মারধর, বিভিন্ন ধরনের হুমকি ও যৌন হয়রানির অভিযোগে করা মামলায় আলোচিত নায়িকা পরীমণি সাক্ষ্য দিতে আদালতে হাজির হয়েছেন। আজ (২২ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক শাহানা হক সিদ্দিকার আদালতে হাজিরা দেন তিনি। কিছুক্ষণের মধ্যে তার জবানবন্দি রেকর্ড করা হবে বলে আদালত সূত্রে জানা গেছে।
মামলার আসামিরা হলেন- নাসির উদ্দিন, তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলম। ২০২২ সালের ১৮ মে তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। ওই বছরের ২৯ নভেম্বর পরীমণির সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
বিজ্ঞাপন
২০২১ সালের ৬ সেপ্টেম্বর মামলায় নাসির, অমি এবং শহিদুল আলমকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন।
বিজ্ঞাপন
জানা যায়, ২০২১ সালের ১৪ জুন সাভার থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন ও অমির নাম উল্লেখ করে ছয় জনের বিরুদ্ধে মামলা করেন চিত্রনায়িকা পরীমণি। মামলা দায়েরের পর অভিযানে নামে মহানগর গোয়েন্দা পুলিশ। ওইদিনই নাসির উদ্দিনসহ পাঁচ জনকে উত্তরার একটি বাসা থেকে আটক করে ডিবি পুলিশ। অভিযানে ওই বাসা থেকে বিপুল পরিমাণ মদ-বিয়ার ও ইয়াবা জব্দ করা হয়।
স্বনামধণ্য নির্মাতা ও বর্তমানের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘৮৪০’ বা ‘ডেমোক্রেসি প্রা. লি.’-এর ট্রেইলার গত ৬ নভেম্বর রিলিজের পর বেশ একটা শোরগোল তৈরি হয়েছে দর্শকদের মধ্যে।
‘আমি এত ভালো উন্নয়ন করছি, তবু একটা লোকও আমারে ভালোবাসল না কেন...।’ ফারুকীর রাজনৈতিক বিদ্রূপধর্মী নতুন এই প্রকল্পের সংলাপ এটি। অভিনয়শিল্পী নাসির উদ্দিন খানের কণ্ঠে শোনা গেছে এই সংলাপ। ফারুকী আগেই জানিয়েছিলেন, এটি রাজনৈতিক বিদ্রূপধর্মী কাজ।
এ প্রসঙ্গে আগে দেওয়া ফেসবুক পোস্টে ফারুকী লিখেছিলেন, ‘আগের অন্তর্বর্তী সরকারের সময় বানাই “৪২০”। প্রকৃতির কী বিচিত্র খেয়াল, আবার আসছে সে রকম একটা দুষ্টু কিছু, তাও আরেক অন্তর্বর্তী সরকারের আমলে।
এমন নানা কারণে সবার মনে একটাই প্রশ্ন ছিল কবে, কখন, কোথায় দেখতে পাওয়া যাবে সিরিজটি। সেদিনই ফারুকী বলেছিলেন, খুব শিগগিরই দেখতে পাবেন কাজটি।
কথা রাখলেন ফারুকী, তাই আর ভক্তদের বেশি অপেক্ষা করতে হলো না। দর্শকদের জন্য সুখবর হচ্ছে, কাজটি সিনেমা আকারে চলতি মাসের ১৩ তারিখেই দেশব্যাপী সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে।
আজ (৮ ডিসেম্বর) সন্ধ্যায় মুক্তি পেয়েছে ‘ডেমোক্রেসি প্রা. লি.’- এর অফিসিয়াল পোস্টার। সেখানেই ঘোষণা দেয়া হয়েছে আগামী ১৩ ডিসেম্বর মহাসমারোহে দর্শকের কাছে পৌঁছোবে ‘৮৪০’।
