শাহরুখের হুমকিদাতাকে খুঁজতে গিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
সালমানকে একাধিকবার খুনের হুমকি দেওয়ার পর সম্প্রতি একই হুমকি পেয়েছেন শাহরুখ খান। ইতোমধ্যেই এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। জানা গেছে, এই ঘটনায় যে ফোনটি থেকে শাহরুখকে হুমকি দেওয়া হয়েছে সেই ফোনটি একজন আইনজীবীর। ওই ব্যক্তির নাম ফাইজান, তিনি রায়পুরের বাসিন্দা। এ ঘটনায় রীতিমতো সৃষ্টি হয়েছে চাঞ্চল্য।
কিন্তু ওই ব্যক্তিকে পুলিশ জেরা করলে তিনি এই ঘটনার সঙ্গে তার যাবতীয় সম্পর্ক নাকচ করে দেন। ওই আইনজীবী জানিয়েছেন, এই ঘটনার বেশ কিছুদিন আগেই তার ফোনটি চুরি হয়ে গেছে। ফলে তার ফোন ব্যবহার করে কে কী ঘটনা ঘটিয়েছে সেই বিষয় সম্পর্কে তিনি অবগত নন।
এখানেই শেষ নয়, ওই আইনজীবী জানিয়েছেন, শাহরুখ খানের ‘আঞ্জাম’ ছবিতে হরিণ শিকার নিয়ে একটি আপত্তিকর সংলাপ ছিল। সেই সংলাপেরও প্রতিবাদ জানিয়েছিলেন তিনি। পিটিআই সূত্রে আরও খবর, ছত্তিশগড় থেকে ওই আইনজীবীকে ডেকে পাঠানো হয়েছে তার চুরি যাওয়া ফোনের বিষয়ে যাবতীয় তথ্য জানতে। শুধু খুনের হুমকি নয়, এর সঙ্গে সঙ্গে ৫০ লাখ টাকার দাবিও জানানো হয়েছিল ওই হুমকিতে। জানানো হয়েছিল, কয়েক কোটি টাকা দিলে তবেই নিস্তার পাবেন শাহরুখ খান।
প্রথমে অজ্ঞাত পরিচয় ব্যক্তির কাছ থেকে হুমকি এসেছে বলে জানা গেছে। এরপরে, সেই মর্মেই অভিযোগ দায়ের হয়েছে মুম্বাইয়ের বান্দ্রা থানায়। এই নিয়ে আরও এক বলিউড তারকা খুনের হুমকি পেলেন। কে বা কারা এর নেপথ্যে রয়েছে, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। কিন্তু বিগত কিছুদিন ধরে যেভাবে মায়ানগরীকে নিশানা করা হচ্ছে, তা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে।
আপাতত শাহরুখের নিরাপত্তা বাড়ানো হয়েছে। ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে শাহরুখকে। এতদিন সশস্ত্র দুই নিরাপত্তারক্ষী শাহরুকের সঙ্গে থাকতেন। এখন থেকে য়জন সশস্ত্র নিরাপত্তারক্ষী ২৪ ঘণ্টা মোতায়েন থাকবেন।
তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস