয়ে দিয়েছিলেন সাবিলা নূর



মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
সাবিলা নূর / ছবি : শেখ সাদী

সাবিলা নূর / ছবি : শেখ সাদী

  • Font increase
  • Font Decrease

ছোটপর্দার অন্যতম চাহিদাসম্পন্ন অভিনেত্রী সাবিলা নূর। দর্শক তার কাজ ভীষণ পছন্দ করেন। সোশ্যাল মিডিয়ায় তার প্রতিটি পোস্টে নেটিজেনদের অংশগ্রহণে সেটি আরও বেশি স্পষ্ট হয়।

এই অভিনেত্রী সদ্য প্রশংসিত হয়েছেন হইচইতে মুক্তি পাওয়া শিহাব শাহীন পরিচালিত ‘গোলাম মামুন’ ওয়েব সিরিজে একজন সিরিয়াস পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করে। দেশের সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গে র‌্যাম্পে হেটেও এসেছেন আলোচনায়। র‌্যাম্পের মঞ্চে সাবিলার প্রতি শাকিব খানের যত্নও দর্শকের চোখ এড়ায়নি।

সাবিলা নূর / ছবি : শেখ সাদী

এবার জানা গেলো নতুন তথ্য। শাকিব খানের পর পর দুটি ব্লকবাস্টার সিনেমার প্রস্তাব পেয়েও করেননি এই জনপ্রিয় তারকা। বিশেষ করে ‘তুফান’ সিনেমায় পূর্ণ প্রস্তুতি নেয়ার পরও তিনি কাজটি করেননি। এমনকি এর আগে শাকিব খানের আরেক আলোচিত সিনেমা ‘প্রিয়তমা’তেও প্রস্তাব পেয়েছিলেন সাবিলা। সেটিও তিনি বিনয়ের সঙ্গে ফিরিয়ে দেন। কিন্তু কেন?

জানতে চাইলে এই অভিনেত্রী বার্তা২৪.কমকে বলেন, ‘‘প্রথমেই বলবো, এখন মনে হচ্ছে ছবি দুটি না করা ছিলো আমার জন্য অনেক বড় বোকামি! কারণ, ‘প্রিয়তমা’ সুপার ডুপার হিট হয়েছে। আর ‘তুফান’ তো এখন চারিদিকে তুফান বইয়ে দিচ্ছে। তাছাড়া রায়হান রাফীর কাজে সব সময় আলাদা ডাইমেনশন থাকে। মোস্ট ইমপরটেন্টলি, আমাদের দেশের সুপারস্টার শাকিব খানের সঙ্গে কাজের সুযোগ হাতছাড়া হয়েছে।’’

সাবিলা নূর / ছবি : শেখ সাদী

ছবি দুটি ছেড়ে দেওয়া প্রসঙ্গে সাবিলা বলেন, ‘‘প্রিয়তমা’ সিনেমাটি করতে পারিনি সময়ের জন্য। তারা যে সময় আমার সিডিউল চেয়েছিলেন সেই সময় আগে থেকেই অন্য সিডিউল দেওয়া ছিলো। আর ‘তুফান’ নিয়ে এখন আসলে বেশিকিছু বলতে চাই না। কারণ, এই ছবি দিয়ে এতো প্রশংসা চারিদিকে। যারা যারা কাজ করেছেন তারা প্রত্যেকে এতো চমৎকার অভিনয় করেছেন। শুধু এটুকু বলবো, ছবি দুটি ছবি না করতে পারা আমারই ক্ষতি, করতে পারলে ক্যারিয়ারে ভালো দুটি কাজ যুক্ত হতো। তবে আমি বিশ^াস করি ভবিষ্যতে এরচেয়ে ভালো কাজ আমি করতে পারবো।’

সাবিলা নূর / ছবি : শেখ সাদী

‘প্রিয়তমা’ আর ‘তুফান’ ছবি দুটি করতে না পারলেও সাবিলাকে শিগগিরই বড়পর্দায় দেখা যাবে। তিনি বলেন, ‘আসলে বড়পর্দার প্রিপারেশনও তো অনেক বড় পরিসরে নিতে হয়। এতো বিশাল একটা ক্যানভাসে কাজ করব, ফলে নিজেকে আরও ভিন্নভাবে প্রেজেন্ট করতে চাইবো। ওটিটিতে কাজের সময়েও আমি বলেছিলাম, নাটকে যেভাবে আমাকে দেখেছে দর্শক সেভাবে হাজির হতে চাই না। চলচ্চিত্রের ক্ষেত্রেও একই কথা বলতে চাই। নাটক এবং ওটিটিতে আমাকে যেভাবে দেখা গেছে সেভাবে চলচ্চিত্রেও দেখা যাক তা চাই না। সে রকম গল্প, চরিত্র এবং পরিচালকের জন্য অপেক্ষা করেছি এতোদিন, এখন অনেকখানি এগিয়েছে কাজের কথা। এখন প্রযোজকের ঘোষণার জন্য অপেক্ষা করছি। তার আগে আমি বেশিকিছু বলতে চাই না।’