অভিনেতা নাসির উদ্দিন খান, মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মম, বিজরী বরকতউল্লাহ, শাহরিয়ার নাযিম জয়সহ রাজশাহী ও নওগাঁর বেশ কিছু স্থানীয় অভিনয়শিল্পী অভিনয় করেছেন ছবিটিতে।
এর আগে বাংলাদেশের সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক অসঙ্গতিগুলো স্যাটায়ার করে ‘৪২০’-নামে ধারাবাহিক নির্মাণ করে চারিদিকে যেনো ধুন্ধুমার আলোচনা সৃষ্টি করেছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। আসতে চলেছে সেই ‘৪২০’-এর ডাবল-আপ ‘৮৪০’ বা ‘ডেমোক্রেসি প্রা. লি.’।
সিনেমাটি প্রযোজনা করছেন নুসরাত ইমরোজ তিশা ইন এসোসিয়েশন উইথ ইম্প্রেস টেলিফিল্ম। চিত্রগ্রহণ করেছেন শেখ রাজিবুল ইসলাম, সংগীত পরিচালনায় ছিলেন পাভেল আরিন ও সাউন্ড ডিজাইনার রিপন নাথ। সম্পাদনায় তাহসিন মাহিম ও শিল্প পরিকল্পনা করেছেন ইব্রাহিম এইচ বাবু। পোশাক পরিকল্পনা করেছেন পূজালয় চৌধুরী ও মেক-আপ এ ছিলেন খাইরুল ইসলাম।
বিনোদন অঙ্গনে এ মুহূর্তে আলোচনায় রয়েছে সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই আলোচনায় থাকার অন্যতম কারণ, হলিউড ও বলিউডের জনপ্রিয় তারকাদের উপস্থিতি। ৫ ডিসেম্বর সৌদি আরবের জেদ্দায় উৎসবের উদ্বোধনী আসরে অংশ নেন এসব তারকা। সেই আসরে নামী তারকাদের সঙ্গে উৎসবের লাল গালিচায় হেঁটেছেন বাংলাদেশি অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা মাকসুদ হোসাইন। তারা এই উৎসবে অংশ নিয়েছেন ‘সাবা’ সিনেমাটি দিয়ে।
এ খবর এতোদিন যতো লোকে জানতো, আজ তার পরিমাণ কয়েকগুণ বেড়ে গেছে। কারণ এই উৎসব থেকেই বলিউড হার্টথ্রব রণবীর কাপুরের সঙ্গে তোলা তার একটি সেলফি আজ মূহুর্তেই ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে মেহজাবীন নয়, বরং ফোন হাতে রণবীর নিজেই লাল শাড়ি পরা মেহজাবীনের সঙ্গে সেলফি তুলছেন! আর তাতেই খুশিতে আট খানা মেহজাবীন, যা তার গাল ভরা হাসি দেখেই বোঝা যাচ্ছে। এ দিন মেহজাবীন চৌধুরী পরেছিলেন ফ্যাশন ডিজাইনার সাফিয়া সাথীর কালেকশন।
সেই ছবি এখন অনেকেই শেয়ার করছেন ফেসবুকে। আর তার নিচে আসছে মজার মজার সব কমেন্ট। অনেকেই এই দুই তারকাকে একসঙ্গে একটি সিনেমায় দেখার ইচ্ছা পোষন করেছে।
এদিকে, শুধু রণবীর কাপুরই নয়, আজকাল প্রায়ই হলিউডের তারকাদের সঙ্গে ছবি প্রকাশ করেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। না, তিনি সাধারণ ভক্তদের মতো হলিউড তারকাদের শুটিং দেখতে যান না। মেহজাবীন সেখান থেকে ছবিগুলো তোলেন সেখানে হলিউড তারকাদের মতো তিনিও আমন্ত্রিত অতিথি হিসেবে যান।
