যতোদিন ছাত্ররা মাঠে আছে আমি তাদের সাথে আছি: বাঁধন

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অভিনেত্রী আজমেরী হক বাঁধন

অভিনেত্রী আজমেরী হক বাঁধন

কোটা সংস্কার আন্দোলনের রূপ ক্রমেই বৃহৎ পরিসরে ছড়িয়ে পড়ছে। এই আন্দোলনকে এখন একটা অংশ দেখছে দেশের আমূল পরিবর্তনের মাধ্যম হিসেবে। আবার কেউ কেউ সন্দিহান আদতে কি হতে যাচ্ছে তা নিয়ে। এতোদিন শোবিজ তারকারা পুরো বিষয়টি বোঝার চেষ্টা করলেও আজ দলবদ্ধভাবে ছাত্রদের প্রতি সংহতি জানাতে রাজপথে নামেন অনেকেই। বৃষ্টিতে ভিজে তারা ফার্মগেটের রাস্তায় চলমান পরিস্থিতির বিরুদ্ধে আওয়াজ তোলেন। ব্যক্ত করেন নিজেদের মতামতও।

জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সুনাম কুড়ানো অভিনেত্রী আজমেরী হক বাঁধনের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। তিনি গণমাধ্যমকে বলেছেন, ‘যতোদিন ছাত্ররা মাঠে আছে আমি তাদের সাথে আছি।’

বিজ্ঞাপন
অভিনেত্রী আজমেরী হক বাঁধন

এ সময় বাঁধন দেশের বেহাল দশায় আবেগতাড়িত হয়ে পড়েন। তিনি কান্না, চিৎকার ও প্রতিবাদের সমন্বিত আবেগকে বুকে ধারণ করে বলেন, ‘এ দেশটা আমার। আমার ১২ বছরের একটা মেয়ে আছে। আমাদের অন্য কোন দেশের পাসপোর্ট নেই। আমরা এ দেশেই থাকবো। সুতরাং আমরাই এ দেশটাকে সংস্কার করবো।’

তিনি আরও বলেন, ‘আমার যদি একটু বিবেক থেকে থাকে তাহলে মানসিকভাবে সুস্থ থাকার অবকাশ আমি দেখছি না। কারণ যেদিন প্রথম গুলি চলেছে সেদিন থেকে আজ পর্যন্ত শান্তিতে দু চোখের পাতা এক করতে পারিনি। কারণ, ওই শিশুগুলোর মধ্যে আমার সন্তান থাকতে পারতো, ওই মানুষগুলোর মধ্যে আমি আপনি থাকতে পারতাম। এটা কোন গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার প্রতিচ্ছ্ববি হতে পারে না। আমি এই সকল অন্যায়ের সুষ্ঠু তদন্ত চাই, সংশ্লিষ্ট সকলকে বিচারের আওতায় আনা হোক এবং এই বিচারের প্রকাশ্য প্রয়োগ আমরা দেখতে চাই।’

বিজ্ঞাপন