মার্ভেলের সুপারভিলেন ডুম চরিত্রে আরডিজে, জোট বেঁধেছেন রুশো ব্রাদার্সও
ক্রিশ্চিয়ান বেল ও হিথ লেজার অভিনীত বিখ্যাত সুপারহিরো সিনেমা ফ্রাঞ্চাইজি ‘ব্যাটম্যান: ডার্ক নাইট ট্রিলজি’র দ্বিতীয় কিস্তি ‘দ্য ডার্ক নাইট’ সিনেমাটি ২০০৮ সালে প্রকাশ পেয়েছিল। ‘ডিসি কমিকস’-এর একই শিরোনামের কমিক সিরিজের গল্পের ভিত্তিতে তৈরি এই সিনেমায় পরিচালনায় ছিলেন ক্রিস্টোফার নোলান। কমিক বই থেকে তোলা একটি ডায়লগ সেবছর সিনেমা প্রকাশের পর অনেক জনপ্রিয়তা পায়। ‘You either die a hero or live long enough to see yourself become the villain...’ এই লাইনের অর্থ- হয় তুমি বীরের মতো মারা যাবে, নয়তো বেঁচে থেকে নিজেকেই একজন খল চরিত্রে রূপান্তরিত হতে দেখবে।
সেই একই বছরে সূচনা হয়েছিল আরেক বিরাট সুপারহিরো ফ্রাঞ্চাইজি মার্ভেল সিনেমেটিক ইউনিভার্সের (এমসিইউ)। রবার্ট ডাউনি জুনিয়র অভিনীত ‘আয়রনম্যান’ সিনেমাও প্রকাশ পেয়েছিল ২০০৮ সালেই। দ্য ডার্ক নাইট সিনেমার ব্যবহৃত সেই বিখ্যাত লাইনটি যেন এখন পুরোপুরি প্রযোজ্য অভিনেতা ডাউনির জন্য।
বিখ্যাত সুপারহিরো আয়রনম্যান চরিত্র থেকে ডাউনি বিদায় নিয়েছেন অর্ধযুগ আগে। তার অনুপস্থিতি যেন মেনেই নিতে পারছিলেন না ভক্তরা। বার বার তার ফিরে আসার আর্জি জানাতে দেখা যায় নেটিজেনদের। গুরুতর প্রভাব পড়ে বক্সঅফিস কালেকশনেও। এবার তিনি আবার মার্ভেলে ফিরলেন বটে, তবে হিরো হিসেবে নয়। ডাউনি ফিরছেন অন্যতম ভয়ংকর সুপার ভিলেন ডক্টর ডুম চরিত্রে। সম্প্রতি আয়োজিত স্যান ডিয়েগো কমিককন-২০২৪ এর অনুষ্ঠানে মার্ভেলের প্যানেল চলাকালে এই ঘোষণা দেওয়া হয়। ২০২৬ সালের মে মাসে আসন্ন পরবর্তী অ্যাভেঞ্জার্স সিনেমার নাম হতে চলেছে ‘অ্যাভেঞ্জার্: ডুমসডে’। সেই সিনেমাতেই ভিক্টর ডুমের চরিত্রে অভিনয় করবেন ডাউনি। ডুমের বিখ্যাত ফেইসমাস্ক পরে মঞ্চে আনে এবং সকলের সামনেই মাস্ক খুলে ফেলেন। সেই সময় দর্শক মহলে সকলে উত্তেজনায় চিৎকার করে ওঠে।
তখন স্টেজে উপস্থিত ছিলেন প্রধান প্রযোজক কেবিন ফাইগি। প্রথমেই তিনি ডেকে আনেন অ্যান্টনি আর জস রুশো অর্থাৎ রুশো ব্রাদার্সকে। এর আগে রুশো ব্রাদার্স অ্যাভেঞ্জার্সের ২ টি সিনেমা এবং ক্যাপ্টেন আমেরিকার ২ টি সিনেমা পরিচালনা করেছিলেন। ৪টি সিনেমাই একাধারে ছিল ব্যবসাসফল এবং ফ্যানফেভারিট। এরপর তারা আর বড় কোনো প্রজেক্ট ছাড়া মার্ভেলে ফিরবে না, তা আগেই জানিয়েছিলেন।
অবশেষে রুশো ব্রাদার্স ফিরলেন, সঙ্গে ফিরলেন ডাউনিও। ওপেনাইমার সিনেমায় অভিনয় করে অস্কার পাওয়ার পর সাক্ষাৎকারে ডাউনি জানিয়েছিলেন, মার্ভেলে ফেরার জন্য তিনি মুখিয়ে রয়েছেন। সেই সুযোগটিই যেন কাজে লাগালেন কেবিন ফাইগি।
এতদিন শীর্ষস্থানীয় অ্যাভেঞ্জার্স আয়রনম্যান চরিত্রে অভিনয় করেছেন ডাউনি। ভক্তদের মনে সেরা সুপারহিরো হিসেবে জায়গা করে নিয়েছিলেন। তবে এখন সেই অ্যাভেঞ্জার্সেরই সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে সামনে আসছেন তিনি। তাকে দেখা যাবে ডুমসডে’র পরবর্তী কিস্তি ‘অ্যাভেঞ্জার্স: সিক্রেট ওয়ার’ সিনেমাতেও।
ডাউনির হাত ধরেই এমসিইউ আজ এই পর্যায়ে এসেছে। তাই বরাবরই তিনি মার্ভেলের খুব গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। ২০১৮ সালে অ্যাভেঞ্জার্সের ৪র্থ কিস্তি ‘অ্যাভেঞ্জার্স:এন্ডগ্যেম’ সিনেমায় পুরো ব্রহ্মাণ্ডকে বাঁচাতে নিজের প্রাণ দেয় ডাউনি অভিনীত চরিত্র টোনি স্টার্ক।