তেমনি এই রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেই তিনি সেলফি তুলেছেন হলিউডের প্রখ্যাত দুই তারকা উইল স্মিথ ও এমিলি ব্লান্টের সঙ্গে। যা প্রকাশ করেছেন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে। এর আগে কানাডার টরেন্টো একটি ফিল্ম ফেস্টিভ্যালে তিনি দেখা পান আরেক হলিউড তারকা নাওমি ওয়াটসের। তার সঙ্গেও ছবি পোস্ট করেছিলেন মেহজাবীন।
যে ‘সাবা’ সিনেমা নিয়ে মেহজাবীন একাধিক চলচ্চিত্র উৎসবে যাওয়ার সুযোগ পাচ্ছেন সেটি পরিচালনা করেছেন মাকসুদ হোসাইন। তিনি যাচ্ছেন উৎসবগুলোতে। রেড সি ফেস্টিভ্যাল নিয়ে মাকসুদ জানান, ‘‘এই আয়োজনের অংশ হতে পারা গৌরবের। ‘সাবা’ এই উৎসবে অফিশিয়াল মনোনয়ন পেয়েছে। এ নিয়ে চারটি উৎসবে অফিশিয়াল মনোনয়ন পেল সিনেমাটি। আমি সিনেমাটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছি উইল স্মিথ, এমিলি ব্লান্টসহ অন্যদের।’’
মাকসুদ আরও বলেন, ‘‘রেড কার্পেট আয়োজনে ছিল আমাদের জন্য চমক। সাধারণত দেখা যায়, নির্বাচিত সিনেমার পরিচালকেরা একই সময়ে রেড কার্পেটে হাঁটেন। সেখানে এই উৎসব ছিল ব্যতিক্রম। পাশাপাশি আমির খান, উইল স্মিথসহ আমন্ত্রিত অতিথি সবাই হেঁটেছি। রেড কার্পেট পর্বের পরে উইল স্মিথসহ অনেকের সঙ্গে আমাদের কথা হয়। তিনি আমাদের ‘সাবা’ সিনেমাটি নিয়ে জানতে চান। পরে তাকে গল্পটি বলি। টপিক তার ভালো লেগেছে। আমাদের প্রিমিয়ারে আসার ইচ্ছা পোষণ করেছেন। বলেছেন চেষ্টা করবেন।’’
তিনি বলেন, ‘নতুন আয়োজন হলেও রেড সি এখন অনেক অনেক গুরুত্বপূর্ণ উৎসব। এই উৎসব নিয়ে অনেক পরিচালক, প্রযোজকের আগ্রহ রয়েছে। আমাদের সিনেমাটি নিয়ে তাঁরা কী বলেন, সেটাই জানার অপেক্ষায় রয়েছি।’
৫ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে এবারের উৎসব। ১০ দিনের উৎসবে ৮১টি দেশের ১২০টি সিনেমা প্রদর্শিত হবে। এবার মূল প্রতিযোগিতা বিভাগে লড়বে ১৬টি চলচ্চিত্র। প্রতিযোগিতা বিভাগের প্রধান বিচারকের দায়িত্ব পালন করবেন অস্কারজয়ী মার্কিন নির্মাতা স্পাইক লি।
চলতি বছরের মার্চে ভার্চ্যুয়াল যুদ্ধে মুখোমুখি হন পরীমনি ও শবনম বুবলী। ঢাকাই ছবির আলোচিত দুই অভিনেত্রীর মধ্যে ঝামেলার সূত্রপাত ছেলের জন্মদিনে বুবলীর ফেসবুকে আপলোড করা একটি ভিডিওকে ঘিরে। পরীমনির দাবি ছিল, তার ভিডিও নকল করে ভিডিও বানিয়েছেন ববুলী।
ফেসবুকে বুবলীর পোস্ট করা ভিডিও দেখে পরীমনি লিখেছিলেন, ‘আপা গো আপা! পুরাটাই কপি মারলেন! কথা, মিউজিক লাইন, ভয়েস টোন ডেলিভারি থেকে সব! কিন্তু আবেগ তো কপি করা যায় না আপা!’ ছেলে পদ্মর জন্মদিনে আবেগঘন ভিডিও বার্তা দিয়েছিলেন নায়িকা। পরী হয়তো ভেবেছিলেন, সেই বার্তাই কপি করেছেন বুবলী।
