জুনায়েদকে দায়িত্ব দিয়ে অবসরে যাচ্ছেন আমির খান!

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আমির খানের সঙ্গে ছেলে জুনায়েদ খান

আমির খানের সঙ্গে ছেলে জুনায়েদ খান

ক্যারিয়ারের শুরুতেই সফলতা পেলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত অভিনেতা আমির খানের বড় ছেলে জুনায়েদ খান। তার অভিনীত প্রথম সিনেমা ‘মহারাজ’ দারুণ সফলতা পেয়েছে। বাবা বলিউডের সুপারস্টার হলেও জুনায়েদ তার কোন ধরনের সাহায্য ছাড়াই বলিউডে পা রেখেছেন। তাইতো অন্য স্টারকিডরা যেখানে কলেজ শেষ করার আগেই বলিউডে চলে আসেন জুনায়েদ সেটি পারেননি। পড়াশুনা শেষ করে নিজেকে অভিনয়ের জন্য ঠিকমতো তৈরি করে ৩২ বছর বয়সে প্রথম ছবি নিয়ে হাজির হয়েছেন।

ছেলের এমন সাফল্যে তাই দারুণ উচ্ছ্বসিত আমির খান। সম্প্রতি ছেলের প্রথম ছবির সাকসেস পার্টিও রাখেন এই অভিনেতা। এবার ছেলের ওপর আরও বড় দায়িত্ব দেওয়ার কথা ভাবছেন আমির!

বিজ্ঞাপন
জুনায়েদ খান

আমির খান অবসরের চিন্তাভাবনা করছেন বলে জানিয়েছেন তার ছেলে জুনায়েদ খান। এমনকি তার বাবা আমির খানের প্রোডাকশনও পরিচালনা করেন। এ কাজকে তিনি ‘চলচ্চিত্র নির্মাণের সবচেয়ে কঠিন কাজ’ বলে মনে করেন। বর্তমানে জুনায়েদ ‘প্রীতম পেয়ারে’ ছবিটি প্রযোজনা করছেন।

ক্যারিয়ারের শুরুতে প্রযোজনায় পা রাখার বিষয়ে জুনায়েদ টাইমস অফ ইন্ডিয়াকে জুনায়েদ বলেন, ‘‘বাবার কারণে প্রযোজনা সংস্থার কাজ শুরু করি। ‘পিকে’ ছবির শুটিং সেটে ক্যামেরার পেছনে ছিলাম। সহযোগী পরিচালকের কাজও করেছি। ‘লাপাত্তা লেডিজ’-র শুটিং নিয়ে কিরণ রাও ব্যস্ত থাকার সময় প্রযোজনা সংস্থার কাজও করেছি। মহারাজের শুটিং শেষ করার পর আমরা একেপি’র (আমির খান প্রোডাকশন) একটি ছবিতে কাজ করেছিলাম।’’

বিজ্ঞাপন
`মহারাজা’ ছবিতে জুনায়েদ খান

জুনায়েদ আরও বলেন, ‘সেই সময়ে কিরণ রাও লাপাত্তা লেডিস নির্মাণ করছিলেন। বাবা অবসর নেওয়ার বিষয়ে আমাকে বলেছিলেন, ‘আমি অবসর নিচ্ছি, কেন তুমি দায়িত্ব নিচ্ছো না।' তাই, আমি তখন নির্মাণে পা দিয়েছিলাম। আমি মনে করি, প্রোডাকশন সম্পর্কে আমার এখন যথেষ্ট ভালো ধারণা আছে।’

স্টারকিডরা শোবিজে পা রাখলেই বাবা-মায়ের সঙ্গে তুলনা চলেই আসে। বাবার সঙ্গে তুলনা করলে কোনো অস্বস্তি বোধ করেন কি না? জানতে চাইলে জুনায়েদ বলেন, ‘এমন কোনো অস্বস্তি বোধ করি না। আমার পরিবার খুব সাপোর্টিভ, তাদের থেকে তেমন কোনো চাপ অনুভব করি না। আমার পরিচালক এবং প্রযোজক খুব সাপোর্টিভ ছিলেন। অত্যন্ত ভালো অভিনেতার সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে। অস্বস্তির বিষয়ে আমি কখনো ভাবিনি।’

জুনায়েদ খান

আমিরের সঙ্গে তুলনার কথা বলতে গিয়ে জুনায়েদ হেসে বলেন, ‘‘আমি মনে করি না ‘মহারাজ’ সিনেমার যেকোনো চরিত্রের ক্ষেত্রে বাবা যাবেন (হেসে)।’’

উল্লেখ্য, ‘লাল সিং চাড্ডা’র পর আমির খান ‘সিতারে জমিন পার’ নিয়ে বড় পর্দায় ফিরবেন। ছবিটি চলতি বছরের ডিসেম্বরে মুক্তির জন্য দিন-তারিখ নির্ধারিত রয়েছে।