স্বস্তিকার ছবিটিতে যুক্ত হলেন রাজ আর ভাবনা

  • মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

স্বস্তিকা মুখার্জি, শরিফুল রাজ ও ভাবনা । ছবি: ফেসবুক

স্বস্তিকা মুখার্জি, শরিফুল রাজ ও ভাবনা । ছবি: ফেসবুক

ওপর বাংলার জাদরেল অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিকে নিয়ে ঢাকার নির্মাতা হিমু আকরাম ‘আলতাবানু জোছনা দেখেনি’ নামে একটি ছবি বানাবেন এ খবর বেশ পুরনো। তবে এখনো ছবিটির কাজ শুরু হয়নি।

এরইমধ্যে নতুন খবর এলো ছবিটিকে ঘিরে। তিন সময়ের গল্প নিয়ে নির্মিত হতে যাওয়া এই ডার্ক থ্রিলার সিনেমায় যুক্ত হয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক শরিফুল রাজ ও মেধাবী অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।

বিজ্ঞাপন

ইতিমধ্যেই তাদের তিনজনকে সিনেমাটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পরিচালক হিমু আকরাম।

স্বস্তিকা মুখার্জি । ছবি: ফেসবুক

তিনি বলেন, ‘অনেক দিন ধরেই সিনেমাটির পরিকল্পনা করছিলাম। এটা একটা ডার্ক থ্রিলার জনরার গল্প যেখানে তিনটা সময়কে ধারণ করে নির্মিত হবে। পুরান ঢাকা থেকে শুরু করে গল্পটা যাবে সৈয়দপুর রেল জংশনে এবং অষ্টগ্রামের হাওরে গিয়ে এর গল্প শেষ হবে। যেহেতু তিনটা সময়কে দেখানো হবে সে অনুযায়ী গল্পের হিরোর লুকেরও কিছু বিষয় পরিবর্তনের ব্যাপার আছে। সেজন্য এরকম গল্পের সঙ্গে যায় এরকম কাউকে খুঁজছিলাম প্রায় ৮ মাস ধরে। অবশেষে শরিফুল রাজকে পেলাম।’

বিজ্ঞাপন

হিমু আকরাম আরও বলেন, ‘এখানে ভাবনার চরিত্রের নাম জুলেখা, চরিত্রটি বেশ ইন্টারেস্টিং। এই চরিত্রটির জন্য ভাবনা ছাড়া অন্য কাউকে আমার পারফেক্ট মনে হয়নি। দুই মাস তার সঙ্গে চরিত্রটি নিয়ে আলোচনা করেছি। এই ছবিতে দর্শক অবশ্যই ভাবনাকে আলাদা করতে পারবেন বলে আমার বিশ্বাস।'

শরিফুল রাজ । ছবি: ফেসবুক

নির্মাতা জানালেন, আমাদের সব রকমের প্রস্তুতি শেষ। যেহেতু স্বস্তিকা কলকাতা থেকে ঢাকায় আসবেন, উনার ওয়ার্ক পারমিট এবং ভিসা প্রসেসিংয়ের ব্যাপার রয়েছে। এই বিষয়টা সম্পন্ন হলেই আমরা শুটিংয়ে নামব। এখন পর্যন্ত পরিকল্পনা আগামী সেপ্টেম্বর থেকেই শুটিং শুরু করার।’

নতুন এই সিনেমাটি প্রসঙ্গে আশনা হাবিব ভাবনা বলেন, ‘গত দুই মাস ধরে পরিচালকের সঙ্গে সিনেমাটি নিয়ে কথা হচ্ছিল। পরিচালকের অনুমতি না পাওয়া পর্যন্ত তো আমি কিছুই বলতে পারি না। গতকালই আমার সাইনিং হয়েছে। গল্প নিয়ে আমি এখনই কিছু বলতে পারব না। তবে এতটুকু বলতে পারব, গল্প এবং চরিত্রটা আমার খুবই ভালো লেগেছে। এমন ধরণের চরিত্রে আমি আগে কখনও কাজ করিনি। তাছাড়া এই ছবিতে কাজের আরেকটি ভালো লাগার দিক হলো, স্বস্তিকা মুখার্জি; যিনি আমার ভীষণ প্রিয় একজন অভিনেত্রী।’

আশনা হাবিব ভাবনা । ছবি: ফেসবুক

জানা গেছে, সেপ্টেম্বরেই সিনেমাটির শুটিং শুরুর পরিকল্পনা করছেন নির্মাতা। সিনেমাটিতে আরও অভিনয় করবেন মামুনুর রশিদ, আরফান মৃধা শিবলু, ইলোরা গহর, মুকিত জাকারিয়া প্রমুখ।