এরপরই পাল্টা পোস্ট দিয়ে বুবলী লিখেছেন, ‘পাশের দেশগুলো টালিউড বা বলিউড ইন্ডাস্ট্রিতে লাস্ট কয়েক বছর মিল থাকছে অধিকাংশ বিয়েতে, যেখানে বিয়ের ড্রেসের কালার, অ্যারেঞ্জমেন্ট, বর-কনের আসা থেকে শুরু করে অনেক প্রেজেন্টেশনেই মিল থাকছে।’
পরীমনি ও বুবলীর দ্বন্দ্ব ফেসবুকে সীমাবদ্ধ ছিল। দুজনে এ নিয়ে সামনাসামনি কোনো কথা বলেননি। তবে একটা সময়ে বুবলীর বড় বোন একসময়ের গায়িকা নাজনীন মিমি ইঙ্গিতপূর্ণ কথা বলেন পরীমনিকে ঘিরে। তারপর পরীমনিও তেলে–বেগুনে জ্বলে ওঠেন, ফেসবুকে আরও কথা বলেন।
বেসরকারি টেলিভিশন চ্যানেল নাগরিকে দেওয়া সাক্ষাৎকারে নয় মাস আগের সেই প্রসঙ্গ ওঠতেই পরীমনি বলেন, ‘আপনি (শবনম বুবলী) আমাকে ডাকবেন, আসো তো পরী, কী হয়েছে। চলো বসি, কী হয়েছে দেখি। তা না করে আপনার ভাইবোন চৌদ্দগুষ্টি নিয়ে আমার গলা চেপে ধরবেন!’
কথা প্রসঙ্গে পরীমনি আরও বললেন, ‘বুবলীর বোনকে তো আমি চিনতামই না। উনার বোন যখন একটা বাজে স্ট্যাটাস দিচ্ছে, এসব যখন আবার আমার লোকজন আমাকে দেখাচ্ছে, তখন তো বিষয়টা দুঃখজনক। যার সাথে আমার কথা হচ্ছে, তারই আমাকে বলা উচিত। আমার সবকিছু আমাকেই জবাব দিতে হয়েছে। আমার তো আর কেউ নাই। থাকলেও অবশ্য আমিই কথা বলতাম। কারণ, সমস্যাটা যেহেতু আমার। এখানে পরিবারকে টানার কোনো অর্থ তো হয় না। আমার কাছে যেটা আছে, সেটা হচ্ছে সত্যি। এই সত্যিটাই আমার শক্তি।’
বুবলীর সঙ্গে পরীমনির সম্পর্কের তিক্ততা যখন সামনে আসে, তখন অনেকে ভেবেছিলেন অপু বিশ্বাস ইন্ধন জোগাচ্ছেন। এ প্রসঙ্গে পরীমনি বললেন, ‘অপুদির (অপু বিশ্বাস) সঙ্গে তো আমার এত খাতির নাই। আড্ডাবাজির সম্পর্কও না। অপুদি কী রান্না করছ, খেতে আসতেছি, এই ধরনের সম্পর্ক তো মোটেও না। তবে অপুদিকে আমি পছন্দ করি, ভালোবাসি এটা সত্য। কিন্তু উনি আমাকে কতটা পছন্দ করেন, এটা আমি বুঝতে পারি না মাঝেমধ্যে (হাসি)।’
কেউ কেউ আবার তখন এমনটা ভেবেছিলেন, পরীমনি ও বুবলী কিছু একটা পোস্ট করলে তা একে অপরকে ইঙ্গিত করেই করেছেন। এমন প্রসঙ্গও খোলাসা করলেন পরীমনি। বললেন, ‘আমি দেখতামই না তিনি কী করেছেন। আমার শুভাকাঙ্ক্ষীদের কেউ যখন বলত, এমনটা হয়েছে, পাঠালে তখন দেখা হতো, এই যা। এর বাইরে আর কিছু না।’
আজ দেশের অন্যতম সফল অভিনেতা আফরান নিশোর জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় তাকে ভক্ত থেকে শুরু করে বন্ধু-সহকর্মীরা শুভেচ্ছা বার্তা দিয়েছেন প্রচুর।
তবে নিশো সকাল থেকেই ছিলেন চুপ। অবশেষে জন্মদিনের বিকেলে দেখা দিলেন এই তারকা। যেনতেন ভাবে নয়, একেবারে ‘বস’-এর বেশে হেলিকপ্টারে চড়ে নামলেন তিনি। তবে মুখ দেখালেন না, চুলে ঝুটি করা, কেতা দুরস্ত পোশাকে পেছন থেকেই বুঝিয়ে দিলেন তিনি আফরান নিশোই!