সাবিলা নূর / ছবি : শেখ সাদী
;

নাটকের ইতিহাসে সবচেয়ে বড় বাজেটে তৌসিফের ‘রূপকথা’



মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
‘রূপকথা’ নাটকে তৌসিফ মাহবুব

‘রূপকথা’ নাটকে তৌসিফ মাহবুব

  • Font increase
  • Font Decrease

মুক্তি পাচ্ছে তৌসিফ মাহবুবের প্রতীক্ষিত নাটক ‘রূপকথা’। জাকারিয়া সৌখিন পরিচালিত এই নাটকটি নাটকের ইতিহাসে এখন পর্যন্ত সর্বাধিক বাজেটে নির্মিত। একদম সিনেমাটিক আয়োজনে সিনেমার মতো এটি নির্মাণ করা হয়েছে বলে এটিকে সিনেমা-ই বলতে চান পরিচালক। একটু পরেই শুক্রবার (২৮ জুন) দুপুরে এটি উন্মুক্ত হবে সিএমভির ইউটিউব চ্যানেলে।

এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা তৌসিফ মাহবুব আশা করেন, এটি তার ক্যারিয়ারের সেরা কাজ হতে যাচ্ছে।

 ‘রূপকথা’ নাটকে কেয়া পায়েল ও তৌসিফ মাহবুব

জনপ্রিয় এই তারকা বলেন, এবার ঈদে যে কয়েকটা কাজ করেছি সেগুলো থেকে অনেক ভালো সাড়া পেয়েছি, এরমধ্যে একটা নাটক তো এখনও ট্রেন্ডিংয়ে। কিন্তু ‘রূপকথা’ কাজটির জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। 'অল টাইম দৌড়ের উপর'-এর পর আর কোনো কাজ নিয়ে এতটা এক্সাইটেড ছিলাম না, এমনকি এতটা পরিশ্রমও করিনি। টানা ১৩ দিন শুট করেছি। কাজটা ভালো করার জন্য তিন দিন আগেই আমি লোকেশনে চলে গিয়েছিলাম যেন কোন কমতি না হয়। যতটুকু এফোর্ট দেওয়া প্রয়োজন তার চেয়েও বেশি দেওয়ার চেষ্টা করেছি। এমনকি, ১৩ দিন শুট করলেও রেগুলার নাটকের জন্য যে পারিশ্রমিক নেই তার চেয়েও কম পারিশ্রমিক নিয়েছি। চেয়েছি আমার পারিশ্রমিকের ওই বাজেটটাও যেন মূল কাজে ব্যবহার হয়। চেষ্টার কমতি রাখিনি। অনেক আশাবাদী আমি, বাকিটা দর্শক দেখার পরই বলুক।

 ‘রূপকথা’ নাটকের পোস্টারে তৌসিফ মাহবুব

গল্পের রূপকথার মতো প্রেম এখন আর পর্দায় দেখা না গেলেও ঠিক সেরকম প্রেমের গল্পেই নির্মিত হয়েছে ‘রূপকথা’। এতে তৌসিফ মাহবুবের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন কেয়া পায়েল।

;

‘আজব কারখানা’র জন্য ঢাকায় পরমব্রত, প্রেক্ষাগৃহে আসছে ১২ জুলাই



মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
আজব কারখানা সিনেমার সংবাদ সম্মেলন / ছবি : ইএন নাঈম

আজব কারখানা সিনেমার সংবাদ সম্মেলন / ছবি : ইএন নাঈম

  • Font increase
  • Font Decrease

আসছে ১২ জুলাই সারাদেশে মুক্তি পাচ্ছে শবনম ফেরদৌসী পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আজব কারখানা’। তবে ছবিটি এরইমধ্যে দেশ ও বিদেশের একাধিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। পেয়েছে পুরস্কারও। এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।

আর এই সিনেমার মাধ্যমে প্রথমবার বড়পর্দায় অভিষেক হচ্ছে বাংলাদেশর শীর্ষ র‌্যাম্প মডেল শাবনাজ সাদিয়া ইমির। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন মেধাবী অভিনেত্রী দিলরুবা দোয়েল। আরও অভিনয় করতে দেখা যাবে বাংলার লোকগানের একাধিক গুণী শিল্পীকে। অতিথি চরিত্রে অভিনয় করেছেন ফাহমিদা নবী, আসিফ ইকবালের মতো তারকারা। সামিয়া জামান প্রযোজিত সরকারি অনুদানের এই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা, পোস্টার উন্মোচন ও টিজার প্রকাশ উপলক্ষ্যে আজ সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত ক্লাবে আয়োজন করা হয় এক প্রীতি অনুষ্ঠান। তাতে অংশ নিতে কলকাতা থেকে ছুটে আসেন পরমব্রত চট্টোপাধ্যায়। এছাড়া সিনেমা সংশ্লিষ্ট সবাই উপস্থিত ছিলেন।

