যুক্তরাষ্ট্রে পুরস্কৃত নৃত্যশিল্পী আলিফ

  • মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

যুক্তরাষ্ট্রে পুরস্কৃত আলিফ

যুক্তরাষ্ট্রে পুরস্কৃত আলিফ

বাংলাদেশের তরুণ প্রজন্মের নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার মোফাসসাল আলিফ সম্প্রতি একাধিকবার নাচ নিয়ে বিদেশ সফরে গিয়েছেন। ইউরোপ ট্যুরের পর কোরিয়া ট্যুরে বাংলাদেশের নাচকে তুলে ধরেছেন বিদেশের মঞ্চে। প্রতিবারই তিনি দর্শকের ভালোবাসা পেয়েছেন বলে জানিয়েছেন।

তবে এবার যুক্তরাষ্ট্র সফর শুধু ভালোবাসার মধ্যে আটকে থাকলো না। নিজের মেধা ও সৃজনশীলতার জন্য সেখান থেকে পুরস্কার নিয়ে ঘরে ফিরছেন এই তরুণ শিল্পী। যুক্তারাষ্ট্রের মতো দেশ থেকে এমন পুরস্কারপ্রাপ্তি নিঃসন্দেহে যে কোন বাংলাদেশির জন্য সম্মানের। তাই আলিফও দারুণ উচ্ছ্বসিত।

বিজ্ঞাপন
তরুণ প্রজন্মের নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার মোফাসসাল আলিফ

তিনি বার্তা২৪.কমকে জানালেন, ‘‘যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় আয়োজন ‘আনন্দমেলা’। প্রতি বছর এই আয়োজনে কয়েক হাজার বাঙালির সমাবেশ ঘটে। প্রতিবারই এতে অংশ নেন বাংলাদেশের একঝাঁক তারকাশিল্পী। প্রবাসী আমেরিকানদের নেচে গেয়ে মাতিয়ে আসেন তারা। এবারও সেই আয়োজন হয়ে গেলো গত ২০ ও ২১ জুলাই। দুদিনব্যাপী এই আয়োজনের প্রধান অতিথি ছিলেন মার্কিন কংগ্রেস সদস্য জোডি চো এবং মেয়র ভারগেস মাইকেল। এই মেলার পরিচালক ও সমন্বয়কারী খান মো. আলী।’

আলিফ আরও বলেন, ‘আমি এবারই প্রথম এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে এসেছি। শুধু তাই নয়, বেস্ট ড্যান্সার এ্যান্ড কোরেওগ্রাফার অ্যওয়ার্ড পেয়েছি যেটা ছিলো আমার কল্পনারও বাইরে। আমি অত্যন্ত সম্মানীত ও আনন্দিতবোধ করছি। আশা করছি আগামীতে আরও ভালো কাজের মাধ্যেমে বিশ্ব দরবারে বাংলাদেশের সুনাম রক্ষা করব।’

যুক্তরাষ্ট্রে পুরস্কৃত আলিফ