শুটিং করতে গিয়ে আহত শাকিব খান
ভারতের মুম্বাইয়ে ‘বরবাদ’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। সবকিছুই ঠিকঠাক চলছিল। এর মধ্যে ঘটে অঘটন। শুটিং ফ্লোরের একটি দরজায় আঘাত লেগে আহত হন শাকিব খান। চোখের ঠিক ওপরে এই আঘাত লাগে বলে জানান পরিচালক মেহেদী হাসান।
পরিচালক জানান, শাকিব খানকে দ্রুত মুম্বাইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে সিটি স্ক্যান করানো হয়। চিকিৎসক জানান, আপাতত ভয়ের কোনো কারণ নেই। তবে ব্যথানাশক ওষুধ দিয়েছেন।
মুম্বাইয়ের ইলোরা স্টুডিওতে চলছে ‘বরবাদ’ ছবির শুটিং। ছবির পরিচালক গতকাল শুক্রবার রাতে প্রথম আলোকে জানান, বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটে। তিনি বললেন, ‘আমাদের একটি দৃশ্য ছিল—দরজা খুলে বের হয়ে যাবেন শাকিব ভাই। সেভাবেই সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়। হঠাৎ সেই দরজা খুলতে গিয়ে শাকিব ভাইয়ের কপালে আঘাত লাগে। এতে ভ্রুর কিছু অংশ কেটে যায়। আঘাতের সঙ্গে সঙ্গে আমরা শুটিং বন্ধ করে দিই। পাশেই একটি হাসপাতাল ছিল, সেখানে ছুটে যাই। প্রয়োজনীয় পরীক্ষা–নিরীক্ষা করাই। চিকিৎসক আমাদের আশ্বস্ত করেন, ভয়ের কিছু নেই। প্রয়োজনীয় সব ওষুধ দিয়েছেন।’
পরিচালক মেহেদী হাসান বলেন, ‘আঘাতে আহত শাকিব ভাইয়ের পেশাদারি মনোভাব আমাদের সবাইকে বিস্মিত করেছে।’
তিনি আরও বলেন, ‘‘আমরা ট্রিটমেন্টের পর আবার শুটিং হাউসে ফিরি। তার আগে অবশ্য ভেবেছিলাম, ওই দিনের মতো শুটিং বন্ধ রাখব, যাতে শাকিব ভাই বিশ্রাম নিতে পারেন। কিন্তু তিনি আমাদের অবাক করে দিয়ে বললেন, ‘চলো, শুটিং করে ফেলি।’ সন্ধ্যায় ফেরার পর সেদিন রাত ১২টা পর্যন্ত আমরা শুটিং করেছি। পরদিন আবার পূর্বপরিকল্পনামতো আমাদের শুটিং হয়েছে।’’
‘বরবাদ’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গত ২২ অক্টোবর মুম্বাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়েন শাকিব খান। সেখানকার একটি স্টুডিওতে ২৪ অক্টোবর থেকে শুটিংয়ে অংশ নেন। প্রথম লটে ১০ নভেম্বর পর্যন্ত শুটিংয়ের কথা থাকলেও গতকাল পরিচালক জানান, ১৬ নভেম্বর পর্যন্ত শুটিং হবে। এরপর বিরতি দিয়ে আগামী ডিসেম্বর থেকে দ্বিতীয় ও শেষ লটের শুটিং করবেন তারা।
‘বরবাদ’ ছবির পরিচালক মেহেদী হাসান শতাধিক নাটকের পরিচালক। এবারই প্রথম সিনেমা বানাচ্ছেন তিনি। ‘প্রিয়তমা’ সিনেমার আলোচিত জুটি শাকিব খান ও ইধিকা পালকে আবার পর্দায় হাজির করতে চলছেন মেহেদী হাসান। অ্যাকশন ও রোমান্টিক ধাঁচের ‘বরবাদ’ ছবিটি আগামী বছরের ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সেভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এদিকে ১৫ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের ‘দরদ’। একসঙ্গে ২০টি দেশে ছবিটি মুক্তি পাবে—এমনটাই জানান ছবিটির পরিচালক অনন্য মামুন। ‘দরদ’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউডের সোনাল চৌহান।