আজব কারখানা সিনেমার সংবাদ সম্মেলন / ছবি : ইএন নাঈম

আজ ছিল এই তারকা অভিনেতার জন্মদিন। অনুষ্ঠান শেষে তার জন্মদিনের কেক কেটে উদযাপনও করা হয়।

প্রযোজক সামিয়া জামান বলেন, ‘ছবিটি নিয়ে আমরা অনেক বছর ধরে কাজ করেছি। অবশেষে যে দর্শকের জন্য সিনেমাটি নির্মাণ করেছি তাদের দেখানোর সুযোগ তৈরী হয়েছে। আমরা আগামী ১২ জুলাই থেকে প্রেক্ষাগৃহে ছবিটি দেখতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।’

নির্মাতা শবনম ফেরদৌসী বলেন, ‘‘আমার জন্য আজকের দিনটি খুবই স্পেশ্যাল। কারণ, আজ আমার প্রথম সিনেমার মুক্তির তারিখ সবার সঙ্গে শেয়ার করছি। একইসঙ্গে আমি আরেকটি ছবি শুরু করতে যাচ্ছি যেটার জন্যও সরকারি অনুদান পেয়েছি। অনেক স্বপ্ন আর কষ্ট নিয়ে ‘আজব কারখানা’ করেছি। বাংলাদেশে সরকার এবং প্রযোজক সামিয়া জামান সহায়তা না করলে আমার এই স্বপ্নের ছবিটি আলোর মুখ দেখতো না। পরমব্রত এতো কষ্ট করেছে বলার মতো নয়। এমনও দিন গেছে তার মতো তারকা অভিনেতা খেয়েছে কিনা সেই খোঁজটুকু আমি নিতে পারিনি কাজের চাপে। সে মুখ বুজে কাজ করেছে। এছাড়া প্রতিটি শিল্পী যার যার জায়গা থেকে কাজটি নিজের মনে করে করেছে।’

আজব কারখানা সিনেমার সংবাদ সম্মেলন

শবনম আরও বলেন, ‘এই ছবিটি আসলে তৈরী করা খুব দরকরা ছিল। গান আমাদের সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ ও ঐতিহ্য। সেই বাংলার গানকে আমরা আরও একটু ছড়িয়ে দিতে চেয়েছি।’

পরমব্রত চট্টোপাধ্যায় বলেন, ‘ছবিটি করতে রাজী হয়েছিলাম শুধুমাত্র গানের প্রতি ভালোবাসা থেকে। কারণ গানের পরিবেশেই আমার বেড়ে ওঠা। আমার বাবা মা দুজনই বাংলা গানের প্রচার প্রসারে কাজ করে গেছেন। আমি নিজেও সাধুসঙ্গসহ অনেক কিছু করেছি বাংলা গানকে ভালো করে জানতে। সেই বাংলার গান নিয়ে একটি চলচ্চিত্র হচ্ছে, যেখানে আমি একজন রকস্টারের চরিত্র করতে পারবো, এই লোভ সামলাতে পারিনি।’

তিনি আরও বলেন, ‘ছবিটি এর আগে কলকাতায় দুবার প্রদর্শিত হয়েছে। একবার প্রদর্শনের সময় আমি উপস্থিত ছিলাম। তখন ছবিটি দর্শকের কেমন লেগেছে সেটি তাদের চোখে মুখে আমি দেখেছি। কারণ গান ভালোবাসে এমন অজস্র দর্শক আমাদের বাংলায় রয়েছে। আমার বিশ্বাস তারা এই ছবিটি দেখবেন।’

আজব কারখানা সিনেমার সংবাদ সম্মেলন

শাবনাজ সাদিয়া ইমি বলেন, ‘‘আমি এমন একটি ছবি দিয়ে আত্মপ্রকাশ করতে চেয়েছিলাম যেটি নিয়ে সব সময় প্রাউড ফিল করতে পারি। ‘আজব কারখানা’ তেমনি একটি সিনেমা। ছবিটি করতে রাজী হই আমার বিপরীতে পরমব্রত চট্টোপাধ্যায়ের মতো অভিনেতা আছে দেখে। তারসঙ্গে কাজ করে আমি অভিনেত্রী হিসেবে অনেক উন্নত হয়েছি বলে মনে করি। আমার আগামী কাজগুলো নির্ভর করবে এই ছবির ফলাফলের ওপর। তাই আমি সবাইকে বলবো আমরা ছবিটি হলে এসে দেখুন, আশা করছি নিরাশ হবেন না।’

