ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় ফের জয়া

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জয়া আহসান । ছবি: ফেসবুক

জয়া আহসান । ছবি: ফেসবুক

‘ভূতপরী’ সিনেমাগত বছরও ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় (ইফি) রেকর্ড গড়েছিলেন দুই বাংলার নন্দিত অভিনয়শিল্পী জয়া আহসান। তিন ইন্ডাস্ট্রির পাঁচ সিনেমা নিয়ে উৎসবে যোগ দিয়েছিলেন জয়া। এবারও এই উৎসবে থাকছেন জয়া। ফেস্টিভ্যালের ইন্ডিয়ান প্যানারোমা বিভাগের ফিচার ফিল্ম শাখায় প্রদর্শিত হবে জয়ার ‘ভূতপরী’ সিনেমাটি।

‘ভূতপরী’র সঙ্গে আছে আরো দুটি বাংলা সিনেমা। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জির ‘আমার বস’ ও সৌরভ পালোধীর ‘অংক কী কঠিন’ প্রতিযোগিতা করছে এ বিভাগে। আগামী ২০ নভেম্বর ভারতের গোয়ায় শুরু হবে ৫৫তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া। উৎসবের পর্দা নামবে ২৮ নভেম্বর।

বিজ্ঞাপন
‘ভূতপরী’ সিনেমার পোস্টারে জয়া আহসান । ছবি: ফেসবুক

ভূতের ভয় আর রহস্য নিয়ে ভূতপরী বানিয়েছেন সৌকর্য ঘোষাল। এক নারী ১৯৪৭ সালে মারা যায়। বর্তমান সময়ে এসে তার অতৃপ্ত আত্মার সঙ্গে দেখা হয় এক বাচ্চা ছেলের, যার হাত ধরে সে তার মৃত্যুর কারণ অনুসন্ধান করতে থাকে। একটা সময় সে অতৃপ্ত আত্মা আবিষ্কার করে, ১৯৪৭ সালে তার মৃত্যুটি স্বাভাবিক ছিল না, ওটা ছিল খুন! এ ভূতপরীর চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। আরো আছেন ঋত্বিক চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, শান্তিলাল মুখার্জি, বিশান্তক মুখার্জি প্রমুখ। চলতি বছরের ৯ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তি পেয়েছিল পশ্চিমবঙ্গে।

জয়া আহসান । ছবি: ফেসবুক

এদিকে দুই বাংলায় মুক্তির অপেক্ষায় রয়েছে জয়া আহসানের একাধিক সিনেমা। তালিকায় আছে ‘জয়া আর শারমিন’, পশ্চিমবঙ্গের ‘কালান্তর’, ‘পুতুলনাচের ইতিকথা’, ‘ওসিডি’ সিনেমাগুলো।

কয়েক মাস আগেই জয়া প্রথমবার নাম লিখিয়েছেন ওয়েব সিরিজে। আশফাক নিপুনের ‘জিম্মি’ সিরিজে দেখা যাবে তাকে। গল্পে জয়াকে দেখা যাবে সরকারি নিম্নপদস্থ এক কর্মচারীর চরিত্রে। ১০ বছর ধরে কোনো প্রমোশন পায় না সে। স্বামী-স্ত্রীর টানাটানির সংসার। উচ্চাকাঙ্ক্ষী ওই নারী একদিন অফিসের স্টোররুমে বাক্সভর্তি টাকা পায়। এই হঠাৎ পাওয়া টাকা নিয়ে শুরু হয় টানাপড়েন। শেষ পর্যন্ত লোভের কাছে জিম্মি হয়ে পড়ে জয়া অভিনীত চরিত্রটি। শিগগির শুটিং শুরু হওয়ার কথা

জয়া আহসান । ছবি: ফেসবুক