জন্মদিনে ‘রাজাসাব’ হয়ে আসার ঘোষণা প্রভাসের

  • মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

‘রাজাসাব’ সিনেমায় প্রভাসের লুক

‘রাজাসাব’ সিনেমায় প্রভাসের লুক

দক্ষিণ ভারতীয় সিনেমার সুপারস্টার প্রভাসের আজ জন্মদিন। এই অভিনেতাকে বলা হয় প্রথম প্যান ইন্ডিয়ান তারকা। মূলত তার ইতিহাস রচনা করা সিনেমা ‘বাহুবলী’র মাধ্যমেই প্যান ইন্ডিয়ান সিনেমার টার্মটি আলোচনায় আসে।

‘বাহুবলী’তে প্রভাসের তুমুল জনপ্রিয়তা ও সাফল্য তাকে একের পর বিশাল বাজেটের ছবিতে সুযোগ দিয়েছে। কিন্তু ছবিগুলো একে একে চরমভাবে ব্যর্থ হয়েছে।

বিজ্ঞাপন

তবে প্রভাস দমে যাননি। তিনি নতুন উদ্যমে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় আসছে নতুন বছরে অর্থাৎ ২০২৫-এ নতুন সিনেমায় হাজির হচ্ছেন প্রভাস। মারুথি পরিচালিত এই তেলেগু ছবির নাম ‘রাজাসাব’। আজ নিজের জন্মদিনে নতুন ছবির অফিসিয়াল পোস্টার ফেসবুক পেজে প্রকাশের সঙ্গে মুক্তির তারিখ ঘোষণা করা করেছেন তিনি। তা থেকে জানা যায়, ‘রাজাসাব’ হয়ে প্রভাস বড়পর্দায় আসবেন ২০২৫-এর ১০ এপ্রিল।

‘রাজাসাব’ সিনেমায় প্রভাসের লুক

পোস্টারে প্রভাসকে একদম রাজার বেশেই দেখা যাচ্ছে। সিংহখচিত রাজ সিংহাসনে চুরুট মুখে দৃঢ় প্রত্যয়ী ভঙ্গিতে এক পায়ের ওপর আরেক পা তুলে বসে আছেন এই সুপারস্টার নায়ক। পোস্টার প্রকাশের সঙ্গে সঙ্গেই ভক্তরা তাদের প্রিয় অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছার সঙ্গে সঙ্গে নতুন ছবির প্রতি ভালোবাসা জানাতে কার্পণ্য করেনি।

বিজ্ঞাপন

প্রভাসের ছবিগুলোর মধ্যে সবচেয়ে বেশি আয় করেছে ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’ সিনেমাটি। ২৫০ কোটি রুপি বাজেটের সিনেমাটির আয় ১ হাজার ৮১৪ কোটি রুপি। সিনেমাটি ভারতে অলটাইম ব্লকবাস্টারের তালিকায় জায়গা করে নিয়েছে।

‘বাহুবলী: দ্য বিগিনিং’ ছবিতে প্রভাস

চলতি বছর মুক্তি পাওয়া আরেক সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’র বাজেট ৫৫০ কোটি রুপি। সিনেমাটির আয় ১ হাজার ৫০ কোটি রুপি। আয়ে দুই নম্বরে রয়েছে সিনেমাটি।

‘বাহুবলী: দ্য বিগিনিং’ এই তালিকায় তিন নম্বরে রয়েছে। ১৮০ কোটি বাজেটের এই সিনেমার আয় ৬৩২ কোটি রুপি।

গত বছরের বক্স অফিসের আলোচিত সিনেমা ‘সালার’। সিনেমাটির বাজেট ৩০০ কোটি রুপি। বক্স অফিসে আয় ৬২৩ কোটি রুপি।

‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে প্রভাস

আইএমডিবি রেটিং ৫ হলেও বক্স অফিসে আলোচনায় ছিল প্রবাসের ‘সাহো’। ৩৫০ কোটি রুপি বাজেটের সিনেমাটির আয় ৪৪২ কোটি রুপি।

গত বছর ৩৯৫ কোটি রুপি আয় করে সিনেমাটি। তবু বক্স অফিসে ব্যর্থ হয় ‘আদিপুরুষ’। সিনেমাটির বাজেটই ছিল ৪০০ কোটি রুপি।

গত বছর ‘রাধে শ্যাম’ আয় করে ১৫২ কোটি রুপি। যার বাজেট ছিল ৩০০ কোটি রুপি। সিনেমাটি বক্স অফিসে চূড়ান্তভাবে হোঁচট খায়।

‘সাহো’ ছবিতে প্রভাস ও শ্রদ্ধা কাপুর

ক্যারিয়ারের শুরুর দিকের ৩৫ কোটি রুপি বাজেটের সিনেমা ‘মিরচি’ আয় করে ৮৭ কোটি রুপি।

‘মি: পারফেক্ট’ ২০১১ সালে সুপারহিট হয়। সিনেমাটি ১৮ কোটি রুপি বাজেটের। আয় করে ৪৭ কোটি রুপি।

প্রায় এক যুগেরও বেশি সময়ের আগের সিনেমা ‘রেবেল’ এই তালিকায় ১০ নম্বরে রয়েছে। ৪০ কোটি বাজেটের সিনেমাটির আয় ৪৩ কোটি রুপি।