দিলরুবা দোয়েল বলেন, ‘ছবিটিতে আমি একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছি। পরমব্রত চট্টোপাধ্যায়ের মতে অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ার করবে জেনে যেমন আনন্দ লাগছিলো, তেমনি ভয়ও পাচ্ছিলাম। তবে তিনি অনেক সাপোর্টিভ। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা খুবই ভালো। আশা করছি দর্শকেরও ছবিটি ভালো লাগবে।’

;

দুই নায়িকাকে নিয়ে আসছেন ভিকি জাহেদ



মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
নাদিয়া, ভিকি জাহেদ ও ফারিণ

নাদিয়া, ভিকি জাহেদ ও ফারিণ

  • Font increase
  • Font Decrease

ভিকি জাহেদ এই সময়ের অন্যতম দর্শকপ্রিয় নির্মাতা। তার প্রতিটি কাজ দর্শক সাদরে গ্রহণ করেন। গেল কোরবানির ঈদেও তিনি শক্তিমান অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে নিয়ে নির্মাণ করেন টেলিভিশন ফিকশন ‘তিথিডোর’। চারিদিকে এখনো নাটকটির দারুণ প্রশংসা শোনা যাচ্ছে।

সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই ভিকি জাহেদের নতুন কাজের খবর সামনে এলো। এবার আর এক নায়িকা নয়, দর্শকপ্রিয় দুই নায়িকাকে নিয়ে হাজির হতে চলেছেন ভিকি।

পোস্টারে ফারিণ

এ সময়ের জনপ্রিয় দুই অভিনেত্রী তাসনিয়া ফারিণ এবং সালহা খানম নাদিয়া অভিনয় করেছন ভিকি জাহেদের ওয়েব কনটেন্ট ‘একটি খোলা জানালা’য়। এরইমধ্যে এই কাজের দুটি পোস্টার উন্মোচিত হয়েছে। একটিতে দেখা যাচ্ছে তাসনিয়া ফারিণকে, অন্যটিতে সালহা খানম নাদিয়াকে।

মজার বিষয় হলো দুজনের পরণেই রয়েছে নার্সের পোশাক। সঙ্গে ভিকি জাহেদের অন্য সব কাজের মতো সাসপেন্সের ছোঁয়া।

ভিকি জাহেদ

‘একটি খোলা জানালা’ সম্মন্ধে গুণী নির্মাতা ভিকি জাহেদ বার্তা২৪.কমকে বলেন, ‘এটি শিগগিরই ওয়েব প্ল্যাটফর্ম বিঞ্জ-এ মুক্তি পাবে। তবে এটি কোন ওয়েব ফিল্ম বা ওয়েব সিরিজ নয়। এটি মূলত একটি শর্টফিল্ম, যার দৈর্ঘ্য আধ ঘণ্টার মতো।’

তিনি আরও বলেন, ‘পোস্টার দেখেই অনেকে বুঝতে পেরেছেন যে এটি হাসপাতালের নার্সদের গল্প। আসলেই তাই, এখানে কোন পুরুষ প্রধাণ চরিত্র নেই। ফারিণ আর নাদিয়াসহ আরও কয়েকজন নার্সের জীবন ঘিরে গল্প আবর্তিত হয়েছে। আমি বেশিরভাগ ক্ষেত্রে থ্রিলার নির্মাণ করি, এটিও তেমন একটি কাজ। সঙ্গে হরর স্বাদ পাওয়া যাবে। রাতে কাজটি দেখলে বেশি মজা পাওয়া যাবে।’

পোস্টারে নাদিয়া

নির্মাতা জানান, ‘একটি খোলা জানালা’র শুটিং হয়েছে এ বছরেই। ফারিণ ও নাদিয়া দুজনই চরিত্রটি দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। এই অভিনেত্রীও কাজটি নিয়ে আশাবাদী।

প্রসঙ্গত, ফারিণ এখন রয়েছেন যুক্তরাষ্ট্রে। সেখানে তিনি গত মঙ্গলবার কোপা আমেরিকা টুর্নামেন্টে আর্জেন্টিনার ম্যাচ উপভোগ করেছেন গ্যালারীতে বসে। আর নাদিয়া সদ্য বিয়ে করেছেন অভিনেতা সালমান আরাফাতকে। এখন তারা হানিমুন করতে কক্সবাজারে আছেন। দুই অভিনেত্রীই যার যার অবস্থান থেকে সোশ্যাল মিডিয়ায় সুন্দর সুন্দর ছবি শেয়ার করছেন ভক্তদের সঙ্গে।

স্বামীর সঙ্গে কক্সবাজারে নাদিয়া ও কোপা আমেরিকায় ফারিণ

;