অল্প কিছুক্ষণ আগেই এমনই একটি ভিডিও শেয়ার করেছেন তার নতুন সিনেমার নায়িকা সুনেরাহ বিনতে কামাল। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘‘বছরের সবচেয়ে বড় ঘোষণা নিয়ে জন্মদিনে আসছে ‘বস’!’’
‘বস’ কথাটি ছিলো তার একই ছবির আরেক নায়িকা তমা মির্জার পোস্টেও। নিশোকে তিনি জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আজ ফেসবুকে লিখেছেন, ‘‘একজন প্রকৃত বসের কোন বস নেই’। শুভ জন্মদিন আফরান নিশো ভাইয়া। তুমি তারার মত জ্বলজ্বলে থাকো।’’
সুতরাং, দুই নায়িকার ‘বস’ সম্বোধন এবং প্রকাশিত ছোট্ট ভিডিওটিতে হাব-ভাব দেখে বোঝাই যাচ্ছে নতুন ছবিতে ‘বস’-এর বেশে হাজির হবেন আফরান নিশো।
অনেকেই জানেন এই ছবিটির নাম ‘দাগি’। সময়ের অন্যতম সফল নির্মাতা শিহাব শাহীনের এই সিনেমায় নিশোর বিপরীতে আছেন দুইজন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা ও সুনেরাহ বিনতে কামাল।
নিশোর অভিষেক সিনেমা ‘সুড়ঙ্গ’ ২০২৩-এর বড় হিটের একটি। তবে ২০২৪-এ তাকে দেখা যায়নি প্রেক্ষাগৃহে। তিনি এই সময়ে ব্যস্ত ছিলেন নতুন সিনেমার প্রস্তুতিতে। এরইমধ্যে তার দুটি নতুন ছবির খবর সামনে এসছে। দুটিরই প্রযোজক আলফা আই। তারমধ্যে একটি ছবির শুটিং শেষ করেছেন বলে জানা গেছে। সেই ছবিটির নামই ‘দাগী’। এই ছবির বিশেষ কোন ঘোষণা হয়তো আজই আসতে যাচ্ছে, সুনেরাহ’র শেয়ার করা ভিডিওতে তারই ইঙ্গিত দিচ্ছে। অনেকেই ধারণা করছেন, হয়তো আজই নিশোর ‘দাগি’র মুক্তির তারিখ ঘোষণা করা হতে পারে।
তমা মির্জা সম্প্রতি একটি অনুষ্ঠানে বলেছেন তারা ঈদের বাজারেই আসতে চান। দেখা যাক ‘দাগী’ ঈদুল ফিতর মাতাতে বড়পর্দার আসে কিনা। তা জানতে হলে ঘোষণার জন্য অপেক্ষা করা ছাড়া উপায় নেই!