নাট্যদম্পতি রামেন্দু ও ফেরদৌসীর আহ্বান

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নাট্যদম্পতি রামেন্দু মজুমদার ও ফেরদৌসী মজুমদার

নাট্যদম্পতি রামেন্দু মজুমদার ও ফেরদৌসী মজুমদার

বন্যাদুর্গতদের পাশে থাকতে সংস্কৃতিকর্মীদের আহ্বান জানিয়েছেন দেশের প্রখ্যাত দুই নাট্যজন রামেন্দু মজুমদার ও ফেরদৌসী মজুমদার।

দুজনের স্বাক্ষরিত এক বিবৃতিতে তারা লিখেছেন, ‘সংস্কৃতিকর্মীদের প্রতি আহ্বান, দেশ আজ এক চরম দুর্যোগের কবলে। স্মরণকালের ভয়াবহতম বন্যার ফলে লাখ লাখ মানুষের জীবন বিপন্ন। অতীতে সব প্রাকৃতিক দুর্যোগে দেশবাসীর সঙ্গে আমরা সংস্কৃতিকর্মীরা ত্রাণকাজে সক্রিয়ভাবে অংশ নিয়েছি। আশি পেরোনো বয়সের কারণে ব্যক্তিগতভাবে আমরা দুজন আগের মতো মাঠপর্যায়ে ত্রাণতৎপরতায় অংশ নিতে না পারলেও বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে সহযোগিতা করার চেষ্টা করছি।’

বিজ্ঞাপন

গণমাধ্যমকে পাঠনো সেই যৌথ বিবৃতিতে নাট্যদম্পতি লিখেছেন, ‘আমাদের সংস্কৃতিকর্মীরা অনেকেই নিজেদের মতো করে ত্রাণকাজে অংশ নিচ্ছেন। সমবেতভাবে যদি আমরা এক জায়গায় অর্থ সংগ্রহ করতে পারি, তাহলে বন্যাপরবর্তী পুনর্বাসনের কাজে সেটা খুবই সহায়ক হবে। আমাদের আন্তরিক আহ্বান, একটি সভায় মিলিত হয়ে তরুণ সংস্কৃতিকর্মীদের উদ্যোগে ও নেতৃত্বে একটি তহবিল গঠিত হোক, যেখানে আমরা প্রবীণরা তাদের সঙ্গে থেকে আমাদের সাধ্য অনুযায়ী সহযোগিতা করব। সংগৃহীত অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল কিংবা মাঠপর্যায়ে কাজ করে এমন কোনো প্রতিষ্ঠানকে দেওয়া যেতে পারে।’

নাট্যদম্পতি রামেন্দু মজুমদার ও ফেরদৌসী মজুমদার

পরিশেষে তারা লিখেছেন, ‘সম্ভব হলে সংস্কৃতিকর্মীরা নিজেরাও পুনর্বাসনের কাজে হাত দিতে পারি। আমাদের তরুণ বন্ধুরা এ ব্যাপারে জরুরি ভিত্তিতে একটি উদ্যোগ নেবেন, এ আশা করি। সবাই মিলে আমরা এ দুর্যোগ মোকাবিলা করতে পারব, এ বিশ্বাস আমাদের রয়েছে।’

বিজ্ঞাপন