সরকার পতনে বিজয়ের হাসি জনপ্রিয় তারকাদের মুখে

  • মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ফারুকী, সাবিলা, সিয়াম, মেহজাবীনের মুখে বিজয়ের হাসি

ফারুকী, সাবিলা, সিয়াম, মেহজাবীনের মুখে বিজয়ের হাসি

আজ সোমবার বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক দিন। ছাত্র আন্দোলনের কাছে পরাজিত হয়ে সরকার পতনের ঘটনা ইতিহাস হয়ে থাকবে। আজ বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে পদত্যাগ করে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা দেশ ছেড়েছেন। এ সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দিয়েছেন।

এ খবর আন্দোলনরত ছাত্রদের কানে পৌঁছতে বেশি সময় লাগেনি। তারা আনন্দ মিছিল শুরু করে রাজপথে। যে সকল শোবিজ তারকারা শুরু থেকেই এই ছাত্র আন্দোলনের পাশে থেকেছেন, দিয়ে এসেছেন অনুপ্রেরণা, তাদের অনেকেই এ খবর শোনার পর ফেসবুকে নিজের অনুভূতি ব্যক্ত করেছেন।

বিজ্ঞাপন
 নির্মাতা আশফাক নিপুণ

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, ‘স্বাধীন দেশে স্বাগতম! কি করে দেশের স্বাধীনতা আন্দোলনের স্থপতির কন্যা থেকে পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম এবং নিষ্ঠুরতম স্বৈরশাসকে পরিণত হলো শেখ হাসিনা এটা ভবিষ্যতে ইতিহাসের ছাত্ররা মনোযোগ দিয়ে পাঠ করবেন ‘

প্রখ্যাত অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা লিখেছেন, ‘স্বাধীন দেশে স্বাগতম! আলহামদুল্লাহ ‘

বিজ্ঞাপন

জনপ্রিয় নির্মাতা আশফাক নিপুণ লিখেছেন, ‘‘জনাবা শেখ হাসিনা, দেশটা শুধু একলা আপনার বাপের না। দেশটা আমাদেরও। যাদের দেশ তারা দেশ ছেড়ে পালায় না। মাটি কামড়ে পড়ে থাকে। খোদা হাফেজ।’ ইতি, একজন গর্বিত বাংলাদেশী।’’

গায়িকা নাজমুন মুনিরা ন্যান্সি

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী গায়িকা নাজমুন মুনিরা ন্যান্সি রাস্তার গণশ্রোতের সঙ্গে মিশে গিয়ে ছোট্ট লাইভ করেছেন হাসিমুখা মুখে। তিনি পতন হওয়া সরকারের আমলে অনেক নীপিড়ন সয়েছেন বলে বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন।

জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর একটু আগে রাজপথে ছড়িয়ে পড়া জনসমূদ্রের ছবি েপোস্ট করে লিখেছেন, ‘‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার... ' এই স্বাধীনতা তোমাদের… পুরোটাই তোমাদের। Gems of Gen-Z, you guys are the heroes and heroines of this story. একেই বলে তরুণ্যের জয়।’’

অভিনেত্রী মৌটুসী

গুণী অভিনেত্রী মৌটুসী বিশ্বাস লিখেছেন, ‘গণতন্ত্র ও শান্তি প্রতিষ্ঠা হোক দ্রুত। শুভ কামনা বাংলাদেশ। নতুনত্ব দেখার অপেক্ষায় ‘

দেশের অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ লিখেছেন, ‘বাংলাদেশ ২.o'।

অভিনেত্রী তানজিকা আমিন লিখেছেন, ‘done!'

 সুনেরাহ বিনতে কামাল

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা সুনেরাহ বিনতে কামাল লিখেছেন, ‘দ্য পাওয়ার অব ইউনিটি।’

দর্শকের প্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী লিখেছেন, ‘স্বাধীন।’

জনপ্রিয় চিত্রনায়িকা তমা মির্জা লিখেছেন ‘বাংলাদেশ’।

চিত্রনায়িকা তমা মির্জা